আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৭- নামাযে কসরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১০২
৭০৫. সফরকালে ফরয নামাযের আগে ও পরে নফল নামায আদায় না করা।
১০৩৯। মুসাদ্দাদ (রাহঃ) ......... হাফস ইবনে আসিম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) কে বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাহচর্যে থেকেছি, তিনি সফরে দু’রাকআতের অধিক নফল আদায় করতেন না। আবু বকর, উমর ও উসমান (রাযিঃ) এর এ রীতি ছিল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন