আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৭- নামাযে কসরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৯৩
৭০১. বাহনের উপরে বাহন যেদিকে মুখ করে সেদিকে ফিরে নফল নামায আদায় করা।
১০৩১। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আমির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে দেখেছি, তাঁর বাহন যেদিকেই ফিরেছে, তিনি সেদিকেই নামায আদায় করেছেন।


বর্ণনাকারী: