আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩১১৪
আন্তর্জাতিক নং: ১৩৩৩-৫
- হজ্ব - উমরার অধ্যায়
৬৬. কাবা ঘর ভেঙ্গে পুননির্মাণ
৩১১৪। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... সাঈদ ইবনে মিনাআ (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে বলতে শুনেছিঃ আমার খালা আয়িশা (রাযিঃ) আমাকে বলেছেন যে, নবী (ﷺ) বললেনঃ হে আয়িশা! তোমার সম্প্রদায়ের লোকেরা নিকট অতীতে শিরক পরিত্যাগ না করলে আমি কাবাঘর ভেঙ্গে এর ভিত ভূমির সমতলে স্থাপন করতাম। এর দুটি দরজা করতাম- একটি পূর্বদিকে, অপরটি পশ্চিমদিকে এবং আল-হিজার (হাতীম) এর ছয় গজ স্থান কাবার অন্তর্ভুক্ত করতাম। কেননা কুরাইশরা কাবা ঘর নির্মাণকালে এর ভিত ছোট করে দেয়।
كتاب الحج
باب نَقْضِ الْكَعْبَةِ وَبِنَائِهَا
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنِي ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، عَنْ سَعِيدٍ، - يَعْنِي ابْنَ مِينَاءَ - قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ حَدَّثَتْنِي خَالَتِي، - يَعْنِي عَائِشَةَ - قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا عَائِشَةُ لَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثُو عَهْدٍ بِشِرْكٍ لَهَدَمْتُ الْكَعْبَةَ فَأَلْزَقْتُهَا بِالأَرْضِ وَجَعَلْتُ لَهَا بَابَيْنِ بَابًا شَرْقِيًّا وَبَابًا غَرْبِيًّا وَزِدْتُ فِيهَا سِتَّةَ أَذْرُعٍ مِنَ الْحِجْرِ فَإِنَّ قُرَيْشًا اقْتَصَرَتْهَا حَيْثُ بَنَتِ الْكَعْبَةَ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)