আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৫- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৬৪
৬৮১. সূর্যগ্রহণের নামাযে প্রথম রাকাআত হবে দীর্ঘতর।
১০০৪। মাহমুদ ইবনে গাইলান (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যগ্রহণের সময় লোকদের নিয়ে দু’রাক’আতে চার রুকূ’সহ নামায আদায় করেন। প্রথমটি (রাকআত দ্বিতীয়টির চাইতে) দীর্ঘস্থায়ী ছিল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন