আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৫- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৬৩
৬৭৯. সূর্যগ্রহণের খুতবায় ইমামের "আম্মা বা’দু" বলা।
পরিচ্ছেদঃ ৬৮০. চন্দ্রগ্রহণের নামায।
১০০৩। আবু মা’মার (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সময় সূর্যগ্রহণ হল। তিনি বের হয়ে তাঁর চাঁদর টেনে টেনে মসজিদে পৌঁছলেন এবং লোকজনও তাঁর কাছে একত্রিত হল। তারপর তাঁদের নিয়ে দু’রাকআত নামায আদায় করেন। এরপর সূর্যগ্রহণ মুক্ত হলে তিনি বললেনঃ সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দু’টি নিদর্শন। কারো মৃত্যুর কারণে এ দু’টোর গ্রহণ ঘটে না। কাজেই যখন গ্রহণ হবে, তা মুক্ত না হওয়া পর্যন্ত নামায আদায় করবে এবং দুআ করতে থাকবে। এ কথা নবী করীম (ﷺ) এ কারণেই বলেছেন যে, সেদিন তাঁর পুত্র ইবরাহীম (রাযিঃ) এর ওফাত হয়েছিল এবং লোকেরা সে ব্যাপারে বলাবলি করছিল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন