আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৫- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৬০
৬৭৮. সূর্যগ্রহণের সময় দুআ।
এ বিষয়ে আবু মুসা ও আয়িশা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
এ বিষয়ে আবু মুসা ও আয়িশা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
১০০১। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... মুগীরা ইবনে শুবা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন (রাসূলুল্লাহ ﷺ এর পুত্র) ইবরাহীম (রাযিঃ) যে দিন ইন্তিকাল করেন, সে দিন সূর্যগ্রহণ হয়েছিল। লোকেরা বলল, ইবরাহীম (রাযিঃ) এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ নিশ্চয়ই সূর্য-চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দু’টি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এ দু’টোর গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা এদের গ্রহণ হতে দেখবে, তখন তাদের গ্রহণ মুক্ত হওয়া পর্যন্ত আল্লাহর নিকট দুআ করবে এবং নামায আদায় করতে থাকবে।
