আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৫- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৫৯
৬৭৭. সূর্যগ্রহণের সময় আল্লাহর যিক্র।
এ বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেছেন।
এ বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেছেন।
১০০০। মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হল, তখন নবী (ﷺ) ভীতসন্ত্রস্ত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কা করছিলেন। এরপর তিনি মসজিদে আসেন এবং এর আগে আমি তাঁকে যেমন করতে দেখেছি, তার চাইতে দীর্ঘ সময় ধরে কিয়াম, রুকু ও সিজদা সহকারে নামায আদায় করলেন। আর তিনি বললেনঃ এগুলো হল নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন, তা কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না। বরং আল্লাহ তা’লা এর দ্বারা তাঁর বান্দাদের সতর্ক করেন। কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে, তখন ভীত-বিহ্বল অবস্থায় আল্লাহর যিক্র, দুআ এবং ইস্তিগফারের দিকে অগ্রসর হবে।


বর্ণনাকারী: