শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২০. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬৪৯৯
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রংগীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৪৯৯। ইবন আবু দাউদ …… হারিস ইবন সুওয়ায়দ হযরত আলী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দুব্বা ও মুযাফফাত ব্যবহার করতে নিষেধ করেছেন।
بَابُ الِانْتِبَاذِ فِي الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ , وَالْمُزَفَّتِ
6499 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْقَوَارِيرِيُّ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০০
আন্তর্জাতিক নং: ৬৫০১
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০০-৬৫০১। আলী ইবন মা'বাদ ....... সাঈদ ইবন জুবায়র বলেন, একবার হযরত ইবন উমর (রাযিঃ)-কে কলসীতে তৈরী নাবীয সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, নবী (ﷺ) এটাকে হারাম করেছেন। তারপর আমি হযরত ইবন আব্বাস (রাযিঃ)-কে তা জানালাম। তিনি বললেন, তিনি [ইবন উমর (রাযিঃ)] সত্য বলেছেন। আমি জিজ্ঞেস করলাম, কোন কলসী? তিনি বললেন, সর্বপ্রকার মাটির কলসী।

নসর ইবন মারযূক …… খুসায়ফ ইবন নাসিহ নিজস্ব সূত্রে সাঈদ ইবন জুবায়র হতে অনুরূপ বর্ণনা করেছেন।
6500 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، قَالَ: ثنا أَيُّوبُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: سُئِلَ ابْنُ عُمَرَ , عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ: «حَرَّمَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» . فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ , فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «صَدَقَ» , قُلْتُ: أَيُّ جَرٍّ؟ قَالَ: «كُلُّ شَيْءٍ مِنَ اللهِ»

6501 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ، قَالَ: ثنا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ رَجُلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০১
empty
৬৫০১।
6501 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০২
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০২। আলী ইবন মা'বাদ ...... কায়স ইবন হাবতার বলেন, আমি হযরত ইবন আব্বাস (রাযিঃ)-এর নিকট সাদা ও লাল কলসী সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন, নবী (ﷺ) -এর নিকট সর্বপ্রথম আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দল এ সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তারা বললো, আমরা খেজুর হতে নাবীয তৈরী করে তা পান করি। তখন তিনি বললেন, তোমরা দুব্বা, মুযাফফাত, নাক্বীর ও কলসীতে নাবীয তৈরী করে তা পান কর না।
6502 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ ثنا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَلِيِّ بْنِ بَذِيمَةَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ حَبْتَرٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ الْجَرِّ الْأَبْيَضِ، وَالْأَحْمَرِ،. فَقَالَ: إِنَّ أَوَّلَ مَنْ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ , فَقَالُوا: إِنَّا نُصِيبُ مِنَ النَّخْلِ , فَقَالَ: «لَا تَشْرَبُوا فِي الدُّبَّاءِ , وَلَا فِي الْمُزَفَّتِ , وَلَا فِي النَّقِيرِ , وَلَا فِي الْجَرِّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০৩
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০৩। ইবরাহীম ইবন মারযূক …… ইয়াহয়া আল-বাহরানী বলেন, আমি হযরত ইবন আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি, নবী (ﷺ) দুব্বা, হানতাম, নাক্বীর ও মুযাফফাত হতে নিষেধ করেছেন।
6503 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ يَحْيَى الزَّهْرَانِيِّ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ , وَالْحَنْتَمِ , وَالنَّقِيرِ , وَالْمُزَفَّتِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০৪
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০৪। রাবী আল-মুয়াযযিন …… আবু হামযা বলেন, আমি হযরত ইবন আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি, নবী (ﷺ) আব্দুল কায়সের প্রতিনিধি দলকে, দুব্বা, হানতাম ও নাক্বীর ব্যবহার করতে নিষেধ করেছেন। শুরা কর্তৃক বর্ণিত হাদীসে রয়েছে, কখনও তিনি (শুবার শায়খ) বলেন, নাক্বীর ও মুযাফফাত হতে নিষেধ করেছেন। আর বিষয়টা অবশ্য (শুবা ও হাম্মাদ) উভয়ের রিওয়ায়াতে রয়েছে। শুবা কর্তৃক বর্ণিত হাদীসে অতিরিক্ত আরো বর্ণিত হয়েছে। তা হলো, তোমরা আমার নিকট হতে এ কথাগুলো সংরক্ষণ করে নাও এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে, তাদেরকে জানিয়ে দাও ।
6504 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا شُعْبَةُ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي جَمْرَةَ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدَ عَبْدِ الْقَيْسِ , عَنِ الدُّبَّاءِ , وَالْحَنْتَمِ , وَالنَّقِيرِ» فِي حَدِيثِ شُعْبَةَ وَرُبَّمَا قَالَ: النَّقِيرِ وَالْمُزَفَّتِ، فِي حَدِيثِهِمَا جَمِيعًا. وَفِي حَدِيثِ شُعْبَةَ فَاحْفَظُوهُنَّ عَنِّي , وَأَخْبِرُوا بِهِنَّ مَنْ وَرَاءَكُمْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০৫
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০৫। রাবী আল-মুয়াযযিন ……. আবু হামযা হযরত ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ওয়াফদ আব্দুল কায়স-কে হানতাম, নাকীর ও মুযাফফাত হতে নিষেধ করেছেন। এবং হাম্মাদ কর্তৃক বর্ণিত হাদীসে দুব্বা-এর কথা উল্লেখ করা হয়েছে।
6505 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، وَأَبُو هِلَالٍ , عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدَ عَبْدِ الْقَيْسِ , عَنِ الْحَنْتَمِ , وَالنَّقِيرِ , وَالْمُزَفَّتِ» وَفِي حَدِيثِ حَمَّادٍ وَالدُّبَّاءِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০৬
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০৬। ইবন মারযূক . সাঈদ ইবন জুবায়র বলেন, আমি হযরত ইবন উমর (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) কলসীর নাবীয হারাম ঘোষণা করেছেন। তিনি বলেন, তারপর আমি ইবন আব্বাস (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি শুনছেন না যে, ইবন উমর (রাযিঃ) কি বলছেন? তিনি জিজ্ঞেস করলেন, তিনি কি বলছেন ? আমি বললাম, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কলসীর নাবীযকে হারাম করেছেন। তিনি বললেন, ইবন উমর (রাযিঃ) সত্য বলেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) কলসীর নাবীযকে হারাম করেছেন।
6506 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا أَبِي، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: «حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيذَ الْجَرِّ» . قَالَ: فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ , فَقُلْتُ: أَلَا تَسْمَعُ مَا يَقُولُ ابْنُ عُمَرَ؟ قَالَ: وَمَا يَقُولُ؟ قُلْتُ يَقُولُ: «حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيذَ الْجَرِّ» . قَالَ: «صَدَقَ ابْنُ عُمَرَ , حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيذَ الْجَرِّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০৭
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০৭। ইয়াযীদ ইবন সিনান ...... আবুল হাকাম বলেন, আমি হযরত ইবন আব্বাস (রাযিঃ)-কে নাবীয সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কলসী দুব্বা ও মুযাফফাত-এর নাবীয হতে নিষেধ করেছেন। তিনি (আবুল হাকাম) বলেন, আমি ইবন যুবায়রকে জিজ্ঞেস করেছি, তিনি অনুরূপ বলেছেন। তিনি বলেন, আমি ইবন উমর (রাযিঃ)-কে জিজ্ঞেস করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নাবীয হতে নিষেধ করেছেন। তিনি আরো বলেন, আমার ভাই আবু সাঈদ খুদরী (রাযিঃ)-এর মাধ্যমে নবী (ﷺ) অনুরূপ বর্ণনা করেছেন।
6507 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الْحَكَمِ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ النَّبِيذِ، فَقَالَ: " نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ , وَالدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ. قَالَ: وَسَأَلْتُ ابْنَ الزُّبَيْرِ فَقَالَ: مِثْلَ ذَلِكَ , [ص:224] قَالَ: وَسَأَلْتُ ابْنَ عُمَرَ فَقَالَ: " نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ , وَالدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ. قَالَ: وَأَخْبَرَنِي أَخِي , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০৮
আন্তর্জাতিক নং: ৬৫০৯
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০৮। ইবন মারযূক ...... হযরত আয়েশা (রাহঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, তোমরা দুব্বা, মুযাফফাত, নাকীর ও কলসীতে নাবীয তৈরী করো না ।
09 - 6508 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَقِيلٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ مَيْمُونَةَ، وَعَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا تَنْبِذُوا فِي الدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ , وَالنَّقِيرِ , وَالْجِرَارِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫০৯
empty
৬৫০৯।
6509 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫১০
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫১০। ইবন মারযূক ....... আসওয়াদ বলেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, যে রাসূলুল্লাহ (ﷺ) কি কি পাত্র হারাম করেছেন? তখন তিনি বললেন, 'মুযাকাত'।
6510 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ، عَنْ شُعْبَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَمَّا حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَوْعِيَةِ الَّتِي يُنْبَذُ فِيهَا , فَقَالَتْ: «الْمُزَفَّتُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫১১
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫১১। ইবন মারযূক ....... আসওয়াদ বলেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন প্রকার পাত্রে নাবীয় তৈরী করতে নিষেধ করেছেন? তিনি বললেন, القرع (কদুর কলস) ও মুযাফফাতে আর এসব পাত্র তো হলো সবুজ কলসী যা মিসর হতে সবুজ রং্গে রং্গিন করে আনা হতো।
6511 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْأَوْعِيَةِ الَّتِي حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَتْ: «الْقَرْعُ , وَالْمُزَفَّتُ , وَهِيَ جِرَارٌ خُضْرٌ كَانَ يُجَاءُ بِهَا مِنْ مِصْرَ , مُزَفَّتَةً»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫১২
আন্তর্জাতিক নং: ৬৫১৩
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫১২-১৩। আবু বাকরা ..... আসওয়াদ বলেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, যে পাত্রসমূহে নাবীয প্রস্তুত করা হয়, তার কোন পাত্রে নাবীয করতে রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করেছেন? জবাবে তিনি বললেন, মুযাফফাত হতে ।

ইবন মারযূক …… শুবা বলেন, আমি মনসুরকে বলতে শুনেছি, অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেন। আমি জিজ্ঞস করলাম, তবে جرار (কলসী)? তিনি বললেন, আমি যা শুনেছি তার বেশী বলতে পারি না।
6512 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنِ الْأَسْوَدِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَمَّا حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَوْعِيَةِ الَّتِي يُنْبَذُ فِيهَا، فَقَالَتْ: «الْمُزَفَّتُ»

6513 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ، عَنْ شُعْبَةَ، قَالَ: سَمِعْتُ مَنْصُورًا، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. قَالَ: قُلْتُ: فَالْجِرَارُ؟ قَالَتْ: مَا أَنَا زَائِدَتُكَ عَلَى مَا قَدْ سَمِعْتُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫১৩
empty
৬৫১৩।
6513 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫১৪
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫১৪। রাবী আল-মুয়াযযিন ..... আব্দুল্লাহ ইবন মা'কাল আল-মুহারিবী বলেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) হানতাম, দুব্বা ও মুযাফফাতে নাবীয তৈরী করতে নিষেধ করেছেন।
6514 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ , عَنِ الْأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ مَعْقِلٍ الْمُحَارِبِيُّ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُنْبَذَ فِي الْحَنْتَمِ , وَالدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫১৫
আন্তর্জাতিক নং: ৬৫১৬
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫১৫। ইবন আবু দাউদ ..... কাতাদা বলেন, চারজন পুরুষ হযরত আবু সাঈদ খুদরী হতে এবং পাঁচজন মহিলা হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেন, নবী (ﷺ) কলসীর নাবীয হতে নিষেধ করেছেন।
16 - 6515 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: حَدَّثَنِي قَتَادَةُ، قَالَ: حَدَّثَنِي أَرْبَعَةُ رِجَالٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَحَدَّثَنِي خَمْسُ نِسْوَةٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ نَبِيذِ الْجَرِّ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫১৬
empty
৬৫১৬।
6516 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫১৭
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫১৭। ইবন মারযূক …… আব্দুল্লাহ ইবন শাম্মাস বলেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হানতাম অর্থাৎ কলসী, দুব্বা, মুযাফফাত ও নাক্বীর হতে নিষেধ করেছেন।
6517 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ، أَوْ عِمْرَانُ بْنُ عَبْدِ اللهِ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ شِمَاسٍ، يَقُولُ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَقَالَتْ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَنْتَمَةِ , وَهِيَ الْجَرَّةُ , وَعَنِ الدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ , وَالنَّقِيرِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৫১৮
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫১৮। ইবন মারযূক ……. হাব্বাহ আল-উরানী বলন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) দুব্বা, হানতাম, নাক্বীর ও মুযাফফাত হতে নিষেধ করেছেন।
6518 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ ثنا سُلَيْمَانُ بْنُ مُعَاذٍ، قَالَ: ثنا الْأَشْعَثُ، قَالَ: سَمِعْتُ حَبَّةَ الْعُرَنِيَّ، يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ , وَالْحَنْتَمِ , وَالنَّقِيرِ , وَالْمُزَفَّتِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান