শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২০. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ৬৪৪৮
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৪৮। ইয়াযীদ ইবন সিনান ও রাবী আল-জীযী ...... সুফিয়ান ইবন ওয়াহব আল-খাওলানী হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) হতে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেন, সর্বপ্রকার (মাতালকারি) পানীয় হারাম।
كتاب الأشربة
بَابُ مَا يَحْرُمُ مِنَ النَّبِيذِ
6448 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , وَرَبِيعٌ الْجِيزِيُّ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ , عَنْ مُسْلِمِ بْنِ يَسَارٍ , عَنْ سُفْيَانَ بْنِ وَهْبٍ الْخَوْلَانِيِّ , عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৪৯
আন্তর্জাতিক নং: ৬৪৫৭
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৪৯-৫৭। আলী ইবন মা'বাদ .... হযরত ইবন উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : প্রত্যেক নেশাকর বস্তুই মদ এবং প্রত্যেক নেশাকর বস্তুই হারাম।

হুসায়ন ইবন নসর বলেন, আমি ইয়াযীদ ইবন হারুনকে বলতে শুনেছি, তিনি বলেন, মুহাম্মাদ ইবন আমর বলেন, অতঃপর নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেন।

মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা ..... হযরত আবু হুরায়রা ও হযরত ইব্‌ন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।

ইব্‌ন আবু দাউদ..... ইবন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।

ইব্‌ন আবু দাউদ..... নাফে হযরত ইবন উমর (রাযিঃ) হতে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হতে অনুরণ বর্ণনা করেছেন।

ইয়াযীদ ইবন সিনান ..... ইবন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।

মুহাম্মাদ ইবন ইদরীস আল-মক্কী ...... ইবন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।

মুহাম্মাদ ইব্‌ন ইদরীস আল-মক্কী..... হাম্মাদ ইবন যায়দ বলেন, অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি হাদীসটি মারফু বর্ণনা করেননি।
كتاب الأشربة
57 - 6449 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ»

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: أنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ [ص:216] أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَابْنِ عُمَرَ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: أنا الرَّبِيعُ الزَّهْرَانِيُّ، قَالَ: أنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْخَطَّابُ بْنُ عُثْمَانَ، قَالَ: ثنا عَبْدُ الْمَجِيدِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَيُّوبَ السِّخْتِيَانِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أنا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الْمَكِّيُّ، قَالَ: ثنا الْقَعْنَبِيُّ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الْمَكِّيُّ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , وَلَمْ يَرْفَعْهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫০
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
empty
৬৪৫০।
كتاب الأشربة
6450 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫১
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
empty
৬৪৫১।
كتاب الأشربة
6451 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫২
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
empty
৬৪৫২।
كتاب الأشربة
6452 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫৩
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
empty
৬৪৫৩।
كتاب الأشربة
6453 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫৪
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
empty
৬৪৫৪।
كتاب الأشربة
6454 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫৫
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
empty
৬৪৫৫।
كتاب الأشربة
6455 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫৬
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
empty
৬৪৫৬।
كتاب الأشربة
6456 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫৭
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
empty
৬৪৫৭।
كتاب الأشربة
6457 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫৮
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৫৮। আলী ইবন মা'বাদ ..... আমের ইবন সাদ তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আমি তোমাদেরকে ঐ বস্তুর কম পরিমাণ হতেও নিষেধ করি যার বেশী পরিমাণ মাতাল করে।
كتاب الأشربة
6458 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ. ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أنا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْأَشَجِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْهَاكُمْ عَنْ قَلِيلِ مَا أَسْكَرَ كَثِيرُهُ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৫৯
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৫৯। ফাহদ ..... শাহর ইবন হাওশাব হযরত উম্ম সালমা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সর্বপ্রকারী মাতালকারী পানীয় হতে নিষেধ করেছেন।
كتاب الأشربة
6459 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ، قَالَ: أنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ الْمُحَارِبِيُّ، عَنِ الْحَسَنِ بْنِ عَمْرٍو الْفُقَيْمِيِّ، عَنِ الْحَكَمِ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كُلِّ مُسْكِرٍ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৬০
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৬০। ইউনুস ও হুসায়ন ইবন নসর...... হযরত ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেন, আল্লাহ তা'আলা মদ, জুয়া ও শতরঞ্জ খেলা হারাম করেছেন এবং বলেছেন, সর্বপ্রকার মাতালকারী (পানিয়) হারাম।
كتاب الأشربة
6460 - حَدَّثَنَا يُونُسُ، وَحُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَا: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ قَيْسِ بْنِ حَبْتَرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ , حَرَّمَ الْخَمْرَ وَالْمَيْسِرَ , وَالْكُوبَةَ» ، وَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৬১
আন্তর্জাতিক নং: ৬৪৬২
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৬১-৬২। আলী ইব্‌ন মা'বাদ ..... সালামা ইবন আব্দুর রহমান হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-কে একবার মধুর নাবীয সম্পর্কে জিজ্ঞেস করা হলো। অতঃপর তিনি বললেন, সর্বপ্রকার পানীয় যা মাতাল করে, তা হারাম।

ইউনুস...... মালিক ও ইউনুস ইবন শিহাব হতে বর্ণনা করেন, অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেন।
كتاب الأشربة
6461 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ: ثنا ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبَيْعِ بِنَبِيذِ الْعَسَلِ فَقَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ , فَهُوَ حَرَامٌ»

6462 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ وَيُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৬২
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
empty
৬৪৬২।
كتاب الأشربة
6462 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৬৩
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৬৩। আলী ইবন মা'বাদ ..... হযরত আয়েশা (রাযিঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, সর্ব প্রকার পানীয় যা মাতাল করে তা হারাম।
كتاب الأشربة
6463 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ الْجَوْهَرِيُّ , قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ , فَهُوَ حَرَامٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৬৪
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৬৪। আলী......কাসেম ইবন মুহাম্মাদ হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, সর্বপ্রকার মাতালকারী বস্তু হারাম। আর যার এক ফারাক পরিমাণ মাতাল করে, তার এক মুঠি পরিমাণও হারাম।
كتاب الأشربة
6464 - حَدَّثَنَا عَلِيٌّ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: ثنا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ , عَنْ أَبِي عُثْمَانَ الْأَنْصَارِيِّ قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ يُحَدِّثُ عَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ , وَمَا أَسْكَرَ الْفَرْقُ مِنْهُ , فَمِلْءُ الْكَفِّ مِنْهُ حَرَامٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৬৫
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৬৫। ইবন মারযূক..... কাসেম ইবন মুহাম্মাদ হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, এমন সর্বপ্রকার পানীয় যা মাতাল করে তা হারাম।
كتاب الأشربة
6465 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ , عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ , عَنْ مَيْمُونَةَ , وَعَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ , عَنْ عَائِشَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ , فَهُوَ حَرَامٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৬৬
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৬৬। রাবী আল-মুয়াযযিন..... ওয়ালীদ ইবন আব্দাহ হযরত আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) হতে বর্ণনা করেন, নবী (ﷺ) মদ, জুয়া ও শতরঞ্জ খেলা হতে নিষেধ করেছেন এবং বলেছেন, সর্বপ্রকার মাতালকারী বস্তু হারাম।
كتاب الأشربة
6466 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ وَلِيدِ بْنِ عَبْدَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ وَالْكُوبَةِ , وَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৬৭
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
যে নাবীয হারাম
৬৪৬৭। আলী ইবন মা'বাদ..... আব্দুল্লাহ্ ইবন আর হতে বর্ণনা করেন, নবী (ﷺ) ইরশাদ করেছেন, যে বস্তুর বেশী পরিমাণ মাতাল করে তার অল্প পরিমাণও হারাম।
كتاب الأشربة
6467 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عَمْروٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَسْكَرَ كَثِيرُهُ , فَقَلِيلُهُ حَرَامٌ»
tahqiq

তাহকীক: