শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬২৬৫
আন্তর্জাতিক নং: ৬২৬৬
দাঁত ও নখ দ্বারা যবেহ করা প্রসঙ্গ
৬২৬৫-৬৬। ইবরাহীম ইবন মারযূক দুটি সূত্রে ..... আদী ইবন হাতিম বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার কুকুর (শিকারের জন্য) ছেড়ে দেই, সে একটা শিকার জীবন্ত ধরে আনে। আমার নিকট পাথর ও লাঠি ব্যতীত এমন কিছু থাকে না যা তাকে যবেহ করতে পারে। তখন তিনি বললেন, তুমি রক্ত প্রবাহিত কর, যা দ্বারা তুমি ইচ্ছা কর এবং আল্লাহর নাম স্মরণ কর।
আলােচনা : আবু জাফর (রাহঃ) বলেন, একদল উলামা-ই কিরাম দাঁত ও নখ দ্বারা যবেহ করা জায়েয বলে মন্তব্য করেন। চাই দাঁত ও নখ শরীর হতে পৃথক করা হােক কিংবা পৃথক করা না হােক, সর্বাবস্থায় জায়েয। আর তারা এ হাদীস দ্বারা দলীল পেশ করেন।
অন্য এক দল উলামা-ই কিরাম এর বিপরীত মত পােষণ করেন। তারা (মুখ ও হাত হতে) পৃথক না করা দাঁত ও নখ দ্বারা যবেহ করা মাকরূহ মনে করেন। আর পৃথক করা দাঁত ও নখ দ্বারা যবেহ করা মাকরূহ মনে করেন না। আর এ ব্যাপারে তারা যে হাদীস দ্বারা দলীল পেশ করেন তা হলাে :
আল্লামা আইনী (রাহঃ) বলেন, এ উলামা-ই-কিরাম দ্বারা, সাওরী, আবু হানীফা, মালিক, আবু ইউসুফ ও মুহাম্মাদ (রাহঃ) উদ্দেশ্য। তারা বলেন, দাঁত ও নখ যখন মুখ ও হাত হতে পৃথক করা না হবে, তখন তা দ্বারা যবেহ করা মাকরূহ হবে আর পৃথক করা হয়ে থাকলে মকরূহ হবে না।
ইমাম শাফিঈ, আহমদ, লাইস, ইবন সা'দ (রাহঃ) বলেন, দাঁত ও নখ দ্বারা কোন অবস্থায়ই যবেহ করা জায়েয নয়। জাহিররিয়াদের মাযহাবও এটাই। আল্লামা ইবন হাযম (রাহঃ) এটাই শা'বী, ইবরাহীম, নাখ, ও হাসান বসরী (রাহঃ)-এর মাযহাব বলে উল্লেখ করেছেন।
بَابُ الذَّبْحِ بِالسِّنِّ وَالظُّفْرِ
6265 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، وَرَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَا: ثنا شُعْبَةُ ح

6266 - وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ، قَالَ: ثنا سُفْيَانُ، قَالَا جَمِيعًا عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُرَيِّ بْنِ قَطَرِيٍّ، رَجُلٍ مِنْ بَنِي تَغْلِبَ , عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ , أُرْسِلُ كَلْبِي فَيَأْخُذُ الصَّيْدَ , فَلَا يَكُونُ مَعِي مَا يُذَكِّيهِ إِلَّا الْمَرْوَةَ وَالْعَصَا , فَقَالَ: «أَنْهَرِ الدَّمَ بِمَا شِئْتَ , وَاذْكُرِ اسْمَ اللهِ عَزَّ وَجَلَّ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنْ أَبَاحُوا مَا ذُبِحَ بِالسِّنِّ وَالظُّفْرِ الْمَنْزُوعَيْنِ , وَغَيْرِ الْمَنْزُوعَيْنِ وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَكَرِهُوا مَا ذُبِحَ بِهِمَا , إِذَا كَانَا غَيْرَ مَنْزُوعَيْنِ , وَأَبَاحُوا مَا ذُبِحَ بِهِمَا , إِذَا كَانَا مَنْزُوعَيْنِ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২৬৬
empty
৬২৬৬।
6266 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২৬৭
দাঁত ও নখ দ্বারা যবেহ করা প্রসঙ্গ
৬২৬৭। ইবরাহীম ইব্ন মারযূক ..... ইবায়া ইব্ন রিফাআ তাঁর দাদা হযরত রাফে ইব্‌ন খাদীজ (রাযিঃ) হতে বর্ণনা করেন, একবার তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা তাে আগামীকাল শত্রুর সাথে মুকাবিলা করব। অথচ আমাদের নিকট ছুরি নেই (এক্ষেত্রে আমরা যবেহ করব কিসের দ্বারা)? তিনি বললেন, যে বস্তু খুন প্রবাহিত করে। এবং তার ওপর বিসমিল্লাহ্ পাঠ করা হয়, এমন যবেহ করা প্রাণী হতে খাও। কিন্তু দাঁত ও নখ দ্বারা যবেহ করা প্রাণী খাবে না। আর আমি তােমাকে এখনই বলব, নখ তাে হলাে আবিসিনিয়াবাসীদের ছুরি, আর দাত হলাে হাড্ডি, যাদ্বারা যবেহ করা যায় না।
6267 - بِمَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا رَوْحٌ وَسَعِيدُ بْنُ عَامِرٍ , قَالَا: ثنا شُعْبَةُ , عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ , عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ , عَنْ جَدِّهِ رَافِعِ بْنِ خَدِيجٍ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللهِ , إِنَّا لَاقُو الْعَدُوِّ غَدًا , وَلَيْسَ مَعَنَا مُدًى. قَالَ: «مَا أَنْهَرَ الدَّمَ وَذَكَرْتَ اسْمَ اللهِ عَلَيْهِ , فَكُلْ , لَيْسَ السِّنَّ وَالظُّفْرَ» , وَسَأُخْبِرُكَ , أَمَّا الظُّفْرُ , فَمُدَى الْحَبَشَةِ , وَأَمَّا السِّنُّ فَعَظْمٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২৬৮
দাঁত ও নখ দ্বারা যবেহ করা প্রসঙ্গ
৬২৬৮। ইউনুস ..... ইবায়া ইব‌্ন রিফাআ তার দাদা হযরত রাফে ইব‌্ন খাদীজ (রাযিঃ) হতে বর্ণনা করেন, একবার তিনি রাসূলুল্লাহ (ﷺ) -কে বললেন, আমরা আশা করি অথবা তিনি বললেন, আমরা আশংকা করি যে, শত্রুর সাথে আমাদের মুকাবিলা হবে। অথচ আমাদের নিকট ছুরি নেই। আমরা কি বাঁশের (ছােচা) দ্বারা যবেহ করব, তখন তিনি বললেন, যে বস্তু রক্ত প্রবাহিত করে এবং তার ওপর আল্লাহর নাম পাঠ করা হয় তা হালাল। তােমরা তা খাও। কিন্তু দাঁত ও নখ দ্বারা যবেহ করা প্রাণী খাবে না।

যে সব বস্তু দ্বারা যবেহ করা মুবাহ, এ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) তা হতে দাঁত ও নখকে পৃথক করেছেন। এখন এ হাদীসের উদ্দেশ্য মুখ ও আঙ্গুল হতে বিযুক্ত দাত যেমন হতে পারে, তেমনি যুক্ত নখ ও দাঁতও উদ্দেশ্য হতে পারে। যদি পৃথক করা দাঁত ও নখ উদ্দেশ্য হয় (যা দ্বারা যবেহ করা যাবে না), তবে সে ক্ষেত্রে যা পৃথক করা হয়নি তার হুকুমও অনুরূপ হওয়া অধিকতর শ্রেয়। আর যদি এমন দাঁত ও নখ উদ্দেশ্য হয়, যা পৃথক করা হয়নি, তবে সে ক্ষেত্রে পৃথক করা দাঁত ও নখের হুকুম কি হবে, তার কোন দলীল হাদীসে নেই। যখন এ কথা জানা গেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর নিষেধাজ্ঞা ঐ দাঁত ও নখের ওপর প্রযােজ্য যা পৃথক করা হয়নি, আর যে দাঁত ও নখের হুকুম কি হবে, তার কোন দলীল হাদীসে নেই। যখন এ কথা জানা গেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) এর নিষেধকজ্ঞা ঐ দাত ও নখের ওপর প্রযোজ যা পৃথক করব হয়নি, আর যে দাত ও নখ পৃথক করা হয়েছে, তার হুকুম কি, তা জানা যায়নি, অথচ হযরত আদী (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস যা আল উপরে উল্লেখ করেছি তা مطلق বর্ণিত হয়েছে। তা হতে আমরা ঐ দাঁত ও নখ বের করেছি, যা হযরত আব রাফে (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস বের করেছে বলে আমরা জানতে পেরেছি। আর হযরত আবু রাফে (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস যে দাঁত ও নখকে বের করেছে বলে জানা যায়নি, সেটা হযরত আলী (রাযিঃ) কর্তৃক বর্ণিত ৷ হাদীসেই আমরা ছেড়ে দিয়েছি। আর এ সম্পর্কে হযরত ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত আছে :
6268 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّا نَرْجُو , أَوْ نَخْشَى أَنْ نَلْقَى الْعَدُوَّ , وَلَيْسَ مَعَنَا مُدًى: أَفَنَذْبَحُ بِالْقَصَبِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنْهَرَ الدَّمَ , وَذُكِرَ اسْمُ اللهِ عَلَيْهِ , فَكُلُوا , إِلَّا السِّنَّ وَالظُّفْرَ» فَفِي هَذَا الْحَدِيثِ , إِخْرَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السِّنَّ وَالظُّفْرَ , مِمَّا أَبَاحَ الذَّكَاةَ بِهِ. فَاحْتَمَلَ أَنْ يَكُونَ ذَلِكَ عَلَى الْمَنْزُوعَيْنِ , وَاحْتَمَلَ أَنْ يَكُونَ عَلَى الْمَنْزُوعَيْنِ وَغَيْرِ الْمَنْزُوعَيْنِ. فَإِنْ كَانَ ذَلِكَ عَلَى الْمَنْزُوعَيْنِ , فَهُمَا إِذَا كَانَا غَيْرَ مَنْزُوعَيْنِ أَحْرَى أَنْ يَكُونَا كَذَلِكَ. وَإِنْ كَانَ ذَلِكَ عَلَى غَيْرِ الْمَنْزُوعَيْنِ , فَلَيْسَ فِي ذَلِكَ دَلِيلٌ عَلَى حُكْمِ الْمَنْزُوعَيْنِ فِي ذَلِكَ كَيْفَ هُوَ؟ فَلَمَّا أَحَاطَ الْعِلْمُ بِوُقُوعِ النَّهْيِ فِي هَذَا عَلَى غَيْرِ الْمَنْزُوعَيْنِ , وَلَمْ يُحِطِ الْعِلْمُ بِوُقُوعِهِ عَلَى الْمَنْزُوعَيْنِ , وَقَدْ جَاءَ حَدِيثُ عَدِيٍّ , الَّذِي ذَكَرْنَاهُ مُطْلَقًا , أَخْرَجْنَا مِنْهُ مَا أَحَاطَ الْعِلْمُ , بِإِخْرَاجِ حَدِيثِ رَافِعٍ إِيَّاهُ مِنْهُ , وَتَرَكْنَا مَا لَمْ يُحِطِ الْعِلْمُ [ص:184] بِإِخْرَاجِ حَدِيثِ رَافِعٍ إِيَّاهُ مِنْهُ , عَلَى مَا أَطْلَقَهُ حَدِيثُ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللهُ عَنْهُ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي هَذَا
مَا قَدْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২৬৯
আন্তর্জাতিক নং: ৬২৭০
দাঁত ও নখ দ্বারা যবেহ করা প্রসঙ্গ
৬২৬৯-৭০। সুলায়মান ইব্ন শুআয়ব .... আবু রাজা আল-উতারিদী হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার আমরা হজ্জ করার উদ্দেশ্যে বের হলাম। ইতিমধ্যে আমাদের এক ব্যক্তি একটি খরগােশ শিকার করল এবং তার নখ দিয়েই যবেহ করল। অতঃপর সেটি ভূনা করে তারা আহার করল। কিন্তু আমি তাদের সঙ্গে খেলাম না। আমরা যখন মদীনায় ফিরলাম, তখন আমি হযরত ইবন আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, সম্ভবত তুমিও তাদের সাথে খেয়েছ? আমি বললাম জী না। তিনি বললেন, তুমি ঠিক করেছ। সে তাে সেটা গলা টিপে মেরেছে।

ইবরাহীম ইব্ন মারযূক ..... আবু রাজা হতে অনুরূপ বর্ণনা করেছেন। আপনি কি লক্ষ্য করছেন না, যে, হযরত আব্দুল্লাহ ইব‌্ন আব্বাস (রাযিঃ) তাঁর হাদীসে এ বিষয়টি স্পষ্ট বর্ণনা করেছেন যে, নখ দ্বারা যে প্রাণী যবেহ করা হয়েছে তা খাওয়া হারাম হবার কারণ কি? অর্থাৎ তা হলাে, “তার গলা টিপে মারা। কারণ নখ দ্বারা যে প্রাণী যবেহ করা হয়েছে, বস্তুত সেটা হাত দ্বারাই যবেহ করা হয়েছে, অন্য কিছু দ্বারা নয়। অতএব সেটা গলা টিপে হত্যাকৃত প্রাণী। এটা এ কথাই প্রমাণ করে যে, যে নখ দ্বারা যবেহ করা নিষিদ্ধ, তা হলাে হাতের সাথে যুক্ত নখ, হাত হতে পৃথক নখ নয়। অনুরূপভাবে যে দাঁত দ্বারা যবেহ করা নিষেধ। করা হয়েছে, তা হলাে মুখের সাথে যুক্ত দাঁত, মুখ হতে পৃথক দাঁত নয়। কারণ দাঁত দ্বারা কামড়ে কাটার জন্য তার মুখের সাথে যুক্তই থাকতে হয়। আর এটাই ইমাম আবু হানীফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর মত ও মাযহাব।
6269 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ , قَالَ: ثنا أَبُو الْأَشْعَثِ , عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ , قَالَ: خَرَجْنَا حُجَّاجًا , فَصَادَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَرْنَبًا , فَذَبَحَهَا بِظُفْرِهِ فَشَوَاهَا , فَأَكَلُوهَا , وَلَمْ آكُلْ مَعَهُمْ. فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ , سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَقَالَ: «لَعَلَّكَ أَكَلْتَ مَعَهُمْ؟» فَقُلْتُ: لَا , قَالَ: «أَصَبْتَ إِنَّمَا قَتَلَهَا خَنْقًا»

6270 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، قَالَ: ثنا سَلْمُ بْنُ زَرِيرٍ، عَنْ أَبِي رَجَاءٍ، مِثْلَهُ أَفَلَا تَرَى أَنَّ ابْنَ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَدْ بَيَّنَ فِي حَدِيثِهِ , هَذَا الْمَعْنَى الَّذِي بِهِ حَرُمَ أَكْلُ مَا ذُبِحَ بِالظُّفْرِ , أَنَّهُ الْخَنْقُ , لِأَنَّ مَا ذُبِحَ بِهِ , فَإِنَّمَا ذُبِحَ بِكَفٍّ , لَا بِغَيْرِهَا فَهُوَ مَخْنُوقٌ. فَدَلَّ ذَلِكَ أَنَّ مَا نُهِيَ عَنْهُ مِنَ الذَّبْحِ بِالظُّفْرِ , هُوَ الظُّفْرُ الْمُرَكَّبُ فِي الْكَفِّ , لَا الظُّفْرُ الْمَنْزُوعُ. وَكَذَلِكَ مَا نُهِيَ عَنْهُ , مَعَ ذَلِكَ مِنَ الذَّبْحِ بِالسِّنِّ , فَإِنَّمَا هُوَ عَلَى السِّنِّ الْمُرَكَّبَةِ فِي الْفَمِ , لِأَنَّ ذَلِكَ يَكُونُ عَضًّا , فَأَمَّا السِّنُّ الْمَنْزُوعَةُ فَلَا. وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ أَجْمَعِينَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২৭০
empty
৬২৭০।
6270 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান