শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬২২৩
একটি উট বা গরু কুরবানী ও হাদীরূপে কয়জনের পক্ষ হতে যথেষ্ট হবে
৬২২৩। ফাহদ ...... উরওয়া ইবন যুবায়র মিসওয়ার ইবন মাখরামা ও মারওয়ান ইবনুল হাকাম (রাযিঃ) হতে বর্ণনা করেন, তারা বলেন, হুদায়বিয়ার সন্ধির বছর রাসূলুল্লাহ- (ﷺ) বায়তুল্লাহ শরীফের যিয়ারতের উদ্দেশ্যে বের হলেন এবং হারাম শরীফে যবেহ করার জন্য কুরবানীর পশু সাথে নিয়ে গেলেন। এই কুরবানীর পশুর সংখ্যা ছিল সত্তরটি এবং লােক সংখ্যা ছিল সাতশ । প্রতিটি بدنة (উট/গরু) দশজনের পক্ষ হতে (যবেহ করা হয়ে) ছিল।
আললাচনা : আবু জাফর বলেন, উলামা-ই কিরামের একটি দল এ মত পােষণ করেন যে, একটি বাদানা (উট \ গরু) কুরবানী ও হাদীরূপে দশজনের পক্ষ হতে যথেষ্ট এবং তারা এ হাদীসকে দলীল হিসেবে পেশ করেন। আল্লামা আইনী (রাহঃ) বলেন, এ উলামা-ই কিরাম দ্বারা সাঈদ ইবনুল মুসায়্যিব, মুহাম্মাদ ইবন ইসহাক ও মালিক (রাহঃ) উদ্দেশ্য। অতঃপর তিনি বলেন, জাহিরিয়াদের মাযহাবও এটাই। অবশ্য ইমাম মালিক (রাহঃ)-এর মাযহাব কিছু ব্যাখ্যার দাবি রাখে।
অপরদিকে অন্য একটি জামাআত এ ব্যাপারে তাদের বিপরীত মত পােষণ করেন। তারা বলেন, একটি (গরু/উট) কেবল সাতজনের পক্ষ হতে যথেষ্ট হবে। তারা বলেন, নবী হতে হুদায়বিয়ার সন্ধির দিনে বাদানা যবেহ করার ব্যাপারে এর বিপরীত হাদীস বর্ণিত হয়েছে। আল্লামা আইনী বলেন, এ উলামা-ই কিরাম হলেন, হাসান বসরী, শা'বী, নাখঈ, তাউস ইবন কায়সান, আতা ইবন আবু রাবাহ, হাম্মাদ ইবন আবু সুলায়মান, আওযাঈ, সাওরী, আবু হানীফা, শাফিঈ, আবু ইউসুফ, মুহাম্মাদ, আহমদ, ইসহাক ও আবু সাওর (রাহঃ)। অতঃপর তিনি বলেন, হযরত আলী, আনাস ইবন মালিক, ইবন মাসউদ ও হযরত আয়েশা (রাযিঃ) হতে এ মত বর্ণিত আছে।
بَابُ الْبَدَنَةِ , عَنْ كَمْ تُجْزِئُ فِي الضَّحَايَا وَالْهَدَايَا
6223 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا يُوسُفُ بْنُ بُهْلُولٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ , عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ , وَمَرْوَانَ بْنِ الْحَكَمِ , قَالَا: خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ يُرِيدُ زِيَارَةَ الْبَيْتِ , وَسَاقَ مَعَهُ الْهَدْيَ , وَكَانَ الْهَدْيُ سَبْعِينَ بَدَنَةً , وَكَانَ النَّاسُ سَبْعَمِائَةِ رَجُلٍ , وَكَانَتْ كُلُّ بَدَنَةٍ عَنْ عَشَرَةٍ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْبَدَنَةَ تُجْزِئُ فِي الْهَدَايَا وَالضَّحَايَا عَنْ عَشَرَةٍ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا تُجْزِئُ الْبَدَنَةُ إِلَّا عَنْ سَبْعَةٍ , وَقَالُوا: قَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَحْرِ الْبُدُنِ يَوْمَ الْحُدَيْبِيَةِ , مَا يُخَالِفُ هَذَا. وَذَكَرُوا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২২৪
আন্তর্জাতিক নং: ৬২২৫
একটি উট বা গরু কুরবানী ও হাদীরূপে কয়জনের পক্ষ হতে যথেষ্ট হবে
৬২২৪-২৫। ইবন মারযূক ...... আবু যুবায়র হতে বর্ণনা করেন, হযরত জাবির (রাযিঃ) তাদেরকে বলেছেন, যে তারা হুদায়বিয়ার দিনে একটি উট সাতজনের পক্ষ হতে যবেহ করেছিলেন।

ইউনুস ...... মালিক তাকে বলেছেন, অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন।
6224 - مَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ , عَنْ أَبِي الزُّبَيْرِ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ حَدَّثَهُمْ أَنَّهُمْ نَحَرُوا يَوْمَ الْحُدَيْبِيَةِ , الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ , وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ [ص:175]

6225 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২২৫
empty
৬২২৫।
6225 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২২৬
একটি উট বা গরু কুরবানী ও হাদীরূপে কয়জনের পক্ষ হতে যথেষ্ট হবে
৬২২৬। মুহাম্মাদ ইবন খুযায়মা ...... আমর ইব্ন দীনার ও আবুযু-যুবায়র হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে সাতজনের পক্ষ হতে একটি উট যবেহ করলাম। অতঃপর হযরত জাবির (রাযিঃ)-কে জিজ্ঞেস করা হলাে, গরু কয়জনের পক্ষ হতে যবেহ করা যায়? তিনি বললেন, গরুও উটের মতই (সাতজনের পক্ষ হতে যাবেহ করা যায়)। আর জাবির (রাযিঃ) হুদায়বিয়ার বছর উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা সেদিন সত্তরটি উট যবেহ করেছিলাম।
6226 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، وَأَبِي الزُّبَيْرِ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَدَنَةَ عَنْ سَبْعَةِ نَفَرٍ» ، فَقِيلَ لِجَابِرٍ: رَضِيَ اللهُ عَنْهُ: وَالْبَقَرَةُ؟ قَالَ: «هِيَ مِثْلُهَا» . وَحَضَرَ جَابِرٌ رَضِيَ اللهُ عَنْهُ , عَامَ الْحُدَيْبِيَةِ قَالَ: وَنَحَرْنَا يَوْمَئِذٍ سَبْعِينَ بَدَنَةً
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২২৭
একটি উট বা গরু কুরবানী ও হাদীরূপে কয়জনের পক্ষ হতে যথেষ্ট হবে
৬২২৭। ফাহদ, ...... আবুয-যুবায়র হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, হুদায়বিয়ার দিন রাসূলুল্লাহ (ﷺ) সত্তরটি بدنة যবেহ করেছিলেন এবং তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যে, একটি বাদানায় যেন সাতজন শরীক হয়।
6227 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ، قَالَ: ثنا أَبِي، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «نَحَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْحُدَيْبِيَةِ , سَبْعِينَ بَدَنَةً فَأَمَرَنَا أَنْ يَشْتَرِكَ مِنَّا سَبْعَةٌ فِي الْبَدَنَةِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২২৮
একটি উট বা গরু কুরবানী ও হাদীরূপে কয়জনের পক্ষ হতে যথেষ্ট হবে
৬২২৮। আবু বাকরা ...... সুলায়মান ইব্ন কায়স হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে সত্তরটি উট যবেহ করেছিলাম এবং প্রতিটি উট সাতজনের পক্ষ হতে।
6228 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ ثنا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ قَيْسٍ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: «نَحَرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعِينَ بَدَنَةً , الْبَدَنَةُ عَنْ سَبْعَةٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২২৯
একটি উট বা গরু কুরবানী ও হাদীরূপে কয়জনের পক্ষ হতে যথেষ্ট হবে
৬২২৯। আহমদ ইব্ন দাউদ ...... কাতাদাহ হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একটি উট সাতজনের পক্ষ হতে যবেহ করা যায়।
এই যে হযরত জাবির (রাযিঃ) যিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গেই ছিলেন, তিনি উপরিউল্লিখিত বিষয় বর্ণনা করেছেন (অর্থাৎ একটা উট দশজনের পক্ষ হতে নয়, সাতজনের পক্ষে কুরবানীতে যবেহ করা যায়)। হযরত আলী ও হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) হতেও অনুরূপ বর্ণিত হয়েছে যে, একটা بدنة (উট/গরু) সাতজনের পক্ষ হতে কুরবানীতে যবেহ করা যায়।
6229 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: سَمِعْتُ أَبَانَ بْنَ يَزِيدَ، يُحَدِّثُ عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «الْجَزُورُ عَنْ سَبْعَةٍ» فَهَذَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ , يُخْبِرُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا ذَكَرْنَا , وَهُوَ كَانَ مَعَهُ , حِينَئِذٍ. وَقَدْ رُوِيَ عَنْ عَلِيٍّ , وَعَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا مِنْ قَوْلِهِمَا , مَا يُوَافِقُ هَذَا فِي الْبَدَنَةِ أَنَّهَا عَنْ سَبْعَةٍ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২৩০
আন্তর্জাতিক নং: ৬২৩১
একটি উট বা গরু কুরবানী ও হাদীরূপে কয়জনের পক্ষ হতে যথেষ্ট হবে
৬২৩০। ফাহদ ...... আমের হযরত আলী ও আব্দুল্লাহ্ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তারা বলেন, উট সাতজনের পক্ষ হতে এবং গরুও সাতজনের পক্ষ হতে কুরবানীতে যবেহ করা যায়। হযরত আনাস (রাযিঃ) হতেও অনুরূপ বর্ণিত হয়েছে যা, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবা-ই কিরাম হতে বর্ণনা করেছেন।
6230 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ عِيسَى بْنِ أَبِي عَزَّةَ، عَنْ عَامِرٍ، عَنْ عَلِيٍّ، وَعَبْدِ اللهِ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَا: «الْبَدَنَةُ عَنْ سَبْعَةٍ , وَالْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ» وَقَدْ رُوِيَ مِثْلُ ذَلِكَ أَيْضًا , عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ , يَحْكِيهِ عَنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَضِيَ عَنْهُمْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২৩১
empty
৬২৩১।
6231 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২৩২
একটি উট বা গরু কুরবানী ও হাদীরূপে কয়জনের পক্ষ হতে যথেষ্ট হবে
৬২৩২। ইবন আবু দাউদ ...... কাতাদাহ্ হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) -এর সাহাবীগণ একটি উটে সাতজন শরীক হতেন এবং একটি গরুতেও সাতজন শরীক হতেন।
بدنة (উট /গরু) কুরবানী দেয়ার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবীগণের মাযহাব এটাই যা হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণিত রিওয়ায়াতের সাথে সংগতিপূর্ণ, হযরত মিসওয়ার ও মারওয়ান (রাযিঃ) হতে বর্ণিত রিওয়ায়াতের সাথে সংগতিপূর্ণ নয়। অতএব হযরত জাবির (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস-ই গ্রহণ করার জন্য অধিকতর শ্রেয়।
এ ব্যাপারে যখন রাসূলুল্লাহ (ﷺ) হতে ভিন্ন ভিন্ন রিওয়ায়াত বর্ণিত হয়েছে, সে ক্ষেত্রে আমরা হুদায়বিয়ার দিনে যা যবেহ করা হয়েছে, তা বাদ দিয়ে অন্য সময়ে এ ব্যাপারে তার থেকে যা বর্ণিত হয়েছে, সেদিকেই প্রত্যাবর্তন করেছি। তখন আমরা দেখি-
6232 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: ثنا أَبُو هِلَالٍ، قَالَ: ثنا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: «كَانَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْتَرِكُونَ سَبْعَةً فِي الْبَدَنَةِ مِنَ الْإِبِلِ , وَالسَّبْعَةُ فِي الْبَدَنَةِ مِنَ الْبَقَرِ» فَهَذَا مَذْهَبُ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَضِيَ عَنْهُمْ , فِي الْبَدَنَةِ , يُوَافِقُ مَا رُوِيَ عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ , لَا مَا رُوِيَ عَنِ الْمِسْوَرِ , وَمَرْوَانَ , فَهُوَ أَوْلَى مِنْهُ. وَلَمَّا اخْتَلَفُوا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا ذَكَرْنَا , رَجَعْنَا إِلَى مَا رُوِيَ عَنْهُ فِي هَذَا الْبَابِ , مِمَّا سِوَى مَا نَحَرَ يَوْمَ الْحُدَيْبِيَةِ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬২৩৩
একটি উট বা গরু কুরবানী ও হাদীরূপে কয়জনের পক্ষ হতে যথেষ্ট হবে
৬২৩৩। হুসায়ন ইব্ন নসর ...... আতা হযরত ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার । এক ব্যক্তি রাসূলুল্লাহ‌্ (ﷺ) -এর নিকট জিজ্ঞেস করল, সে বলল, আমার উপর একটি উটনী ওয়াজিব, অথচ তা আমার থেকে হারিয়েছে ও দূরে চলে গেছে। তখন তিনি বললেন, তার পরিবর্তে তুমি সাতটি ছাগল ক্রয় কর। এ হাদীসে আপনি কি দেখেছেন না যে, রাসূলুল্লাহ (ﷺ) একটি উটনীকে সাতটি ছাগলের সমান গণ্য করেছেন যার প্রত্যেকটি ছাগল এক ব্যক্তির পক্ষ হতে কুরবানীর জন্য যথেষ্ট হয়। এখানে তিনি কিন্তু একটি উটনীকে দশটি ছাগলের সমান গণ্য করেননি। এ রিওয়ায়াত হযরত জাবির (রাযিঃ) কর্তৃক বর্ণিত রিওয়ায়াতের সহীহ হওয়াকে, প্রমাণ করে। হযরত মিসওয়ার (রাযিঃ) যে রিওয়ায়াত বর্ণনা করেছেন তার সহীহ হওয়াকে প্রমাণ করে না। রিওয়ায়াত সূত্রে এ অনুচ্ছেদের এটাই ব্যাখ্যা।
নযর ও যুক্তি: আমরা উলামা-ই কিরামকে এ বিষয়ে একমত দেখেছি যে, একটি গরু কেবল সাতজনের পক্ষ হতে কুরবানী করা যথেষ্ট হবে। সাতজনের অধিকের থেকে কুরবানী করলে তা যথেষ্ট হবে না। অথচ গাভী بقرة ও البدن -এর অন্তর্ভুক্ত এ ব্যাপারে কারাে কোন ভিন্ন মত নেই। অতএব নযর ও যুক্তির দাবি এটাই যে, উটনীও অনুরূপ হবে এবং সাতজনের অধিকের পক্ষ হতে কুরবানী করলে তা আদায় হবে না।
কেউ যদি প্রশ্ন করে যে, উটনী যদিও بدنة এর অন্তর্ভুক্ত যেমন গাভীও بدنة এর অন্তর্ভুক্ত। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। উটনী মােটাসােটা ও উঁচু লম্বা হবার দিক থেকে গাভী অপেক্ষা অনেক উত্তম। তবে তাকে জবাবে বলা হবে, উটনী যদিও তেমন-ই যেমন আপনি বলছেন, কিন্তু আপনার এ যুক্তি আমাদের উপর কোন দলীল সাব্যস্ত করে না। আপনি কি দেখছেন না, আমরা তাে দেখি যে, একটি মধ্যম আকারের গাভী সাত ব্যক্তির পক্ষ হতে কুরবানী করা হলে তা যথেষ্ট হবে। অনুরূপভাবে যে গরু তার থেকে ছােট এবং যে গরু তার থেকে বড়, সর্বপ্রকার গরুই সাতজনের পক্ষ হতেই যথেষ্ট হবে। অনুরূপভাবে একটি উটও সাতজনের পক্ষ হতে যথেষ্ট হােক, কিংবা দশজনের পক্ষ হতে যথেষ্ট হােক, চাই তা উঁচু হােক কিংবা নিচু, বড় হােক কিংবা ছােট। এতে দেখা যায় যে, গরু ও উটের হৃষ্টপুষ্ট হওয়া ও ছােট বড় হওয়া, هدي ও اضحيه (হারাম শরীফে যবেহ করার জন্য প্রেরিত পশু ও কুরবানী করার পশু)-এর জন্য যথেষ্ট হবার ব্যাপারে এক গাভীকে অন্য গাভী হতে এবং এক উটকে অন্য উট হতে কোন পার্থক্য করে না বরং (ছােট বড়) সবেরই হুকুম এক ও অভিন্ন। এক সংখ্যাই যথেষ্ট হয়। বাস্তবতা যখন এই, যা আমরা উল্লেখ করেছি এবং উট ও গরু উভয়ই بدن এর অন্তর্ভুক্ত এবং এর মধ্যে একটি কয়েকজনের কুরবানীর জন্য যথেষ্ট হবে অন্যটি তার চেয়ে অধিকের জন্য যথেষ্ট হবে না বলে প্রমাণিত। যদিও একটা অন্যটি অপেক্ষা অধিক হৃষ্টপুষ্ট ও বড় হােক না কেন। অতএব গরু যখন সাতজনের চেয়ে অধিক লােকের কুরবানীর জন্য যথেষ্ট হবে না, তখন উটও যুক্তি কিয়াসের নিরীখে সাতজনের চেয়ে অধিক লােকের কুরবানীর জন্য যথেষ্ট হবে না। এটাই ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মাদ (রাহঃ)-এর মত ও মাযহাব।
6233 - فَإِذَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ قَالَ: ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ عَلَيَّ نَاقَةً وَقَدْ غَرَبَتْ عَنِّي، فَقَالَ: «اشْتَرِ سَبْعًا مِنَ الْغَنَمِ» [ص:176] أَفَلَا تَرَى أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْحَدِيثِ إِنَّمَا عَدَلَهَا بِسَبْعٍ مِنَ الْغَنَمِ , مِمَّا يُجْزِئُ كُلُّ وَاحِدَةٍ مِنْهُنَّ عَنْ رَجُلٍ , وَلَمْ يَعْدِلْهَا بِعَشْرٍ مِنَ الْغَنَمِ. فَدَلَّ ذَلِكَ عَلَى تَصْحِيحِ مَا رَوَى جَابِرٌ رَضِيَ اللهُ عَنْهُ فِي ذَلِكَ , لَا مَا رَوَى الْمِسْوَرُ , فَهَذَا وَجْهُ هَذَا الْبَابِ مِنْ طَرِيقِ الْآثَارِ. وَأَمَّا وَجْهُ ذَلِكَ مِنْ طَرِيقِ النَّظَرِ , فَإِنَّا قَدْ رَأَيْنَاهُمْ قَدْ أَجْمَعُوا أَنَّ الْبَقَرَةَ لَا تُجْزِئُ فِي الْأُضْحِيَّةِ , عَنْ أَكْثَرَ مِنْ سَبْعَةٍ وَهِيَ مِنَ الْبُدُنِ بِاتِّفَاقِهِمْ. فَالنَّظَرُ عَلَى ذَلِكَ أَنْ تَكُونَ النَّاقَةُ مِثْلَهَا , وَلَا تُجْزِئُ عَنْ أَكْثَرَ مِنْ سَبْعَةٍ. فَإِنْ قَالَ قَائِلٌ: إِنَّ النَّاقَةَ وَإِنْ كَانَتْ بَدَنَةً كَمَا أَنَّ الْبَقَرَةَ بَدَنَةٌ , فَإِنَّ النَّاقَةَ أَعْلَى مِنَ الْبَقَرَةِ فِي السَّمَانَةِ وَالرِّفْعَةِ. قِيلَ لَهُ: إِنَّهَا وَإِنْ كَانَتْ كَمَا ذَكَرْتَ , فَإِنَّ ذَلِكَ غَيْرُ وَاجِبٍ لَكَ بِهِ عَلَيْنَا حُجَّةٌ. أَلَا تَرَى أَنَّا قَدْ رَأَيْنَا الْبَقَرَةَ الْوُسْطَى , تُجْزِئُ عَنْ سَبْعَةٍ وَكَذَلِكَ مَا هُوَ دُونَهَا , وَمَا هُوَ أَرْفَعُ مِنْهَا. وَكَذَلِكَ النَّاقَةُ تُجْزِئُ عَنْ سَبْعَةٍ , أَوْ عَنْ عَشْرَةٍ , رَفِيعَةً كَانَتْ أَوْ دُونَ ذَلِكَ. فَلَمْ يَكُنِ السِّمَنُ وَالرِّفْعَةُ , مِمَّا يُمَيَّزُ بِهِ بَعْضُ الْبَقَرِ عَنْ بَعْضٍ , وَلَا بَعْضُ الْإِبِلِ عَنْ بَعْضٍ , فِيمَا تُجْزِئُ فِي الْهَدْيِ وَالْأَضَاحِيِّ. بَلْ كَانَ حُكْمُ ذَلِكَ كُلِّهِ حُكْمًا وَاحِدًا يُجْزِئُ عَنْ عَدَدٍ وَاحِدٍ. فَلَمَّا كَانَ مَا ذَكَرْنَا كَذَلِكَ , وَكَانَتِ الْإِبِلُ وَالْبَقَرُ بُدُنًا كُلَّهَا , ثَبَتَ أَنَّ حُكْمَهَا حُكْمٌ وَاحِدٌ , وَأَنَّ بَعْضَهَا لَا يُجْزِئُ أَكْثَرَ مِمَّا يُجْزِئُ عَنْهُ الْبَعْضُ الْبَاقِي , وَإِنْ زَادَ بَعْضُهَا عَلَى بَعْضٍ فِي السِّمَنِ وَالرِّفْعَةِ. فَلَمَّا كَانَتِ الْبَقَرَةُ لَا تُجْزِئُ عَنْ أَكْثَرَ مِنْ سَبْعَةٍ , كَانَتِ النَّاقَةُ أَيْضًا كَذَلِكَ فِي النَّظَرِ لَا تُجْزِئُ عَنْ أَكْثَرَ مِنْ سَبْعَةٍ , قِيَاسًا وَنَظَرًا , عَلَى مَا ذَكَرْنَاهُ. وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ أَجْمَعِينَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান