শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩২৬৩
৭. আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৩। ইবন আবী দাউদ (রাহঃ) ..... হিন্দ ইবন আসমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে আমার সম্প্রদায় 'আসলাম' অভিমুখে প্রেরণ করেন। আর তিনি বললেন : যাও তাদেরকে গিয়ে বল, যেন তারা আশুরা দিবসের সিয়াম পালন করে। তাদের কাউকে যদি তুমি দিনের শুরু ভাগে খেয়ে ফেলেছে দেখতে পাও তাহলে সে যেন দিনের শেষ ভাগে সিয়াম পালন করে।
بَابُ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
3263 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ , عَنْ حَبِيبِ بْنِ هِنْدِ بْنِ أَسْمَاءَ , عَنْ أَبِيهِ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى قَوْمِي مِنْ أَسْلَمَ فَقَالَ قُلْ لَهُمْ: «فَلْيَصُومُوا يَوْمَ عَاشُورَاءَ فَمَنْ وَجَدْتَ مِنْهُمْ قَدْ أَكَلَ مِنْ صَدْرِ يَوْمِهِ , فَلْيَصُمْ آخِرَهُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৬৪
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৪। আলী ইব্ন শায়বা (রাহঃ) ..... আব্দুর রহমান ইবন সালামা হুযাঈ (রাহঃ)-এর চাচা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা একবার আশূরা দিবসের সকালবেলা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর খিদমতে হাজির হলাম আর আমরা সকালের খানা খেয়ে ফেলেছি। তিনি বললেন, তোমরা কি (আজকের) এই দিনের সিয়াম পালন করছ? আমরা বললাম, আমরা তো সকালের খানা খেয়ে ফেলেছি। তিনি বললেন, তোমাদের অবশিষ্ট দিনের (সিয়াম) পূর্ণ কর।
3264 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ قَتَادَةَ , " عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَلَمَةَ الْخُزَاعِيِّ هُوَ ابْنُ الْمِنْهَالِ، عَنْ عَمِّهِ , قَالَ: غَدَوْنَا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَبِيحَةَ يَوْمِ عَاشُورَاءَ , وَقَدْ تَغَدَّيْنَا , فَقَالَ: أَصُمْتُمْ هَذَا الْيَوْمَ؟ فَقُلْنَا: قَدْ تَغَدَّيْنَا , قَالَ: فَأَتِمُّوا بَقِيَّةَ يَوْمِكُمْ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৬৫
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৫। সুলায়মান ইব্ন শু'আয়ব (রাহঃ) ...... আবুল মিনহাল (রাহঃ)-এর চাচা থেকে বর্ণনা করেন, আর তিনি আসলাম গোত্রভুক্ত ছিলেন, এক দল লোক অথবা তাদের কিছুসংখ্যক লোক আশুরার দিনে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর খিদমতে হাজির হলেন। তিনি বললেন তোমরা কি আজকে সিয়াম পালন করছ ? তাঁরা বললেন, জী না, আমরা তো খেয়ে ফেলেছি। তিনি বললেনঃ তোমরা তোমাদের অবশিষ্ট দিন সিয়াম পালন কর। আবু জাফর (তাহাবী র) বলেন : এই সমস্ত হাদীসে আশূরা দিবসে সিয়াম পালন ওয়াজিব হওয়া ব্যক্ত হয়েছে। আর তাদের সকাল করার পর রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে সেই দিনের সিয়াম পালনের নির্দেশ প্রদান করাতে প্রমাণ বহন করে যে, কারো উপর যদি নির্দিষ্ট দিনের সিয়াম পালন ওয়াজিব হয় এবং সে যদি রাত থেকে সিয়াম পালনের নিয়াত না করে থাকে তাহলে তার জন্য সকাল হওয়ার পর সূর্য হেলে যাওয়ার পূর্বে উক্ত সিয়ামের নিয়াত করা যথেষ্ট বিবেচিত হবে, যেমনটি এই বিষয়ে আলিমগণ বলেছেন। আশূরা দিবসের সিয়াম সম্পর্কে আমরা যা উল্লেখ করেছি, তা অপেক্ষা আরও বর্ণিত আছেঃ
3265 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ قَتَادَةَ , قَالَ: سَمِعْتُ أَبَا الْمِنْهَالِ , يُحَدِّثُ عَنْ عَمِّهِ , وَكَانَ مِنْ أَسْلَمَ , أَنَّ أُنَاسًا أَتَوُا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ بَعْضَهُمْ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ: «أَصُمْتُمُ الْيَوْمَ؟» . فَقَالُوا: لَا , وَقَدْ أَكَلْنَا فَقَالَ: «فَصُومُوا بَقِيَّةَ يَوْمِكُمْ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَفِي هَذِهِ الْآثَارِ وُجُوبُ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ , وَفِي أَمْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهُمْ بِصَوْمِهِ , بَعْدَمَا أَصْبَحُوا دَلِيلٌ عَلَى أَنَّ مَنْ كَانَ فِي يَوْمٍ عَلَيْهِ صَوْمُهُ بِعَيْنِهِ ; وَلَمْ يَكُنْ نَوَى صَوْمَهُ مِنَ اللَّيْلِ ; أَنَّهُ يُجْزِيهِ أَنْ يَنْوِيَ صَوْمَهُ بَعْدَمَا أَصْبَحَ ; إِذَا كَانَ ذَلِكَ قَبْلَ الزَّوَالِ , عَلَى مَا قَالَ أَهْلُ الْعِلْمِ فِي ذَلِكَ. وَقَدْ رُوِيَ فِي صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ مَا زَادَ عَلَى مَا ذَكَرْنَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৬৬
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৬। ইবন আবী দাউদ (রাহঃ) ..... রুবাই বিন্ত মুআওবিয (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি তাঁকে আশূরা দিবসের সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিভিন্ন এলাকাকায় লোকদেরকে এই বলে প্রেরণ করেন, যে ব্যক্তি সিয়াম পালনকারী অবস্থায় সকাল করবে সে যেন তার সিয়ামের উপর বহাল থাকে, আর যে ব্যক্তি সিয়াম ভঙ্গকারী অবস্থায় সকল করবে সে যেন দিনের শেষ ভাগ পর্যন্ত সাওম পূর্ণ করে। সুতরাং এরপর থেকে আমরা সর্বদা এর সিয়াম পালন করতাম এবং আমাদের ছোট শিশুদেরকে এর সিয়াম পালন করাতাম। আর আমরা তাদের জন্য রংিন পশমের খেলনা প্রস্তুত করে রাখতাম। তারা যখন আমাদের কাছে আহার চাইত তখন তাদেরকে (আহার থেকে ভুলাবার নিমিত্ত) খেলনা প্রদান করতাম।
এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তাঁরা তাঁদের শিশুদেরকে আহার থেকে বিরত রাখতেন এবং শিশুদেরকে দিয়ে আশুরা দিবসের সিয়াম পালন করাতেন। বস্তুত এটি আমাদের মতে না জায়িয। যেহেতু শিশুরা সিয়াম, সালাত ইত্যাদি ইবাদত সম্পাদনের আওতাভুক্ত নয়। আর তারা এর আওতাভুক্ত হবেই বা কিভাবে? অথচ আল্লাহ্ তা'আলা তাদের থেকে কলমকে উঠিয়ে নিয়েছেন, (দায়িত্বমুক্ত করেছেন) ঃ
এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তাঁরা তাঁদের শিশুদেরকে আহার থেকে বিরত রাখতেন এবং শিশুদেরকে দিয়ে আশুরা দিবসের সিয়াম পালন করাতেন। বস্তুত এটি আমাদের মতে না জায়িয। যেহেতু শিশুরা সিয়াম, সালাত ইত্যাদি ইবাদত সম্পাদনের আওতাভুক্ত নয়। আর তারা এর আওতাভুক্ত হবেই বা কিভাবে? অথচ আল্লাহ্ তা'আলা তাদের থেকে কলমকে উঠিয়ে নিয়েছেন, (দায়িত্বমুক্ত করেছেন) ঃ
3266 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْحِمَّانِيُّ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ يَزِيدَ , قَالَ: ثنا خَالِدُ بْنُ ذَكْوَانَ , عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ , قَالَ: سَأَلْتُهَا عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ. فَقَالَتْ: بَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَمْصَارِ «مَنْ كَانَ أَصْبَحَ صَائِمًا فَلْيَقُمْ عَلَى صَوْمِهِ , وَمَنْ كَانَ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ آخِرَ يَوْمِهِ» فَلَمْ نَزَلْ نَصُومُهُ بَعْدُ وَنُصَوِّمُهُ صِبْيَانَنَا وَهُمْ صِغَارٌ وَنَتَّخِذُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ ; فَإِذَا سَأَلُونَا الطَّعَامَ أَعْطَيْنَاهُمُ اللُّعْبَةَ فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّهُمْ كَانُوا يَمْنَعُونَ صِبْيَانَهُمُ الطَّعَامَ , وَيُصَوِّمُونَهُمْ يَوْمَ عَاشُورَاءَ. وَهَذَا، عِنْدَنَا غَيْرُ جَائِزٍ , لِأَنَّ الصِّبْيَانَ غَيْرُ مُتَعَبَّدِينَ بِصِيَامٍ وَلَا بِصَلَاةٍ , وَلَا بِغَيْرِ ذَلِكَ. وَكَيْفَ يَكُونُونَ مُتَعَبَّدِينَ بِشَيْءٍ مِنْ ذَلِكَ , وَقَدْ رَفَعَ اللهُ عَزَّ وَجَلَّ عَنْهُمُ الْقَلَمَ؟

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩২৬৭
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৭। ইউনুস (রাহঃ) ..... আলী ইবন আবী তালিব (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : তিন ব্যক্তি থেকে (হিসাব-নিকাশের) কলম উঠিয়ে নেয়া হয়েছে-শিশু থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, ঘুমন্ত ব্যক্তি থেকে জাগরিত হওয়া পর্যন্ত ও পাগল থেকে জ্ঞান ফিরে পাওয়া পর্যন্ত।
3267 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ , عَنْ سُلَيْمَانَ الْأَعْمَشِ , عَنْ أَبِي ظَبْيَانَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ , عَنِ الصَّبِيِّ حَتَّى يَكْبَرَ , وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ , وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يُفِيقَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৬৮
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৮। ইব্ন মারফূক (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছন। রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আশূরা দিবসের সিয়াম রহিত হওয়া সম্পর্কে সহীহ্ (বিশুদ্ধ) হাদীস সমূহ বর্ণিত আছে ঃ
3268 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا عَفَّانَ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ وَقَدْ رُوِيَ فِي نَسْخِ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آثَارٌ صَحِيحَةٌ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৬৯
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৯। ইবন আবী দাউদ (রাহঃ) ..... শাকীক ইব্ন সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার আশুরার দিনে ইবন মাসউদ (রাযিঃ)-এর নিকট গেলাম। তখন তাঁর কাছে তাজা খেজুর বিদ্যমান ছিলো। তিনি বললেন, (আহারের জন্য) কাছে এস। আমি বললাম, আজকে তো আশূরার দিন, আমি সিয়াম পালনরত। তিনি বললেন, রামাযানের (বিধান অবতীর্ণ হওয়ার) পূর্বে আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে নির্দেশ দেয়া হয়েছিল।
3269 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا الْمُبَارَكُ بْنُ فَضَالَةَ , عَنْ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ , عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ , قَالَ: دَخَلْتُ عَلَى ابْنِ مَسْعُودٍ يَوْمَ عَاشُورَاءَ , وَعِنْدَهُ رُطَبٌ , فَقَالَ: ادْنُهْ فَقُلْتُ: إِنَّ هَذَا يَوْمُ عَاشُورَاءَ , وَأَنَا صَائِمٌ , فَقَالَ إِنَّ هَذَا الْيَوْمَ أُمِرْنَا بِصِيَامِهِ قَبْلَ رَمَضَانَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭০
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭০। সুলায়মনা ইব্ন শু'আয়ব (রাহঃ).....ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তিনি আহাররত অবস্থায় তাঁর কাছে এক ব্যক্তি আসল। তিনি তাকে বললেন, 'এস, সে বলল, আমি সিয়াম পালন করছি। আব্দুল্লাহ্ (রাযিঃ) তাকে বললেন, আমরা আশূরা দিনের সিয়াম পালন করতাম, তারপর তা ছেড়ে দেয়া হয়েছে।
3270 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ أَبِيهِ , عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ , عَنْ قَيْسِ بْنِ السَّكَنِ , عَنِ ابْنِ مَسْعُودٍ , قَالَ: أَتَاهُ رَجُلٌ وَهُوَ يَأْكُلُ , فَقَالَ لَهُ: هَلُمَّ , فَقَالَ: إِنِّي صَائِمٌ , فَقَالَ لَهُ عَبْدُ اللهِ: " كُنَّا نَصُومُهُ , ثُمَّ تُرِكَ يَعْنِي: يَوْمَ عَاشُورَاءَ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭১
আন্তর্জাতিক নং: ৩২৭২
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭১-৭২। নসর ইন মারযূক (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রামাযানের সিয়াম ফরয হওয়ার পূর্বে আশূরা দিবসের সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। যখন রামাযানের সিয়াম ফরয হল তখন তিনি বললেনঃ যে ব্যক্তি ইচ্ছা করবে আশুরার সিয়াম পালন করবে, আর যে ব্যক্তি চাইবে ইফতার (ভঙ্গ) করবে।
রবীউল মুআফ্ফিন (রাহঃ).... আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
রবীউল মুআফ্ফিন (রাহঃ).... আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
3271 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ , وَابْنُ أَبِي دَاوُدَ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: أَخْبَرَنِي عُقَيْلٌ , عَنِ ابْنِ شِهَابٍ , قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ , أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَخْبَرَتْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ , قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ , فَلَمَّا فُرِضَ رَمَضَانُ , فَقَالَ مَنْ شَاءَ صَامَ عَاشُورَاءَ , وَمَنْ شَاءَ أَفْطَرَ»
3272 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , وَشُعَيْبٌ , قَالَا: ثنا اللَّيْثُ , قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ , أَنَّ عِرَاكًا , أَخْبَرَهُ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
3272 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , وَشُعَيْبٌ , قَالَا: ثنا اللَّيْثُ , قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ , أَنَّ عِرَاكًا , أَخْبَرَهُ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭২
empty
৩২৭২।
- 3272

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭৩
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭৩। ইবনে মারযুক (রাহঃ)…. জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসুল্লাহ (ﷺ) আমাদেরকে আশূরার সিয়াম পালন করার নির্দেশ দিতেন এবং এর প্রতি আমাদেরকে উৎসাহিত করতেন আর তা সংরক্ষণের তাগিদ করতেন। যখন রামাযান (সিয়াম) ফরয হল তখন আমাদেরকে এর নির্দেশ করেন এবং তিনি আর নিষেধও করেন নি এবং তা সংরক্ষণের তাগিদও করেন নি।
3273 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا شَيْبَانُ , عَنِ الْأَشْعَثِ , عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ , عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِصَوْمِ عَاشُورَاءَ وَيُحِثُّنَا عَلَيْهِ وَيَتَعَاهَدُنَا عَلَيْهِ , فَلَمَّا فُرِضَ رَمَضَانُ , لَمْ يَأْمُرْنَا , وَلَمْ يَنْهَنَا , وَلَمْ يَتَعَاهَدْنَا عَلَيْهِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭৪
আন্তর্জাতিক নং: ৩২৭৬
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭৪-৭৬। ইবনে মারযুক (রাহঃ)…. কায়স ইবনে সা’দ ইবনে উবাদা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে , তিনি বলেছেন, রামাযানের সিয়াম ফরয হওয়ার পূর্বে আমাদেরকে আশূরার সিয়াম পালনের নির্দেশ দেয়া হয়েছে। যখন রামাযানের বিধান অবতীর্ণ হয় তখন আমাদেরকে নির্দেশও দেয়া হয়নি এবং তা থেকে নিষেধও করা হয়নি, আর আমরা তা করতাম।
আলী ইবনে শায়বা (রাহঃ) … কায়স ইবনে সা’দ ( রা ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।
ইবনে মারযুক (রাহঃ)…. কাসিম ইবনে মুখায়মারা ( র ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । বস্তুত এই সমস্ত (উল্লিখিত) হাদীসে আশূরা দিবসের সিয়াম পালন ওয়াজিব হওয়ার বিধান রহিত হওয়ার কথা ব্যক্ত হয়েছে এবং (এই সমস্ত হাদীস) প্রমাণ বহন করে যে, এর (আশূরার) সিয়াম পালন ফরয থাকার পর নফল করে দেয়া হয়েছে।
রাসূলুল্লাহ্ ( সাঃ) - থেকে অপরাপর হাদীস বর্ণিত আছে, যাতে প্রমাণিত হয় যে, আশূরার সিয়ামের পালন ইচ্ছাধীন বিষয় ছিলো ফরয ছিলো না। সেগুলো থেকে কিছু হাদীস নিম্নরূপ :
আলী ইবনে শায়বা (রাহঃ) … কায়স ইবনে সা’দ ( রা ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।
ইবনে মারযুক (রাহঃ)…. কাসিম ইবনে মুখায়মারা ( র ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । বস্তুত এই সমস্ত (উল্লিখিত) হাদীসে আশূরা দিবসের সিয়াম পালন ওয়াজিব হওয়ার বিধান রহিত হওয়ার কথা ব্যক্ত হয়েছে এবং (এই সমস্ত হাদীস) প্রমাণ বহন করে যে, এর (আশূরার) সিয়াম পালন ফরয থাকার পর নফল করে দেয়া হয়েছে।
রাসূলুল্লাহ্ ( সাঃ) - থেকে অপরাপর হাদীস বর্ণিত আছে, যাতে প্রমাণিত হয় যে, আশূরার সিয়ামের পালন ইচ্ছাধীন বিষয় ছিলো ফরয ছিলো না। সেগুলো থেকে কিছু হাদীস নিম্নরূপ :
76- 3274 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: سَمِعْتُ شُعْبَةَ , عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ , عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ ,عَنْ أَبِي عَمَّارٍ , عَنْ قَيْسِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ , قَالَ: «أُمِرْنَا بِصَوْمِ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ , فَلَمَّا فُرِضَ رَمَضَانُ لَمْ نُؤْمَرْ , وَلَمْ نُنْهَ عَنْهُ , وَنَحْنُ نَفْعَلُهُ»
حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , قَالَ: سَمِعْتُ الْحَكَمَ , قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ , عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلِ , عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ , مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ , عَنْ شُعْبَةَ , عَنِ الْحَكَمِ , عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَفِي هَذِهِ الْآثَارِ نَسْخُ وُجُوبِ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ , وَدَلِيلُ أَنَّ صَوْمَهُ قَدْ رُدَّ إِلَى التَّطَوُّعِ , بَعْدَ أَنْ كَانَ فَرْضًا. وَقَدْ رُوِيَتْ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آثَارٌ أُخَرُ , فِيهَا دَلِيلٌ عَلَى أَنَّ صَوْمَهُ , كَانَ اخْتِيَارًا , لَا فَرْضًا
فَمِنْهَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , قَالَ: سَمِعْتُ الْحَكَمَ , قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ , عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلِ , عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ , مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ , عَنْ شُعْبَةَ , عَنِ الْحَكَمِ , عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَفِي هَذِهِ الْآثَارِ نَسْخُ وُجُوبِ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ , وَدَلِيلُ أَنَّ صَوْمَهُ قَدْ رُدَّ إِلَى التَّطَوُّعِ , بَعْدَ أَنْ كَانَ فَرْضًا. وَقَدْ رُوِيَتْ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آثَارٌ أُخَرُ , فِيهَا دَلِيلٌ عَلَى أَنَّ صَوْمَهُ , كَانَ اخْتِيَارًا , لَا فَرْضًا
فَمِنْهَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭৫
empty
৩২৭৫।
- 3275

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭৬
empty
৩২৭৬।
- 3276

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭৭
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭৭। আবু বাকরা ( র ) ও আলী ইবনে শায়বা ( র ) … ইবনে আব্বাস ( র ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ ( সাঃ) আর যখন মদীনায় আগমন করেন তখন তিনি দেখতে পেলেন, ইয়াহুদীরা আশূরা'র সিয়াম পালন করছে। তিনি তাদেরকে (কারণ) জিজ্ঞাসা করেন। তারা বলল, এইদিনে আল্লাহ তা'আলা মুসা (আ) কে ফির'আউনের বিরুদ্ধে বিজয়ী করেছেন। তিনি বললেন, তাদের অপেক্ষা তোমরা (মুসলিমরা) মুসা (আ)-এর অধিক নিকটবর্তী। সুতরাং তোমরা এর সিয়াম পালন কর।
এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্ ( সাঃ) আল্লাহ্ তা'আলার শুকর আদায়ের জন্য এর সিয়াম পালন করেছেন, তিনি যে মুসা (আ) কে ফির'আউনের বিরুদ্ধে বিজয়ী করেছেন। সুতরাং এই সিয়াম পালন ইচ্ছাধীন বিষয়, ফরজ নয়।
এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্ ( সাঃ) আল্লাহ্ তা'আলার শুকর আদায়ের জন্য এর সিয়াম পালন করেছেন, তিনি যে মুসা (আ) কে ফির'আউনের বিরুদ্ধে বিজয়ী করেছেন। সুতরাং এই সিয়াম পালন ইচ্ছাধীন বিষয়, ফরজ নয়।
3277 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَعَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَا: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي بِشْرٍ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ: لَمَّا قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ , وَجَدَ الْيَهُودَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ , فَسَأَلَهُمْ ; فَقَالُوا: هَذَا الْيَوْمُ الَّذِي أَظْهَرَ اللهُ عَزَّ وَجَلَّ فِيهِ مُوسَى عَلَيْهِ السَّلَامُ عَلَى فِرْعَوْنَ. فَقَالَ: «أَنْتُمْ أَوْلَى بِمُوسَى مِنْهُمْ , فَصُومُوهُ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِنَّمَا صَامَهُ شُكْرًا لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي إِظْهَارِ مُوسَى عَلَى فِرْعَوْنَ , فَذَلِكَ عَلَى الِاخْتِيَارِ , لَا عَلَى الْفَرْضِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭৮
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭৮। আবু বাকরা ( র ) ও ইবনে মারযুক ( র ) … ইবনে আব্বাস ( রা ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসুল্লাহ ( সাঃ ) আশুরা দিনের সিয়াম পালন বা রামাযান মাসের সিয়াম পালন ব্যতীত অন্য কোন দিনের সিয়ামের জন্য অনুসন্ধান ও গুরুত্ব প্রদান করতেন বলে আমার জানা নাই।
3278 - وَقَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا رَوْحٌ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ أَبِي يَزِيدَ , أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: مَا عَلِمْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ عَلَى غَيْرِهِ , إِلَّا هَذَا الْيَوْمَ , يَوْمَ عَاشُورَاءَ , أَوْ شَهْرَ رَمَضَانَ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৭৯
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭৯। রবীউল জীযী (রাহঃ) …ইবনে আব্বাস ( রা ) সুত্রে রাসুল্লাহ ( সাঃ ) থেকে বর্ণনা করেন যে, তিনি ইরশাদ করেছেন ঃ সিয়াম পালনের ব্যাপারে রামাযান মাস ও আশূরা দিবস ব্যতীত কোন দিন কোন দিনের উপর শ্রেষ্ঠত্ব রাখে না।
3279 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْأَزْرَقِيُّ , قَالَ ثنا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْوَرْدِ , قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ , يَقُولُ: حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ أَبِي يَزِيدَ , عَنِ ابْنِ عَبَّاسٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ لِيَوْمٍ فَضْلٌ عَلَى يَوْمٍ فِي الصِّيَامِ , إِلَّا شَهْرَ رَمَضَانَ , وَيَوْمَ عَاشُورَاءَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৮০
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৮০। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযুক (রাহঃ) …... হাকাম ইবনুল আ'রাজ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবনে আব্বাস কে জিজ্ঞাসা করলাম, আশুরা দিবস সম্পর্কে আমাকে বলুন তো। তিনি বললেন, কি সম্পর্কে তুমি জিজ্ঞাসা করছ? আমি বললাম, এর সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করছি, কোন দিন সিয়াম পালন করব। তিনি বললেন, যখন (মুহাররমের) নবম তারিখ ভোর হবে তখন ভোর থেকেই সিয়াম পালন করবে। আমি বললাম, মুহাম্মাদ ( সাঃ) কি এভাবেই সিয়াম পালন করতেন? তিনি বললেন, হ্যা।
এই ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ ( সাঃ ) থেকে বর্ণিত আছে যে, তিনি আশূরা দিবসের সিয়াম পালন করতেন। বস্তুত তাঁর এই সিয়াম পালনে বুঝা যাচ্ছে যে, তা ছিলো ইচ্ছাধীন বিষয়, ফরয নয়। যা সাঈদ ইবন জুবায়র (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে সেই কারণ রিওয়ায়াত করেছেন, যে কারণে রাসূলুল্লাহ্ ( সাঃ ) দিনের সিয়াম পালন করেছেন ঃ
এই ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ ( সাঃ ) থেকে বর্ণিত আছে যে, তিনি আশূরা দিবসের সিয়াম পালন করতেন। বস্তুত তাঁর এই সিয়াম পালনে বুঝা যাচ্ছে যে, তা ছিলো ইচ্ছাধীন বিষয়, ফরয নয়। যা সাঈদ ইবন জুবায়র (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে সেই কারণ রিওয়ায়াত করেছেন, যে কারণে রাসূলুল্লাহ্ ( সাঃ ) দিনের সিয়াম পালন করেছেন ঃ
3280 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا رَوْحٌ , قَالَ: ثنا حَاجِبُ بْنُ عُمَرَ , قَالَ: سَمِعْتُ الْحَكَمَ بْنَ الْأَعْرَجِ , يَقُولُ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ أَخْبِرْنِي عَنْ يَوْمِ عَاشُورَاءَ قَالَ: عَنْ أَيِّ بَالِهِ تَسْأَلُ؟ قُلْتُ: أَسْأَلُ عَنْ صِيَامِهِ , أَيَّ يَوْمٍ أَصُومُ؟ قَالَ: إِذَا أَصْبَحْتَ مِنْ تَاسِعَةٍ , فَأَصْبِحْ صَائِمًا. قُلْتُ: كَذَلِكَ كَانَ يَصُومُ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ نَعَمْ " فَهَذَا ابْنُ عَبَّاسٍ قَدْ رُوِيَ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَصُومُ يَوْمَ عَاشُورَاءَ. وَقَدْ دَلَّ ذَلِكَ عَلَى صَوْمِهِ , ذَلِكَ أَنَّهُ كَانَ اخْتِيَارًا لَا فَرْضًا , مَا قَدْ رَوَاهُ سَعِيدُ بْنُ جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ فِي إِخْبَارِهِ بِالْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمئِذٍ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৮১
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৮১। হাসান ইবন আব্দুল্লাহ ইবন মনসুর (রাহঃ)… আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ ( সাঃ ) আশূরা দিবসের সিয়াম পালন করতেন। সম্ভবত এটিও সেই কারণে, যা ইবন আব্বাস (রাযিঃ) উল্লেখ করেছেন।
3281 - وَقَدْ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَنْصُورٍ , قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ جَابِرٍ , عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ , عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يَصُومُ يَوْمَ عَاشُورَاءَ» فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ أَيْضًا , مِنْ أَجْلِ الْمَعْنَى الَّذِي ذَكَرَهُ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৮২
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৮২। ফাহাদ (র )… আব্দুল্লাহ্ ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ এটি আশূরা।
দিবস। সুতরাং তোমরা এর সিয়াম পালন কর। যেহেতু রাসূলুল্লাহ্ ( সাঃ ) -এর সিয়াম পালনের নির্দেশ দিতেন। সম্ভবত এটিও সেই কারণে যা আমরা উল্লেখ করেছি।
দিবস। সুতরাং তোমরা এর সিয়াম পালন কর। যেহেতু রাসূলুল্লাহ্ ( সাঃ ) -এর সিয়াম পালনের নির্দেশ দিতেন। সম্ভবত এটিও সেই কারণে যা আমরা উল্লেখ করেছি।
3282 - وَقَدْ حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا إِسْرَائِيلُ , عَنْ ثُوَيْرٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ يَقُولُ: «هَذَا يَوْمُ عَاشُورَاءَ فَصُومُوهُ , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِصَوْمِهِ» فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ لِلْعِلَّةِ الَّتِي ذَكَرْنَاهَا أَيْضًا

তাহকীক:
তাহকীক চলমান