শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৭৩৩
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৩। আলী ইব্‌ন মা’বাদ (রাহঃ).... উয়ায়না ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) তাঁর পিতা আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, আমরা আব্দুর রহমান ইব্‌ন সামূরা (রাযিঃ) অথবা উসমান ইব্‌নুল আস (রাযিঃ)-এর জানাযা বহনকালে উপস্থিত ছিলাম। লোকেরা জানাযা নিয়ে ধীরে ধীরে চলছিল। রাবী বলেন, মনে হয় যেন আবু বকরা (রাহঃ) তাঁদেরকে উঁচু আওয়াজে ধমকাচ্ছিলেন এবং বলছিলেনঃ আমরা আমাদের নবী করীম রাসুলুল্লাহ (ﷺ)-এর সাথে জানাযা নিয়ে দ্রুত চলতে দেখেছি।
كِتَابُ الْجَنَائِزِ بَابُ الْمَشْيِ فِي الْجِنَازَةِ كَيْفَ هُوَ؟
2733 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْمَدَائِنِيُّ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا فِي جِنَازَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ , أَوْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ , فَكَانُوا يَمْشُونَ بِهَا مَشْيًا لَيِّنًا. قَالَ: فَكَانَ أَبُو بَكْرَةَ انْتَهَرَهُمْ وَرَفَعَ عَلَيْهِمْ صَوْتَهُ وَقَالَ: «لَقَدْ رَأَيْتُنَا نَرْمُلُ بِهَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৭৩৪
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৪। রবীউল মু’আযযিন (রাহঃ).... ইব্‌ন আবিয যিনাদ (রাহঃ) তৎপিতা আবুয যিনাদ (রাহঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ ইব্‌ন জা’ফর ইব্‌ন আবী তালিব (রাযিঃ)-এর সাথে “বাকী” নামক স্থানে বসা ছিলাম। এমন সময় আমাদের সম্মুখে একটি জানাযা এল। জানাযা বহনে তাদের ধীরে চলা দেখে আমি আশ্চার্য হয়ে ইব্‌ন জা’ফর (রাহঃ) আমাদের সম্মুখে সে বললেনঃ আমি আশ্চার্যবোধ করছি লকদের অবস্থার পরিবর্তনে। আল্লাহ্‌র শপথ! জানাযা বহনে দ্রুত চলা ব্যাতীত কিছুই ছিলো না। একজন আরেকজনের বিরোধিতা করে বলতঃ হে আল্লাহ্‌র বান্দা! আল্লাহকে ভয় কর। আল্লাহ্‌র শপথ, তুমি যেনো নিজেকে দৌড়াচ্ছ।
2734 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ بِالْبَقِيعِ , فَطُلِعَ عَلَيْنَا بِجِنَازَةٍ فَأَقْبَلَ عَلَيْنَا ابْنُ جَعْفَرٍ يَتَعَجَّبُ مِنْ مَشْيِهِمْ بِهَا , [ص:478] فَقَالَ: " عَجَبًا لِمَا تَغَيَّرَ مِنْ حَالِ النَّاسِ , وَاللهِ إِنْ كَانَ إِلَّا الْجَمْزَ وَإِنْ كَانَ الرَّجُلُ لَيُلَاحِيَ الرَّجُلَ فَيَقُولُ: يَا عَبْدَ اللهِ اتَّقِ اللهَ , فَوَاللهِ لَكَأَنَّكَ قَدْ جُمِزَ بِكَ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৭৩৫
আন্তর্জাতিক নং: ২৭৩৭
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৫-২৭৩৭। ইউনুস (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা জানাযা নিয়ে দ্রুত চল। যদি তা ভাল হয়ে থাকে তাহলে তা তোমাদের কল্যাণের দিকে অগ্রসর করে দিলে। আর যদি তা অন্য রকম হয়, তাহলে তোমাদের কাঁধ থেকে মন্দকে রেখে দিলে।

ইউনুস (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) সুত্রে নবী করিম (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

রবীউল মু’আযযিন (রাহঃ).... আবু হুরায়রা সুত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
2735 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: ثنا أَبُو أُمَامَةَ سَهْلُ بْنُ حُنَيْفٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَسْرِعُوا بِالْجِنَازَةِ , فَإِنْ كَانَتْ صَالِحَةً , قَرَّبْتُمُوهَا إِلَى الْخَيْرِ , وَإِنْ كَانَتْ غَيْرَ ذَلِكَ , كَانَ شَرًّا تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ»

2736 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

2737 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
হাদীস নং:২৭৩৮
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৮। ইউনুস (রাহঃ).... আব্দুর রহমান ইব্‌ন মিহরান (রাহঃ) থেকে বর্ননা করেন যে, আবু হুরায়রা (রাযিঃ)-এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি বলেছিলেনঃ আমাকে নিয়ে (জানাযা বহনে) তোমরা দ্রুততা অবলম্বন করবে। যেহেতু রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন নেককার ব্যক্তিকে তার খাটিয়ায় রাখা হয় তাখন সে বলে, তোমরা আমাকে অগ্রসর কর, অগ্রসর কর। পক্ষান্তরে যখন মন্দ ব্যক্তিকে তাঁর খাটিয়ায় রাখা হয় তখন সে বলেঃ হায় আমার ধ্বংস! আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ?

আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এ মত গ্রহন করেছেন যে, জানাযা নিয়ে ধীরে চলা অপেক্ষা দ্রুত চলা উত্তম। তাঁরা এই বিষয়ে উক্ত হাদীসসমূহ দ্বারা দলিল পেস করেন।
পক্ষান্তরে অপর একদল ;আলিম এই বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেনঃ বরং জানাযা নিয়ে ধীরগতিতে চলবে। এটি অন্য কিছু (দ্রুততা) অপেক্ষা উত্তম। তাঁরা এই বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করে থাকেনঃ
2738 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ الْمَقْبُرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ: أَسْرِعُوا بِي , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا وُضِعَ الرَّجُلُ الصَّالِحُ عَلَى سَرِيرِهِ , قَالَ: قَدِّمُونِي قَدِّمُونِي , وَاذَا وُضِعَ الرَّجُلُ السُّوءُ عَلَى سَرِيرِهِ , قَالَ: يَا وَيْلَتِي , أَيْنَ تَذْهَبُونَ بِي " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ السُّرْعَةَ فِي السَّيْرِ بِالْجِنَازَةِ أَفْضَلُ مِنْ غَيْرِ ذَلِكَ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ وَقَالُوا: بَلْ يُمْشَى بِهَا مَشَيَا لَيِّنًا , فَهُوَ أَفْضَلُ مِنْ غَيْرِ ذَلِكَ
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৭৩৯
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৯। মুবাশশির ইব্‌নুল হাসান (রাহঃ).... আবু বুরাদা তাঁর পিতা (আবু মুসা রা) থেকে বর্ননা করেন যে, নবী করীম (ﷺ)-এর নিকট দিয়ে একটি জানাযা যাচ্ছিল। তাঁরা (বহনকারীরা) এটিকে দ্রত নিয়ে যাচ্ছিলো। তিনি বললেনঃ তোমাদের জন্য ধীরভাবে চলা আবশ্যক।
আমাদের এই হাদীসে প্রথম মত পোষণকারীদের বিরুদ্ধে দলীল নেই। যেহেতু হতে পারে তাদের সেই চলাতে এত তিব্রতা ছিল, প্রথমোক্ত হাদীস সমূহে নির্দেশিত দ্রুততাকে যা অতিক্রম করে যায়। অতএব আমরা দৃষ্টি দেবো এই বিষয়ে কোন দলীল পাই কিনা যা আমাদেরকে অন্য দিকে ফিরিয়ে নিয়ে যাবে।
2739 - بِمَا حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ الْحَسَنِ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ , قَالَ: سَمِعْتُ أَبَا بُرْدَةَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ وَهُمْ يُسْرِعُونَ بِهَا , فَقَالَ: «لِيَكُنْ عَلَيْكُمُ السَّكِينَةُ» فَلَمْ يَكُنْ عِنْدَنَا فِي هَذَا الْحَدِيثِ حُجَّةٌ عَلَى أَهْلِ الْمَقَالَةِ الْأُولَى , لِأَنَّهُ قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ فِي مَشْيِهِمْ ذَلِكَ عُنْفٌ , يُجَاوِزُ مَا أُمِرُوا بِهِ فِي الْأَحَادِيثِ الْأُوَلِ مِنَ السُّرْعَةِ , فَنَظَرْنَا فِي ذَلِكَ: هَلْ نَجِدُ فِيهِ دَلِيلًا يَدُلُّنَا عَلَى شَيْءٍ مِنْ ذَلِكَ؟
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৭৪০
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৪০। আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন খাশীশ আল-বসরী…. লায়স ইব্‌ন আবী বুরদা (রাহঃ)-এর পিতা আবু বুরাদা (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, একবার এক জানাযা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিলো, যা বহন করে তার দ্রুত চলছিলো এবং মৃত ব্যক্তিটি মাখন তোলার জন্য দুধ ভর্তি মশকের ন্যায় নড়াচড়া করছিল। এতে তিনি বলেনঃ তোমাদের জন্য জাযানা বহনে মধ্যম (স্বাভাবিক) গতিতে চলা অবশ্যক।

এ হাদীসে ব্যক্ত করা হয়েছে যে, মৃত ব্যক্তিটি উক্ত দ্রুততার কারণে মাখন তোলার জন্য দুধ ভর্তি মশকের ন্যায় নড়াচড়া করছিলো। সম্ভবত তিনি তাদেরকে স্বাভাবিক চলার নির্দেশ দিয়েছিলেন। কারন উক্ত দ্রুততা এরূপ ছিলো, যা মৃত ব্যক্তির কিছু একটা (দুর্ঘটনা) ঘতে যাওয়ার আশংকা করা হচ্ছিল। এই জন্য তিনি তাদেরকে এর থেকে নিষেধ করেছেন। সুতরাং প্রথমোক্ত হাদীসসমূহে তাদেরকে যে দ্রুততার নির্দেশ তিনি দিয়েছিলেন সেটি এই হাদীসে ব্যক্ত দ্রুততা অপেক্ষা স্বাভাবিক (মধ্যবর্তী পর্যায়ের)।
আমরা এই বিষয়ে আরো দৃষ্টি দেবো, এ ব্যাপারে কিছু বর্ণিত আছে কিনা যা, আমাদেরকে এই অর্থের পথ নির্দেশ দেয়।
2740 - فَإِذَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ خُشَيْشِ الْبَصْرِيُّ قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا زَائِدَةُ , عَنْ لَيْثٍ، عَنْ أَبِي بُرْدَةَ , عَنْ أَبِيهِ , قَالَ: مُرَّ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ يُسْرِعُونَ بِهَا الْمَشْيَ وَهُوَ يَمْخُضُ تَمَخُّضَ الزِّقِّ فَقَالَ: «عَلَيْكُمْ بِالْقَصْدِ بِجَنَائِزِكُمْ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ الْمَيِّتَ كَانَ يَتَمَخَّضُ لِتِلْكَ السُّرْعَةِ , تَمَخُّضَ الزِّقِّ. فَيُحْتَمَلُ أَنْ يَكُونَ أَمَرَهُمْ بِالْقَصْدِ , لِأَنَّ السُّرْعَةَ , سُرْعَةٌ يُخَافُ مِنْهَا أَنْ يَكُونَ مِنَ الْمَيِّتِ شَيْءٌ , فَنَهَاهُمْ عَنْ ذَلِكَ , فَكَانَ مَا أَمَرَهُمْ بِهِ مِنَ السُّرْعَةِ , فِي الْآثَارِ الْأُوَلِ , هِيَ أُقْصَدُ مِنْ هَذِهِ السُّرْعَةِ. فَنَظَرْنَا فِي ذَلِكَ أَيْضًا , هَلْ رُوِيَ فِيهِ شَيْءٌ يَدُلُّنَا عَلَى شَيْءٍ مِنْ هَذَا الْمَعْنَى؟
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৭৪১
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৪১। আবু উমাইয়া (রাহঃ).... ইব্‌ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা নবী করীম (ﷺ) কে জানাযা নিয়ে চলার বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, দৌড়ে চলার চেয়ে কিছুটা কম দ্রুত চলবে। যদি সে মু’মিন হয়ে থাকে- তাহলে দ্রুততা অবলম্বন করা উত্তম। আর যদি সে কাফির হয়ে থাকে, তাহলে জাহান্নামীদের জন্য বিদূরিত হওয়াই শ্রেয়।

সুতরাং রাসুলুল্লাহ (ﷺ) এই হাদীসে ব্যক্ত করেছেন যে, জানাযা নিয়ে দৌড়ে চলার চেয়ে কিছুটা কম দ্রুত চলবে। অতএব এটি আমাদের নিকট আবু মুসা (রাযিঃ)- এর হাদীসে তারা যা করেছেন সেটি অপেক্ষা কম দ্রুত চলা হবে। কাজেই রাসুলুল্লাহ (ﷺ) তাঁদেরকে এ বিষয়ে দ্রুততার নির্দেশ দিয়েছেন। আর আবু হুরায়রা (রাযিঃ)-এর হাদীসে ব্যক্ত যেরুপ দ্রুততার নির্দেশ তিনি তাঁদেরকে দিয়েছেন তাই আমরা গ্রহন করি। বস্তুত এটিই ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)- এর অভিমত।
2741 - فَإِذَا أَبُو أُمَيَّةَ , قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُوسَى , قَالَ: أنا الْحَسَنُ بْنُ صَالِحٍ , عَنْ يَحْيَى الْجَابِرِ , عَنْ أَبِي مَاجِدٍ , عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَأَلْنَا نَبِيَّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّيْرِ بِالْجِنَازَةِ , فَقَالَ: «مَا دُونَ الْخَبَبِ , فَإِنْ يَكُ مُؤْمِنًا فَمَا عُجِّلَ فَخَيْرٌ , وَإِنْ يَكُ كَافِرًا فَبُعْدًا لِأَهْلِ النَّارِ» فَأَخْبَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّ السَّيْرَ بِالْجِنَازَةِ هُوَ مَا دُونَ الْخَبَبِ. فَذَلِكَ عِنْدَنَا دُونَ مَا كَانُوا يَفْعَلُونَ فِي حَدِيثِ أَبِي مُوسَى , حَتَّى أَمَرَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا أَمَرَهُمْ بِهِ مِنْ ذَلِكَ وَمِثْلُ مَا أَمَرَهُمْ بِهِ مِنَ السُّرْعَةِ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ. فَبِهَذَا نَأْخُذُ , وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى
হাদীস নং:২৭৪২
২- জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৪২। ইউনুস (রাহঃ).... সালিম (রাহঃ)-এর পিতা আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) কে জানাযার আগে আগে চলতে দেখেছি।
بَابُ الْمَشْيِ فِي الْجِنَازَةِ أَيْنَ يَنْبَغِي أَنْ يَكُونَ مِنْهَا؟
2742 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَمْشُونَ أَمَامَ الْجِنَازَةِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান