আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৬৬
৫১- রাসূলুল্লাহ্ -এর নামের বিবরণ
৩৬৬। সা'ঈদ ইবন আব্দুর রহমান আল-মাখযূমী প্রমুখ (রাহঃ)... যুবায়র ইবন মুতইম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমার একাধিক নাম রয়েছে। আমার নাম মুহাম্মাদ, আহমদ, মাহী, অর্থ-ধ্বংস; আল্লাহ্ তা'আলা আমার দ্বারা কুফ্রী ধ্বংস করবেন। আমার নাম হাশির (জমায়েতকারী); লোকদের একত্রিত করার আগে আল্লাহ্ তা'আলা আমাকে উঠাবেন। আমার নাম আকিব (পশ্চাতে আগমনকারী) অর্থাৎ তাঁর পরে আর কোন নবীর আগমন হবে না।
بَابُ : مَا جَاءَ فِي أَسْمَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ لِي أَسْمَاءً أَنَا مُحَمَّدٌ ، وَأَنَا أَحْمَدُ ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي ، وَأَنَا الْعَاقِبُ وَالْعَاقِبُ الَّذِي لَيْسَ بَعْدَهُ نَبِيٌّ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান