আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৬২
রাসূলুল্লাহ্ -এর সিঙ্গা লাগানোর বিবরণ
৩৬২। হারূন ইবন ইসহাক আল-হামদানী (রাহঃ)... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ নবী করীম (ﷺ) তাঁর গর্দানের দুই পার্শ্বে এবং কাঁধের দুই পার্শ্বে সিঙ্গা লাগালেন এবং সিঙ্গা লাগানেওয়ালাকে এর পারিশ্রমিক দিলেন। সিঙ্গা লাগানো যদি হারাম হতো, তবে তিনি এর পারিশ্রমিক দিতেন না।
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ ، عَنْ جَابِرٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ فِي الأَخْدَعَيْنِ وَبَيْنَ الْكَتِفَيْنِ ، وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ وَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُعْطِهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৬৩
রাসূলুল্লাহ্ -এর সিঙ্গা লাগানোর বিবরণ
৩৬৩। হারূন ইবন ইসহাক (রাহঃ)... ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ নবী করীম (ﷺ) এক সিঙ্গা লাগানেওয়ালাকে ডাকলেন। সে তাঁকে সিঙ্গা লাগাল। তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে দৈনিক কত দিতে হয়? সে বলল, প্রতিদিন তিন সা'। রাসূলুল্লাহ্ (ﷺ) তার আদায়যোগ্য অর্থ এক সা* কমিয়ে দিলেন এবং তার পারিশ্রমিক দিয়ে দিলেন।
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ ، قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا حَجَّامًا فَحَجَمَهُ وَسَأَلَهُ : كَمْ خَرَاجُكَ ؟ فَقَالَ : ثَلاَثَةُ آصُعٍ ، فَوَضَعَ عَنْهُ صَاعًا وَأَعْطَاهُ أَجْرَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৬৪
রাসূলুল্লাহ্ -এর সিঙ্গা লাগানোর বিবরণ
৩৬৪। 'আব্দুল কুদ্দুস ইবন মুহাম্মাদ আল-'আততার আল-বসরী (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কাঁধের দুই পার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে সিঙ্গা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে সিঙ্গা লাগাতেন।
حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ الْعَطَّارُ الْبَصْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ ، قَالَ : حَدَّثَنَا هَمَّامٌ ، وَجَرِيرُ بْنُ حَازِمٍ قَالاَ : حَدَّثَنَا قَتَادَةُ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَجِمُ فِي الأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ ، وَكَانَ يَحْتَجِمُ لِسَبْعَ عَشْرَةَ وَتِسْعَ عَشْرَةَ وَإِحْدَى وَعِشْرِينَ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৬৫
রাসূলুল্লাহ্ -এর সিঙ্গা লাগানোর বিবরণ
৩৬৫। ইসহাক ইবন মনসুর (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইহরাম বাঁধা অবস্থায় পায়ের পাতার উপরিভাগে মালাল নামক স্থানে সিঙ্গা লাগালেন।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ بَمَلَلٍ عَلَى ظَهْرِ الْقَدَمِ.

তাহকীক:
তাহকীক চলমান