আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪২
কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪২।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, নিঃসন্দেহে কবি লাবীদ সবচেয়ে সত্য কথা বলেছেঃ
أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ ، وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ

সাবধান! আল্লাহ্ ব্যতীত সব কিছুই ধ্বংসশীল। উমায়্যা ইবন আবু সাল্‌ত সম্ভবতঃ ইসলাম গ্রহণ করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ قَالَ : حَدَّثَنَا أَبُو سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ أَصْدَقَ كَلِمَةٍ قَالَهْا الشَّاعِرُ كَلِمَةُ لَبِيدٍ :
[من أشعار لبيد بن ربيعة العامري - البحر الطويل]
أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ ، وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ.
হাদীস নং:২৪৩
আন্তর্জাতিক নং: ২৪৪
কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪৩।মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... জুনদুব ইবন সুফয়ান বাজালী (রাযিঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ (একদা) প্রস্তরাঘাতে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর একটি আঙ্গুল রক্তাক্ত হয়ে যায়। তখন তিনি বললেনঃ তুমি একটি আঙ্গুল যার রক্ত প্রবাহিত হয়েছে, তাও আল্লাহর রাস্তায়, যার প্রতিদান পাবে।
ইবন আবু 'উমর (রাহঃ)... জুনদুব ইবন 'আব্দুল্লাহ বাজালী (রাযিঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ ، عَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ قَالَ : أَصَابَ حَجَرٌ أُصْبُعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَ دَمِيَتْ ، فَقَالَ : هَلْ أَنْتِ إِلاَ أُصْبُعٌ دَمِيتِ ، وَفِي سَبِيلِ اللَّهِ مَا لَقِيتِ.
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ ، نَحْوَهُ.
হাদীস নং:২৪৫
কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪৫।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... বারা' ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ তাকে এক ব্যক্তি বলল, হে আবু উমারা! তোমরা কি তাকে একা রেখে (হুনায়নের যুদ্ধের ময়দান থেকে) পালিয়ে গিয়েছিলে? তিনি বললেন, না। রাসূলুল্লাহ্ (ﷺ) যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাননি। বরং তিনি দুর্ধর্ষ হাওয়াযিন গোত্রের বর্শা থেকে রক্ষা পাওয়ার জন্য মুখ অন্য দিকে ফিরিয়ে রেখেছিলেন। আবু সুফয়ান ইবন হারিছ রাসূলুল্লাহ্ (ﷺ) এর খচ্চরের লাগাম ধরেছিলেন। আর তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ ، أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ

আমি সত্য নবী এবং আমি আব্দুল মুত্তালিবের সন্তান।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ قَالَ : أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ : قَالَ لَهُ رَجُلٌ : أَفَرَرْتُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا عُمَارَةَ ؟ فَقَالَ : لاَ وَاللَّهِ مَا وَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَلَكِنْ وَلَّى سَرَعَانُ النَّاسِ تَلَقَّتْهُمْ هَوَازِنُ بِالنَّبْلِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَتِهِ ، وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ آخِذٌ بِلِجَامِهَا ، وَرَسُولُ اللَّهِ يَقُولُ : أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ ، أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৬
কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪৬।ইসহাক ইবন মনসুর (রাহঃ)... আনাস (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, নবী (ﷺ) যখন উমরাতুল কাযা পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করেন তখন ইবন রাওয়াহা (রাযিঃ) তাঁর সামনে চলছেন এবং বলছেন :خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهْ- الْيَوْمَ نَضْرِبُكُمْ عَلَى تَنْزِيلِهْ
ضَرْبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهْ- وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهْ

'হে কাফির সন্তানেরা! তাঁর চলার পথ ছেড়ে দাও। আজ তাকে বাধা দিলে যেমন গেল বছর দিয়েছ, তাহলে কাঁধ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলব এবং বন্ধুকে বন্ধু হতে ভুলিয়ে রাখব।'

উমর (রাযিঃ) তাকে বললেন, ওহে ইবন রাওয়াহা! আল্লাহর হারামে এবং রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সম্মুখে কবিতা আবৃত্তি করছ? নবী (ﷺ) বললেনঃ ওহে 'উমর! তাকে বলতে দাও (ছেড়ে দাও)। কেননা তার কবিতা ওদের জন্যই শরাঘাতের চাইতে অধিক কার্যকর।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ : حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ قَالَ : حَدَّثَنَا ثَابِتٌ ، عَنْ أَنَسٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ فِي عُمْرَةِ الْقَضَاءِ ، وَابْنُ رَوَاحَةَ يَمْشِي بَيْنَ يَدَيْهِ ، وَهُوَ يَقُولُ :
[من أشعار عبد الله بن رواحة - البحر الرجز]
خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهْ الْيَوْمَ نَضْرِبُكُمْ عَلَى تَنْزِيلِهْ
ضَرْبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهْ وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهْ فَقَالَ لَهُ عُمَرُ : يَا ابْنَ رَوَاحَةَ ، بَيْنَ يَدِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي حَرَمِ اللَّهِ تَقُولُ الشِّعْرَ ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خَلِّ عَنْهُ يَا عُمَرُ ، فَلَهِيَ أَسْرَعُ فِيهِمْ مِنْ نَضْحِ النَّبْلِ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৭
কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪৭।'আলী ইবন হুজুর (রাহঃ)... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর মজলিসে শতাধিক বার বসেছি। আর তাতে তাঁর সাহাবাগণ কবিতা আবৃত্তি করতেন এবং জাহিলিয়া যুগের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করতেন। আর তিনি কখনো চুপ থাকতেন। আবার কখনো তাদের সাথে মুচকি হাসতেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : جَالَسْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مِنْ مِائَةِ مَرَّةٍ وَكَانَ أَصْحَابُهُ يَتَنَاشَدُونَ الشِّعْرَ وَيَتَذَاكَرُونَ أَشْيَاءَ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ وَهُوَ سَاكِتٌ وَرُبَّمَا تَبَسَّمَ مَعَهُمْ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৮
কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪৮।'আলী ইবন হুজুর (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) বলেনঃ আরবীয় কবিদের মধ্যে শ্রেষ্ঠতম বাণী হচ্ছে লাবীদের : أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ সাবধান! আল্লাহ্ ব্যতীত সব কিছুই ধ্বংসশীল।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : أَشْعَرُ كَلِمَةٍ تَكَلَّمَتْ بِهَا الْعَرَبُ كَلِمَةُ لَبِيدٍ :
[من أشعار لبيد بن ربيعة العامري - البحر الطويل]
أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ.
হাদীস নং:২৪৯
কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪৯।আহমদ ইবন মানী' (রাহঃ)... 'আমর ইবন শারীদ (রাযিঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, একবার আমি বাহনে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর পিছনে ছিলাম। তারপর আমি তাঁকে উমায়্যা ইবন আবু-সাত বিরচিত একশো চরণ কবিতা আবৃত্তি করে শোনালাম। কবিতা শেষ হলে তিনি আমাকে বললেনঃ আরো শোনাও। এরপর তিনি বললেনঃ তার ইসলাম গ্রহণের সম্ভাবনা রয়েছে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيِّ ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ ، عَنْ أَبِيهِ قَالَ : كُنْتُ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْشَدْتُهُ مِائَةَ قَافِيَةٍ مِنْ قَوْلِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ الثَّقَفِيِّ ، كُلَّمَا أَنْشَدْتُهُ بَيْتًا قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : هِيهْ حَتَّى أَنْشَدْتُهُ مِائَةً - يَعْنِي بَيْتًا - فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنْ كَادَ لَيُسْلِمُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান