আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৮
রাসূলুল্লাহ্ -এর পানাহারের নিয়ম পদ্ধতি
১৩৮।হাসান ইবন ’আলী আল-খাল্লাল (রাহঃ)... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। নবী যখন আহার করতেন তখন তিনি তাঁর তিনটি অঙ্গুলি চুষে নিতেন।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ قَالَ : حَدَّثَنَا عَفَّانُ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلاَثَ.
হাদীস নং:১৩৯
আন্তর্জাতিক নং: ১৪০
রাসূলুল্লাহ্ -এর পানাহারের নিয়ম পদ্ধতি
১৩৯-১৪০ । হুসায়ন ইবন ’আলী ইবন ইয়াযীদ আস্-সুদাঈ বাগদাদী (রাহঃ)... আবু জুহায়ফা (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেন : নবী বলেছেন, আমি ঠেসরত অবস্থায় আহার করি না। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আলী ইবন আকমার (রাহঃ) সূত্রে পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ يَزِيدَ الصُّدَائِيُّ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ يَعْنِي الْحَضْرَمِيَّ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَمَّا أَنَا فَلاَ آكُلُ مُتَّكِئًا.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ نَحْوَهُ.
হাদীস নং:১৪১
রাসূলুল্লাহ্ -এর পানাহারের নিয়ম পদ্ধতি
১৪১।হারুন ইবন ইসহাক হামদানী (রাহঃ)... ইবন কা’ব ইবন মালিক (রাযিঃ) তাঁর পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ তিন অঙ্গুলি দিয়ে আহার করতেন এবং তা লেহন করতেন (চুষে নিতেন)।
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنِ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ ، عَنْ أَبِيهِ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِأَصَابِعِهِ الثَّلاَثِ وَيَلْعَقُهُنَّ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান