আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৭
২৪- রাসূলুল্লাহ্ -এর পানাহারের নিয়ম পদ্ধতি
১৩৭।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... ইবন কা’ব ইবন মালিক (রাযিঃ)-এর পিতা সূত্রে বর্ণিত যে, আহার শেষে তিনবার তাঁর অঙ্গুলিগুলো চেটে নিতেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, একমাত্র মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ) ব্যতীত অপরাপর রাবীগণ এই হাদীস রিওয়ায়াত করতে গিয়ে ’অঙ্গুলিগুলো’ তিনবার চুষে নিতেন এর স্থলে বলেন, ’তাঁর তিনটি অঙ্গুলি’ চুষতেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, একমাত্র মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ) ব্যতীত অপরাপর রাবীগণ এই হাদীস রিওয়ায়াত করতে গিয়ে ’অঙ্গুলিগুলো’ তিনবার চুষে নিতেন এর স্থলে বলেন, ’তাঁর তিনটি অঙ্গুলি’ চুষতেন।
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، عَنْ سُفْيَانَ ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْعَقُ أَصَابِعَهُ ثَلاَثًا.
قَالَ أَبُو عِيسَى : وَرَوَى غَيْرُ مُحَمَّدِ بْنِ بَشَّارٍ هَذَا الْحَدِيثَ قَالَ : يَلْعَقُ أَصَابِعَهُ الثَّلاَثَ.
قَالَ أَبُو عِيسَى : وَرَوَى غَيْرُ مُحَمَّدِ بْنِ بَشَّارٍ هَذَا الْحَدِيثَ قَالَ : يَلْعَقُ أَصَابِعَهُ الثَّلاَثَ.