আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৬
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৭৬।আবু কুরায়ব মুহাম্মাদ ইবন ’আলা (রাহঃ)... ইবন ’আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) -এর প্রতিটি নি’আল মুবারকে দু’টি করে ফিতা ছিল।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ سُفْيَانَ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالاَنِ مَثْنِيٌّ شِرَاكَهُمَا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৭
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৭৭।আহমাদ ইবন মানী’ (রাহঃ)... ‘ঈসা ইবন তাহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আনাস ইবন মালিক (রাযিঃ) আমাদের সম্মুখে দু’টি লোমশূন্য স্যান্ডেল নিয়ে আসেন। আর ঐ স্যান্ডেল দু’টিতে দু’টি করে চামড়ার ফিতা ছিল। তিনি (আহমাদ) বলেন, সাবিত (রাহঃ) আমাকে আনাস (রাযিঃ) সূত্রে হাদীস শোনান যে, ঐ স্যান্ডেল দু’টি ছিল রাসূলুল্লাহ (ﷺ) -এর।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ قَالَ : أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالاَنِ.
" قَالَ : فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا كَانَتَا نَعْلَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
" قَالَ : فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا كَانَتَا نَعْلَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৮
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৭৮।ইসহাক ইবন মুসা আনসারী (রাহঃ)... উবায়দ ইবন জুরায়জ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ইবন উমর (রাযিঃ)-কে বললাম, আপনি লোমশূন্য স্যান্ডেল পরিধান করছেন, এর কারণ কি? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে লোমশূন্য স্যান্ডেল পরিধান করতে দেখেছি এবং তাঁকে ঐ স্যান্ডেল পরে ওযূ করতেও দেখেছি। তাই আমি লোমশূন্য স্যান্ডেল অধিক পছন্দ করি।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ ، أَنَّهُ قَالَ لِابْنِ عُمَرَ : رَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ ، قَالَ : إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ ، وَيَتَوَضَّأُ فِيهَا ، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৯
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৭৯। ইসহাক ইবন মনসুর (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) এর স্যান্ডেলের দু’টি করে চামড়ার ফিতা ছিল।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ ، عَنْ صَالِحٍ مَوْلَى التَّوْأَمَةِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالاَنِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮০
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৮০। আহমাদ ইবন মানী’ (রাহঃ)... সূদ্দী (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেন আমাকে হাদীস শোনান ’আমর ইবন হুরায়ছ। তিনি (আমর) বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে তালিযুক্ত স্যান্ডেল পরে সালাত আদায় করতে দেখেছি।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ السُّدِّيِّ قَالَ : حَدَّثَنِي مَنْ سَمِعَ عَمْرَو بْنَ حُرَيْثٍ يَقُولُ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْنِ مَخْصُوفَتَيْنِ.

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৮১
আন্তর্জাতিক নং: ৮২
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৮১-৮২। ইসহাক ইবন মুসা আনসারী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে। দু’টি জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাঁটবে। কুতায়বা (রাহঃ) মালিক (রাহঃ) সূত্রে আবু যিনাদ (রাহঃ) থেকে উপরোক্ত হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেন।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لاَ يَمْشِيَنَّ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ ، لِيُنْعِلْهُمَا جَمِيعًا أَوْ لِيُحْفِهِمَا جَمِيعًا.
حَدَّثَنَا قُتَيْبَةُ ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ، عَنْ أَبِي الزِّنَادِ نَحْوَهُ.
حَدَّثَنَا قُتَيْبَةُ ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ، عَنْ أَبِي الزِّنَادِ نَحْوَهُ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৩
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৮৩।ইসহাক ইবন মুসা (রাহঃ)... জাবির (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) বাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَأْكُلَ ، يَعْنِي الرَّجُلَ ، بِشِمَالِهِ ، أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৪
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৮৪।কুতায়বা (রাহঃ) মালিক সূত্রে এবং অন্য সনদে ইসহাক ইবনে মুসা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন: যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। আর খোলার সময় যেন বাম হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথম এবং খোলার সময় বাম পা হতে প্রথমে জুতা খুলবে।
حَدَّثَنَا قُتَيْبَةُ ، عَنْ مَالِكٍ ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ ، فَلْتَكُنِ الْيَمِينُ أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ.
হাদীস নং:৮৫
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৮৫।আবু মুসা (রাহঃ)... "আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কেশ মুবারক পরিপাটি করা, জুতা পরিধান করা ও তাহারাত অর্জনের ব্যাপারে ডান দিক থেকে আরম্ভ করা অধিক পছন্দ করতেন।
حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ قَالَ : حَدَّثَنَا أَشْعَثُ هُوَ ابْنُ أَبِي الشَّعْثَاءِ ، عَنْ أَبِيهِ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَائِشَةَ قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي تَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ وَطُهُورِهِ.

তাহকীক:
তাহকীক চলমান
