আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭
৫- রাসূলুল্লাহ (ﷺ) -এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
৩৭।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আনাস ইবন মালিক (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি খিযাব ব্যবহার করতেন? তিনি বললেন, তিনি ঐ পর্যন্ত পৌঁছেন নি (অর্থাৎ তাঁর দাঁড়ি ও কেশ মুবারক এতদূর সফেদ হয়নি যাতে খিযাব প্রয়োজন হয়)। তবে কেবলমাত্র তাঁর দুই নয়ন যুগল ও দুই কর্ণের মধ্যবর্তী অংশের কিছু চুল সফেদ হয়েছিল । তবে আবু বকর (রাযিঃ) মেহেদী পাতা ও কাতাম দ্বারা খিযাব করতেন।
بَابُ مَا جَاءَ فِي شَيْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ : أَخْبَرَنَا هَمَّامٌ ، عَنْ قَتَادَةَ قَالَ : قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ : هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : لَمْ يَبْلُغْ ذَلِكَ ، إِنَّمَا كَانَ شَيْبًا فِي صُدْغَيْهِ وَلَكِنْ أَبُو بَكْرٍ ، خَضَبَ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ.

তাহকীক:
তাহকীক চলমান