আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৩
রাসূলূল্লাহ এর মাথার চুল পরিপাটি করা
৩৩। ইয়ূসুফ ইবন ঈসা (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ সময় আপন মাথায় তৈল মালিশ করতেন এবং তাঁর দাড়ি আঁচড়ানোর কাজ প্রায়শঃ করতেন। অনেক সময় সুবিন্যাসিত মাথায় এক টুকরা কাপড় ব্যবহার করতেন, যা অধিক তৈল ব্যবহার করার দরুন তেলীর কাপড় মনে হতো।
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ صَبِيحٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ هُوَ الرَّقَاشِيُّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ دَهْنَ رَأْسِهِ وَتَسْرِيحَ لِحْيَتِهِ ، وَيُكْثِرُ الْقِنَاعَ حَتَّى كَأَنَّ ثَوْبَهُ ثَوْبُ زَيَّاتٍ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪
রাসূলূল্লাহ এর মাথার চুল পরিপাটি করা
৩৪। হান্নাদ ইবন আস্ সাররী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন উযূ করতেন তখন ডান দিক দিয়ে শুরু করতেন, কেশ বিন্যাস ও জুতা পরিধানের কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন।
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنِ أَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ ، عَنْ أَبِيهِ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَائِشَةَ قَالَتْ : إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ إِذَا تَطَهَّرَ ، وَفِي تَرَجُّلِهِ إِذَا تَرَجَّلَ ، وَفِي انْتِعَالِهِ إِذَا انْتَعَلَ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৫
রাসূলূল্লাহ এর মাথার চুল পরিপাটি করা
৩৫।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যহ (বারংবার) কেশ পরিপাটি করতে নিষেধ করেছেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ ، عَنِ الْحَسَنِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ، قَالَ : نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৬
রাসূলূল্লাহ এর মাথার চুল পরিপাটি করা
৩৬। হাসান ইবন আরাফা (রাহঃ)... নবী (ﷺ) -এর জনৈক সাহাবীর সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) মাঝে মাঝে তাঁর কেশ মুবারক পরিপাটি করতেন।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ قَالَ : حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي خَالِدٍ ، عَنْ أَبِي الْعَلاَءِ الأَوْدِيِّ ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَرَجَّلُ غِبًّا.

তাহকীক:
তাহকীক চলমান