আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

كتاب الموطأ للإمام مالك

১৭. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬১৪
২৮. সাদ্‌কা-ই-ফিতরের পরিমাণ
রেওয়ায়ত ৫২. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) রমযানে সাদ্‌কা-ই-ফিতর হিসাবে নর-নারী, আযাদ গোলাম প্রতিটি মুসলমানের উপর এক সা’ করিয়া খেজুর কিংবা যব ধার্য করিয়াছিলেন।
بَاب مَكِيلَةِ زَكَاةِ الْفِطْرِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى النَّاسِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثَى مِنْ الْمُسْلِمِينَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬১৫
২৮. সাদ্‌কা-ই-ফিতরের পরিমাণ
রেওয়ায়ত ৫৩. ইয়ায ইবনে আব্দুল্লাহ ইবনে সা’দ ইবনে আবি সারহ আমির (রাহঃ) বলেনঃ তিনি আবু সাঈদ খুদরী (রাযিঃ)-কে বলিতে শুনিয়াছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর ছা’র মাপে এক ছা’ গম বা যব বা খেজুর বা পনীর বা মুনাককা সাদ্‌কা-ই-ফিতর হিসাবে আদায় করিতাম ।
بَاب مَكِيلَةِ زَكَاةِ الْفِطْرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ الْعَامِرِيِّ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ أَقِطٍ أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ وَذَلِكَ بِصَاعِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬১৬
২৮. সাদ্‌কা-ই-ফিতরের পরিমাণ
রেওয়ায়ত ৫৪. নাফি (রাহঃ) বর্ণনা করেনঃ আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) খেজুর দ্বারাই সাদ্‌কা-ই-ফিতর আদায় করিতেন। একবার যব দিয়াও ফিতরা আদায় করিয়াছিলেন।

মালিক (রাহঃ) বলেনঃ সাদ্‌কা, কাফফারা, যাকাত ছোট মুদের হিসাবে অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) এর মুদে আদায় করিতে হইবে, আর যিহারের কাফফার হিশাম* প্রবর্তিত মুদে (যাহা পরিমাণে একটু বড়) আদায় করিতে হইবে।

* হিশাম আব্দুল মালিক ইবন মারওয়ান কর্তৃক নিযুক্ত পবিত্র মদীনার শাসনকর্তা ছিলেন। তাহার বংশতালিকা-হিশাম ইবন ইসমাঈল ইবন ওয়ালিদ ইবন মুগীরা মাখযুমী।
بَاب مَكِيلَةِ زَكَاةِ الْفِطْرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ لَا يُخْرِجُ فِي زَكَاةِ الْفِطْرِ إِلَّا التَّمْرَ إِلَّا مَرَّةً وَاحِدَةً فَإِنَّهُ أَخْرَجَ شَعِيرًا
قَالَ مَالِك وَالْكَفَّارَاتُ كُلُّهَا وَزَكَاةُ الْفِطْرِ وَزَكَاةُ الْعُشُورِ كُلُّ ذَلِكَ بِالْمُدِّ الْأَصْغَرِ مُدِّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الظِّهَارَ فَإِنَّ الْكَفَّارَةَ فِيهِ بِمُدِّ هِشَامٍ وَهُوَ الْمُدُّ الْأَعْظَمُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

rabi
বর্ণনাকারী: