আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
كتاب الموطأ للإمام مالك
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৪৯
১৫. কাফন চুরির সাজা
রেওয়ায়ত ৪৪. আবু রিজাল মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান (রাহঃ) তাহার মাতা আমরা বিনতে আব্দুর রহমান (রাহঃ) হইতে বর্ণনা করেন যে, তাহাকে বলিতে শুনিয়াছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কাফন-চোর পুরুষ এবং নারীকে লা’নত করিয়াছেন।
بَاب مَا جَاءَ فِي الْاخْتِفَاءِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي الرِّجَالِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّهِ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَهَا تَقُولُ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخْتَفِيَ وَالْمُخْتَفِيَةَ يَعْنِي نَبَّاشَ الْقُبُورِ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৫৫০
১৫. কাফন চুরির সাজা
রেওয়ায়ত ৪৫. নবী করীম (ﷺ) এর পত্নী আয়েশা (রাযিঃ) বলিতেনঃ মৃতাবস্থায় মুসলমানদের হাড় ভাঙিয়া দেওয়া জীবিতাবস্থায় হাড় ভাঙিয়া দেওয়ার মত। মালিক (রাহঃ) বলেন, অৰ্থাৎ পাপের দিক দিয়া সমান।
بَاب مَا جَاءَ فِي الْاخْتِفَاءِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ تَقُولُ كَسْرُ عَظْمِ الْمُسْلِمِ مَيْتًا كَكَسْرِهِ وَهُوَ حَيٌّ تَعْنِي فِي الْإِثْمِ

তাহকীক:
তাহকীক চলমান