আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
كتاب الموطأ للإمام مالك
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫১৩
৩. জানাযার আগে চলা
রেওয়ায়ত ৮. ইবনে শিহাব (রাহঃ) হইতে বর্ণিত- রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকর সিদ্দীক (রাযিঃ), উমর (রাযিঃ) তাহারা সকলেই জানাযার আগে চলিতেন। তাহাদের পরে খলীফাগণ (যুগে যুগে) এবং আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-ও এইরূপ করিয়াছেন।
بَاب الْمَشْيِ أَمَامَ الْجَنَازَةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ وَالْخُلَفَاءُ هَلُمَّ جَرًّا وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৫১৪
৩. জানাযার আগে চলা
রেওয়ায়ত ৯. ইবনে রবীআ ইবনে আব্দুল্লাহ্ ইবনে হুদায়র (রাহঃ) হইতে বর্ণিত- তিনি যায়নব বিনতে জাহশ (রাযিঃ)-এর জানাযার আগে উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-কে লোকের সম্মুখে চলিতে দেখিয়াছেন।
بَاب الْمَشْيِ أَمَامَ الْجَنَازَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهُدَيْرِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ رَأَى عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقْدُمُ النَّاسَ أَمَامَ الْجَنَازَةِ فِي جَنَازَةِ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫১৫
৩. জানাযার আগে চলা
রেওয়ায়ত ১০. হিশাম ইবনে উরওয়াহ্ (রাহঃ) বলেনঃ আমি আমার পিতাকে কখনও কোন জানাযায় উহার আগে আগে ছাড়া চলিতে দেখি নাই, কিন্তু বাকীতে পৌছার পর সেখানে বসিতেন। লোকজন (জানাযাসহ) তাহার সম্মুখ দিয়া গমন করিতেন।
بَاب الْمَشْيِ أَمَامَ الْجَنَازَةِ
وَحَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ مَا رَأَيْتُ أَبِي قَطُّ فِي جَنَازَةٍ إِلَّا أَمَامَهَا قَالَ ثُمَّ يَأْتِي الْبَقِيعَ فَيَجْلِسُ حَتَّى يَمُرُّوا عَلَيْهِ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৫১৬
৩. জানাযার আগে চলা
রেওয়ায়ত ১১. ইবনে শিহাব বলেনঃ জানাযার পিছনে চলা সুন্নতের খেলাফ।
بَاب الْمَشْيِ أَمَامَ الْجَنَازَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّهُ قَالَ الْمَشْيُ خَلْفَ الْجَنَازَةِ مِنْ خَطَإِ السُّنَّةِ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: