আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
كتاب الموطأ للإمام مالك
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫১০
২. মুর্দার কাফন প্রসঙ্গ
রেওয়ায়ত ৫. নবী-করীম (ﷺ) এর সহধর্মিণী আয়েশা (রাযিঃ) হইতে বর্ণিত- রাসূলুল্লাহ (ﷺ)-কে سحولية (সাহুল-এ তৈরী) সাদা বর্ণের তিনটি কাপড় দ্বারা কাফন দেওয়া হইয়াছিল। উহাতে কোর্তা এবং পাগড়ি ছিল না।
بَاب مَا جَاءَ فِي كَفَنِ الْمَيِّتِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُفِّنَ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ بِيضٍ سُحُولِيَّةٍ لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلَا عِمَامَةٌ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫১১
২. মুর্দার কাফন প্রসঙ্গ
রেওয়ায়ত ৬. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেনঃ আমি অবগত হইয়াছি যে, আবু বকর সিদ্দীক (রাযিঃ) যখন পীড়িত ছিলেন, তখন তিনি আয়েশা (রাযিঃ)-কে বলিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে কয়টি কাপড়ে কাফন দেওয়া হইয়াছে? আয়েশা (রাযিঃ) বললেনঃ সাহুলে তৈরী সাদা রং্গের তিনটি কাপড়ে। তারপর আবু বকর (রাযিঃ) তাহার পরিধানে যে কাপড় ছিল সেই কাপড়ের প্রতি ইঙ্গিত করিয়া বলিলেনঃ আয়েশা! এই কাপড়টি ধর এবং যাহাতে গেরুয়া রং অথবা জাফরান লাগিয়াছিল, ইহাকে ধৌত কর। তারপর অন্য দুইটি কাপড়ের সহিত (মিলাইয়া) এ কাপড়ে আমাকে তোমরা কাফন দিও। (ইহা শুনিয়া) আয়েশা (রাযিঃ) বললেনঃ ইহা কি! নূতন কাপড় কি পাওয়া যাইবে না? আবু বকর (রাযিঃ) বলিলেনঃ মৃত ব্যক্তি অপেক্ষা জীবিত লোকেরই প্রয়োজন বেশী, আর এই কাপড় মৃতের পুঁজের জন্য।
بَاب مَا جَاءَ فِي كَفَنِ الْمَيِّتِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ بَلَغَنِي أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ قَالَ لِعَائِشَةَ وَهُوَ مَرِيضٌ فِي كَمْ كُفِّنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ بِيضٍ سُحُولِيَّةٍ فَقَالَ أَبُو بَكْرٍ خُذُوا هَذَا الثَّوْبَ لِثَوْبٍ عَلَيْهِ قَدْ أَصَابَهُ مِشْقٌ أَوْ زَعْفَرَانٌ فَاغْسِلُوهُ ثُمَّ كَفِّنُونِي فِيهِ مَعَ ثَوْبَيْنِ آخَرَيْنِ فَقَالَتْ عَائِشَةُ وَمَا هَذَا فَقَالَ أَبُو بَكْرٍ الْحَيُّ أَحْوَجُ إِلَى الْجَدِيدِ مِنْ الْمَيِّتِ وَإِنَّمَا هَذَا لِلْمُهْلَةِ
হাদীস নং:৫১২
২. মুর্দার কাফন প্রসঙ্গ
রেওয়ায়ত ৭ আব্দুর রহমান* ইবনে আমর ইবনে আস (রাহঃ) হইতে বর্ণিত— তিনি বলেনঃ মুর্দাকে কোর্তা এবং ইযার পরিধান করান হইবে। অতঃপর তৃতীয় কাপড় দ্বারা তাহাকে আবৃত করিতে হইবে। আর যদি একটি কাপড় ব্যতীত অন্য কাপড় না থাকে তবে উহাতেই কাফন দেওয়া হইবে।
* আমর ইবনুল আস-এর আব্দুর রহমান নামে কোন সন্তান ছিলেন না। সম্ভবত আব্দুর রহমানের স্থলে আব্দুল্লাহ হইবে। আউজাযুল মাসালিক, ২য় খণ্ড, পৃ. ৪৩৫।
* আমর ইবনুল আস-এর আব্দুর রহমান নামে কোন সন্তান ছিলেন না। সম্ভবত আব্দুর রহমানের স্থলে আব্দুল্লাহ হইবে। আউজাযুল মাসালিক, ২য় খণ্ড, পৃ. ৪৩৫।
بَاب مَا جَاءَ فِي كَفَنِ الْمَيِّتِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ قَالَ الْمَيِّتُ يُقَمَّصُ وَيُؤَزَّرُ وَيُلَفُّ فِي الثَّوْبِ الثَّالِثِ فَإِنْ لَمْ يَكُنْ إِلَّا ثَوْبٌ وَاحِدٌ كُفِّنَ فِيهِ

তাহকীক:
তাহকীক চলমান