আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

كتاب الموطأ للإمام مالك

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৫
৯. মোজা মাসাহ্‌-এর নিয়ম
রেওয়ায়ত ৪৫. হিশাম ইবনে উরওয়াহ (রাহঃ) হইতে বর্ণিত, তিনি তাহার পিতাকে মোজার উপর মাসাহ্‌ করিতে দেখিয়াছেন। তিনি মোজা মাসাহ্‌ করার সময় ইহার অতিরিক্ত কিছু করিতেন না; মোজার উপরের অংশে মাসাহ্‌ করিতেন, তলদেশ মাসাহ্‌ করিতেন না।

মালিক (রাহঃ) ইবনে শিহাব (রাহঃ)-কে প্রশ্ন করিলেনঃ মোজা মাসাহ্‌ কিরূপে সম্পাদন করিতে হয়? ইবনে শিহাব তাহার এক হাত মোজার নীচে দাখিল করিলেন এবং অপর হাত মোজার উপর স্থাপন করিলেন। অতঃপর উভয় হাত মাসাহ্‌-এর জন্য চালিত করিলেন।

মালিক (রাহঃ) বলিয়াছেনঃ মোজা মাসাহ্‌-এর ব্যাপারে আমি যাহা শুনিয়াছি তন্মধ্যে ইবনে শিহাবের মতামত আমার নিকট সর্বাপেক্ষা পছন্দনীয়।
بَاب الْعَمَلِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَنَّهُ رَأَى أَبَاهُ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ قَالَ وَكَانَ لاَ يَزِيدُ إِذَا مَسَحَ عَلَى الْخُفَّيْنِ عَلَى أَنْ يَمْسَحَ ظُهُورَهُمَا وَلاَ يَمْسَحُ بُطُونَهُمَا .
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ كَيْفَ هُوَ فَأَدْخَلَ ابْنُ شِهَابٍ إِحْدَى يَدَيْهِ تَحْتَ الْخُفِّ وَالأُخْرَى فَوْقَهُ ثُمَّ أَمَرَّهُمَا . قَالَ يَحْيَى قَالَ مَالِكٌ وَقَوْلُ ابْنِ شِهَابٍ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَىَّ فِي ذَلِكَ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান