কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১৭. শুফআ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ২৪৯৪
আন্তর্জাতিক নং: ২৪৯৪
শুফআ অধ্যায়
প্রতিবেশীর শুফ'আর হক
২৪৯৪। উছমান ইবন আবু শায়বা (রাহঃ) ....... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিবেশী তার প্রতিবেশীর শুফ'আর বেশী হকদার। সে অনুপস্থিত থাকলেও তার জন্য অপেক্ষা করতে হবে, যখন তাদের উভয়ের রাস্তা এক হবে।
أبواب الشفعة
بَاب الشُّفْعَةِ بِالْجِوَارِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَنْبَأَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْجَارُ أَحَقُّ بِشُفْعَةِ جَارِهِ يَنْتَظِرُ بِهَا إِنْ كَانَ غَائِبًا إِذَا كَانَ طَرِيقُهُمَا وَاحِدًا " .
তাহকীক:
হাদীস নং: ২৪৯৫
আন্তর্জাতিক নং: ২৪৯৫
শুফআ অধ্যায়
প্রতিবেশীর শুফ'আর হক
২৪৯৫। আবু বকর ইবন আবু শায়বা 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... আবু রাফি' (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ প্রতিবেশী তার নিকটতম হওয়ার কারণে বেশী হকদার।
أبواب الشفعة
بَاب الشُّفْعَةِ بِالْجِوَارِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ২৪৯৬
আন্তর্জাতিক নং: ২৪৯৬
শুফআ অধ্যায়
প্রতিবেশীর শুফ'আর হক
২৪৯৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... সারীদ ইবন সুওয়ায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এমন একটি জমি যার মধ্যে কারো অংশ নেই এবং কোন শরীক ও নেই–কিন্তু প্রতিবেশী আছে। তিনি বললেনঃ প্রতিবেশীই তার নিকটতম হওয়ার কারণে বেশী হকদার।
أبواب الشفعة
بَاب الشُّفْعَةِ بِالْجِوَارِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْضٌ لَيْسَ فِيهَا لأَحَدٍ قِسْمٌ وَلاَ شِرْكٌ إِلاَّ الْجِوَارُ . قَالَ " الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ " .
তাহকীক:
বর্ণনাকারী: