কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১৫. দান-সাদ্‌কা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৩৩
আন্তর্জাতিক নং: ২৪৩৩
মৃতের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা
২৪৩৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... সা'দ ইবন আতওয়াল (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার ভাই ইন্তিকাল করার সময় তিনশত দিরহাম রেখে গেল। আর রেখে গেল কিছু বাল-বাচ্চা। অতঃপর আমি সেগুলো তার বাল-বাচ্চার জন্য খরচ করতে মনস্থ করলাম, তখন নবী (ﷺ) বললেনঃ তোমার ভাই দেনার কারণে আটক রয়েছে। তাই তার পক্ষ থেকে তা পরিশোধ করে দাও। সা'দ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি তার পক্ষ থেকে সব দেনা পরিশোধ করে দিয়েছি, কেবল দুটি দীনার বাকী আছে, যা এক মহিলা দাবী করেছিল, কিন্তু তার কাছে কোন প্রমাণ নেই। তিনি বললেনঃ তাকেও দিয়ে দাও, কারণ সে সত্যবাদিনী।
دَاءِ الدَّيْنِ عَنْ الْمَيِّتِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ أَبُو جَعْفَرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ سَعْدِ بْنِ الأَطْوَلِ، أَنَّ أَخَاهُ، مَاتَ وَتَرَكَ ثَلاَثَمِائَةِ دِرْهَمٍ وَتَرَكَ عِيَالاً فَأَرَدْتُ أَنْ أُنْفِقَهَا عَلَى عِيَالِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ أَخَاكَ مُحْتَبَسٌ بِدَيْنِهِ فَاقْضِ عَنْهُ ‏"‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَدَّيْتُ عَنْهُ إِلاَّ دِينَارَيْنِ ادَّعَتْهُمَا امْرَأَةٌ وَلَيْسَ لَهَا بَيِّنَةٌ ‏.‏ قَالَ ‏"‏ فَأَعْطِهَا فَإِنَّهَا مُحِقَّةٌ ‏"‏ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৩৪
আন্তর্জাতিক নং: ২৪৩৪
মৃতের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা
২৪৩৪। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার পিতা ইন্তিকাল করার সময় এক ইয়াহূদী ব্যক্তি তার কাছে ত্রিশ ওয়াসাক পাওনা ছিল। জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) তার কাছে সময় চাইলেন, কিন্তু সে তাকে সময় দিতে অস্বীকার করলো। তখন জাবির রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে (বিষয়টি) বললেন, যাতে তিনি তার জন্য ইয়াহূদীর কাছে সুপারিশ করেন। রাসূলুল্লাহ (ﷺ) ইয়াহূদীর কাছে এসে তার সাথে আলাপ করলেন যে, সে যেন তার করযের বিনিময়ে জাবিরের বাগানের খেজুর নিয়ে নেয়। ইয়াহূদী তা অস্বীকার করল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে সময় দেয়ার কথা বললেন। কিন্তু সে তাকে সময় দিতেও অস্বীকার করলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বাগানে প্রবেশ করে তার মধ্যে হাটলেন। তারপর জাবিরকে বললেনঃ খেজুর কেটে তার পাওনা তাকে সম্পূর্ণ দিয়ে দাও। রাসূলুল্লাহ (ﷺ) ফিরে আসার পর জাবির তা কাটলেন। দেখা গেল তা ত্রিশ ওয়াসাক হয়ে, আরো ১২ ওয়াসাক উদ্ধৃত রয়েছে। তখন জাবির রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এলেন, যা হয়েছে তার সংবাদ তাঁকে দেয়ার জন্য। কিন্তু তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে পেলেন না। অতঃপর রাসূলুল্লাহ ফিরে এলে জাবির তাঁর কাছে এসে জানালো যে, সে ইয়াহূদীর সম্পূর্ণ দেনা পরিশোধ করে দিয়েছে এবং যা উদ্বৃত্ত ছিল তার কথাও তাঁকে জানাল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ উমার ইবন খাত্তাবকে এ খবরটি দাও। জাবির উমারের কাছে গিয়ে খবরটি জানালে উমার তাকে বললেনঃ আমি জানতাম, রাসূলুল্লাহ (ﷺ) যখন তার মধ্যে হেটেছেন, তখন আল্লাহ তা'আলা অবশ্যই তাতে বরকত দিবেন।
دَاءِ الدَّيْنِ عَنْ الْمَيِّتِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَاهُ، تُوُفِّيَ وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنَ الْيَهُودِ فَاسْتَنْظَرَهُ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ فَأَبَى أَنْ يُنْظِرَهُ فَكَلَّمَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيَشْفَعَ لَهُ إِلَيْهِ فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَكَلَّمَ الْيَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ عَلَيْهِ فَأَبَى عَلَيْهِ فَكَلَّمَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَبَى أَنْ يُنْظِرَهُ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّخْلَ فَمَشَى فِيهَا ثُمَّ قَالَ لِجَابِرٍ ‏"‏ جُدَّ لَهُ فَأَوْفِهِ الَّذِي لَهُ ‏"‏ ‏.‏ فَجَدَّ لَهُ بَعْدَ مَا رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَسْقًا وَفَضَلَ لَهُ اثْنَا عَشَرَ وَسْقًا فَجَاءَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيُخْبِرَهُ بِالَّذِي كَانَ فَوَجَدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَائِبًا فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهُ فَأَخْبَرَهُ أَنَّهُ قَدْ أَوْفَاهُ وَأَخْبَرَهُ بِالْفَضْلِ الَّذِي فَضَلَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَخْبِرْ بِذَلِكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏"‏ ‏.‏ فَذَهَبَ جَابِرٌ إِلَى عُمَرَ فَأَخْبَرَهُ فَقَالَ لَهُ عُمَرُ لَقَدْ عَلِمْتُ حِينَ مَشَى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُبَارِكَنَّ اللَّهُ فِيهَا ‏.‏