কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১৫. দান-সাদ্‌কা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৩০
আন্তর্জাতিক নং: ২৪৩০
দান-সাদ্‌কা সম্পর্কিত
করয দেওয়া
২৪৩০। মুহাম্মাদ ইবন খালাফ 'আসকালানী (রাহঃ) …. কায়স ইবন রূমী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সুলায়মান ইবন আযনান আলকামা (রাহঃ) কে এক হাজার দিরহাম ফরয দিল তার ভাতা প্রাপ্তি পর্যন্ত। যখন তার ভাতা পেল তখন সুলায়মান তাকে সে করযের তাগাদা দিল এবং তার ওপর ভীষণ কড়াকড়ি করলো। তখন তিনি তা পরিশোধ করে দিলেন। আলকামা এতে বেশ রাগান্বিত হয়ে কয়েক মাস দূরে সরে থাকলেন। তারপর তিনি সুলায়মানের নিকট এসে বললেনঃ আমাকে এক হাজার দিরহাম আমার ভাতা প্রাপ্তি পর্যন্ত করয দিন। সুলায়মান বললেনঃ হ্যাঁ, খুব ভাল খুশীর কথা। হে উম্মে উতবা। তোমার কাছে মোহর করা যে থলেটি আছে, তা নিয়ে এস। সে তা নিয়ে এলো। সুলায়মান বললেনঃ আল্লাহর কসম! দেখুন এগুলি আপনার সেই দিরহাম, যা আপনি আমাকে পরিশোধ করেছিলেন। আমি তা থেকে একটি দিরহামও স্বর্শ করিনি। আলকামা বললেনঃ আল্লাহর জন্য আপনার পিতা উৎসর্গীত হোক! তবে কোন্ জিনিস আপনাকে আমার সাথে এরূপ আচরণ করতে উদ্বুদ্ধ করেছিল? তিনি বললেনঃ আমি আপনার কাছ থেকে যে হাদীস শুনেছি তাই। আলকামা বললেনঃ তুমি আমার কাছ থেকে কি শুনেছ? তিনি বললেনঃ আমি আপনাকে ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, নবী (ﷺ) বলেছেনঃ যে মুসলমান অপর কোন মুসলমানকে দুইবার করয দেয়া, সে সেই পরিমাণ মাল একবার সদকা করে দেয়ার ছওয়াব পায়। আলকামা বললেনঃ ইবন মাসউদ (রাযিঃ) আমার কাছে এরূপই বর্ণনা করেছেন।
أبواب الصدقات
بَاب الْقَرْضِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ يُسَيْرٍ، عَنْ قَيْسِ بْنِ رُومِيٍّ، قَالَ كَانَ سُلَيْمَانُ بْنُ أُذُنَانٍ يُقْرِضُ عَلْقَمَةَ أَلْفَ دِرْهَمٍ إِلَى عَطَائِهِ فَلَمَّا خَرَجَ عَطَاؤُهُ تَقَاضَاهَا مِنْهُ وَاشْتَدَّ عَلَيْهِ فَقَضَاهُ فَكَأَنَّ عَلْقَمَةَ غَضِبَ فَمَكَثَ أَشْهُرًا ثُمَّ أَتَاهُ فَقَالَ أَقْرِضْنِي أَلْفَ دِرْهَمٍ إِلَى عَطَائِي قَالَ نَعَمْ وَكَرَامَةً يَا أُمَّ عُتْبَةَ هَلُمِّي تِلْكَ الْخَرِيطَةَ الْمَخْتُومَةَ الَّتِي عِنْدَكِ ‏.‏ فَجَاءَتْ بِهَا فَقَالَ أَمَا وَاللَّهِ إِنَّهَا لَدَرَاهِمُكَ الَّتِي قَضَيْتَنِي مَا حَرَّكْتُ مِنْهَا دِرْهَمًا وَاحِدًا ‏.‏ قَالَ فَلِلَّهِ أَبُوكَ مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ بِي ‏.‏ قَالَ مَا سَمِعْتُ مِنْكَ ‏.‏ قَالَ مَا سَمِعْتَ مِنِّي قَالَ سَمِعْتُكَ تَذْكُرُ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا مِنْ مُسْلِمٍ يُقْرِضُ مُسْلِمًا قَرْضًا مَرَّتَيْنِ إِلاَّ كَانَ كَصَدَقَتِهَا مَرَّةً ‏"‏ ‏.‏ قَالَ كَذَلِكَ أَنْبَأَنِي ابْنُ مَسْعُودٍ ‏.‏
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ২৪৩১
আন্তর্জাতিক নং: ২৪৩১
দান-সাদ্‌কা সম্পর্কিত
করয দেওয়া
২৪৩১। উবায়দুল্লাহ ইবন 'আব্দুল করীম (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে । তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মি'রাজের রাতে আমি জান্নাতের একটি দরজার ওপর লেখা দেখলাম, সদকায় দশগুণ ছওয়াব এবং করযে আঠারোগুণ। আমি বললামঃ হে জিবরাঈল! করয সদকার চেয়ে উত্তম কেন? তিনি বললেনঃ কারণ ভিক্ষুক তার কাছে (সম্পদ) থাকতেও চায়। আর করযদার প্রয়োজন ছাড়া করয চায় না।
أبواب الصدقات
بَاب الْقَرْضِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى بَابِ الْجَنَّةِ مَكْتُوبًا الصَّدَقَةُ بِعَشْرِ أَمْثَالِهَا وَالْقَرْضُ بِثَمَانِيَةَ عَشَرَ ‏.‏ فَقُلْتُ يَا جِبْرِيلُ مَا بَالُ الْقَرْضِ أَفْضَلُ مِنَ الصَّدَقَةِ ‏.‏ قَالَ لأَنَّ السَّائِلَ يَسْأَلُ وَعِنْدَهُ وَالْمُسْتَقْرِضُ لاَ يَسْتَقْرِضُ إِلاَّ مِنْ حَاجَةٍ ‏"‏ ‏.‏
হাদীস নং: ২৪৩২
আন্তর্জাতিক নং: ২৪৩২
দান-সাদ্‌কা সম্পর্কিত
করয দেওয়া
২৪৩২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ….. ইয়াহইয়া ইবন আবু ইসহাক হুনাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম, আমাদের মধ্যে কেউ তার ভাইকে মাল করয দেয়, অতঃপর সে (করযদার) তাকে হাদিয়া দেয়। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন জিনিস করয দেয়, অতঃপর তাকে কিছু হাদিয়া দেয় বা সওয়ারীতে আরোহন করায়, তখন সে যেন তাতে আরোহণ না করে এবং সে হাদিয়া কবুল না করে। তবে তাদের মধ্যে এর পূর্ব থেকে যদি এরূপ (হাদিয়ার) প্রচলন থাকে (তাহলে কোন দোষ নেই)।
أبواب الصدقات
بَاب الْقَرْضِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي عُتْبَةُ بْنُ حُمَيْدٍ الضَّبِّيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ الْهُنَائِيِّ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الرَّجُلُ مِنَّا يُقْرِضُ أَخَاهُ الْمَالَ فَيُهْدِي لَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَى لَهُ أَوْ حَمَلَهُ عَلَى الدَّابَّةِ فَلاَ يَرْكَبْهَا وَلاَ يَقْبَلْهُ إِلاَّ أَنْ يَكُونَ جَرَى بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَلِكَ ‏"‏ ‏.‏