কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৫৬২
আন্তর্জাতিক নং: ৩৫৬২
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
পশমী পোশাক পরিধান করা
৩৫৬২। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আবু বুরদাহ (রাযিঃ)-এর পিতা থেকে বর্ণিত, তিনি আমাকে বললেনঃ হে প্রিয় বৎস! রাসূলুল্লাহ (ﷺ) -এর আমানায় যখন বৃষ্টি হতো, তখন যদি তুমি আমাদের দেখতে, তাহলে ভাবতে আমাদের শরীরের গন্ধগুলি দুম্বার গন্ধের মত।
كتاب اللباس
بَاب لُبْسِ الصُّوفِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ لِي يَا بُنَىَّ لَوْ شَهِدْتَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أَصَابَتْنَا السَّمَاءُ لَحَسِبْتَ أَنَّ رِيحَنَا رِيحُ الضَّأْنِ ‏.‏
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৫৬৩
আন্তর্জাতিক নং: ৩৫৬৩
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
পশমী পোশাক পরিধান করা
৩৫৬৩। মুহাম্মাদ ইব্‌ন উসমান ইব্‌ন কারামাহ (রাহঃ)...... উবাদাহ ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বেরিয়ে এলেন তখন তার গায়ে ছিল পশমের তৈরী সংকীর্ণ আস্তীন বিশিষ্ট রোমী জুববা। সেটা পরে তিনি আমাদের সালাত আদায় করলেন। সেটা ছাড়া আর কিন্তু তাঁর গায়ে ছিলে না।
كتاب اللباس
بَاب لُبْسِ الصُّوفِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَحْوَصُ بْنُ حَكِيمٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ يَوْمٍ وَعَلَيْهِ جُبَّةٌ رُومِيَّةٌ مِنْ صُوفٍ ضَيِّقَةُ الْكُمَّيْنِ فَصَلَّى بِنَا فِيهَا لَيْسَ عَلَيْهِ شَىْءٌ غَيْرُهَا ‏.‏
হাদীস নং: ৩৫৬৪
আন্তর্জাতিক নং: ৩৫৬৪
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
পশমী পোশাক পরিধান করা
৩৫৬৪। আব্বাস ইব্‌ন ওয়ালীদ দিমাশকী ও আহমাদ ইবন আযহার (রাহঃ)...... সালমান ফারসী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) অযূ করলেন, তিনি জুব্বা পরা ছিলেন তা উল্টিয়ে তা দিয়ে মুখ মুছলেন।
كتاب اللباس
بَاب لُبْسِ الصُّوفِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، وَأَحْمَدُ بْنُ الأَزْهَرِ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ السِّمْطِ، حَدَّثَنِي الْوَضِينُ بْنُ عَطَاءٍ، عَنْ مَحْفُوظِ بْنِ عَلْقَمَةَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَقَلَبَ جُبَّةَ صُوفٍ كَانَتْ عَلَيْهِ فَمَسَحَ بِهَا وَجْهَهُ ‏.‏
হাদীস নং: ৩৫৬৫
আন্তর্জাতিক নং: ৩৫৬৫
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
পশমী পোশাক পরিধান করা
৩৫৬৫। সুওয়াইদ ইব্‌ন সাঈদ (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বকরীর কানে দাগ লাগাতে দেখেছি এবং তাকে একটি চাদর লুঙ্গীর ন্যায় পরিধান রত দেখেছি।
كتاب اللباس
بَاب لُبْسِ الصُّوفِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ الْفَضْلِ، عَنْ شُعْبَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَسِمُ غَنَمًا فِي آذَانِهَا وَرَأَيْتُهُ مُتَّزِرًا بِكِسَاءٍ ‏.‏