কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৫৫৯
আন্তর্জাতিক নং: ৩৫৫৯
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
যে সব পোশাক পরা নিষেধ
৩৫৫৯। আবু বাকর (রাহঃ)......আবু সাঈদ খুূদরী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) দুধরনের পোশাক পরতে নিষেধ করেছেন। একটি হলো এক বস্তু এমনভাবে শরীরে পেচানো যে, সতর খুলে যায়, দ্বিতীয়টি হলো শরীরে এমনভাবে কাপড় পেচানো যে কোন অঙ্গ স্বাভাবিকভাবে সঞ্চালন করা যায় না।
كتاب اللباس
بَاب مَا نُهِيَ عَنْهُ مِنْ اللِّبَاسِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ لِبْسَتَيْنِ فَأَمَّا اللِّبْسَتَانِ فَاشْتِمَالُ الصَّمَّاءِ وَالاِحْتِبَاءُ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৫৬০
আন্তর্জাতিক নং: ৩৫৬০
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
যে সব পোশাক পরা নিষেধ
৩৫৬০। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) দু'ধরনের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। প্রতমতঃ এমনভাবে শরীরে লেপ্টে থাকা যে স্বাভাবিক অঙ্গ সঞ্চালন সম্ভব হয় না। দ্বিতীয়তঃ এমনভাবে পরা যে, লজ্জাস্থান প্রকাশ পায়।
كتاب اللباس
بَاب مَا نُهِيَ عَنْهُ مِنْ اللِّبَاسِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، . أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ لِبْسَتَيْنِ عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَعَنِ الاِحْتِبَاءِ فِي الثَّوْبِ الْوَاحِدِ يُفْضِي بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ .
তাহকীক:
হাদীস নং: ৩৫৬১
আন্তর্জাতিক নং: ৩৫৬১
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
যে সব পোশাক পরা নিষেধ
৪৫৬১। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাযিঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দু'ধরনের পোশাক পরতে নিষেধ করেছেন। প্রথমতঃ اشْتِمَالِ الصَّمَّاءِ অর্থাৎ শরীরের সাথে কাপড় এমন ভাবে লেপ্টে পরা, যাতে শরীরের ভাজ দেখা যায়। দ্বিতীয়তঃ احْتِبَاءِ অর্থাৎ এমনভাবে পড়া যাতে সতর খোলা থাকে।
كتاب اللباس
بَاب مَا نُهِيَ عَنْهُ مِنْ اللِّبَاسِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ لِبْسَتَيْنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَالاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَأَنْتَ مُفْضٍ فَرْجَكَ إِلَى السَّمَاءِ .
তাহকীক: