কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

২২. জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮০৫
আন্তর্জাতিক নং: ২৮০৫
জিহাদের বিধানাবলী অধ্যায়
অস্ত্রশস্ত্র প্রসঙ্গে
২৮০৫। হিশাম ইবন আম্মার ও সুওয়াইদ ইবন সা'ঈদ (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন এমতাবস্থায় যে, মাথায় ছিল শিরস্ত্রান।
كتاب الجهاد
بَاب السِّلَاحِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ ‏.‏
হাদীস নং: ২৮০৬
আন্তর্জাতিক নং: ২৮০৬
জিহাদের বিধানাবলী অধ্যায়
অস্ত্রশস্ত্র প্রসঙ্গে
২৮০৬। হিশাম ইবন সাওওয়ার (রাহঃ).....সায়েব ইবন ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) উহুদের দিন দু'ইটি লৌহ বর্ম পরিধান করেন একটি অপরটির উপরে।
كتاب الجهاد
بَاب السِّلَاحِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى ‏.‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَخَذَ دِرْعَيْنِ كَأَنَّهُ ظَاهَرَ بَيْنَهُمَا ‏.‏
হাদীস নং: ২৮০৭
আন্তর্জাতিক নং: ২৮০৭
জিহাদের বিধানাবলী অধ্যায়
অস্ত্রশস্ত্র প্রসঙ্গে
২৮০৭। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ)....সুলায়মান ইবন হাবীব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা আবু উমামা (রাযিঃ)-র কাছে গেলাম। তিনি আমাদের তরবারীতে রূপার অলঙ্কার দেখতে পেয়ে রাগান্বিত হলেন এবং বললেনঃ (তোমাদের পূর্ববর্তী) লোকেরা বহু বিজয় অর্জন করেছিল। তাদের তরবারীর অলঙ্কার সোনারও ছিল না, রূপারও ছিলনা বরং ছিল শিশা, লোহা এবং উটের রগ ।
আবুল হাসান কাততান (রাহঃ) বলেনঃ হাদীছে উল্লেখিত শব্দ علابى-এর অর্থ হল রগ।
كتاب الجهاد
بَاب السِّلَاحِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ، قَالَ دَخَلْنَا عَلَى أَبِي أُمَامَةَ فَرَأَى فِي سُيُوفِنَا شَيْئًا مِنْ حِلْيَةِ فِضَّةٍ فَغَضِبَ وَقَالَ لَقَدْ فَتَحَ الْفُتُوحَ قَوْمٌ مَا كَانَ حِلْيَةُ سُيُوفِهِمْ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَلَكِنِ الآنُكُ وَالْحَدِيدُ وَالْعَلاَبِيُّ ‏.‏ قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ الْعَلاَبِيُّ الْعَصَبُ ‏.‏
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ২৮০৮
আন্তর্জাতিক নং: ২৮০৮
জিহাদের বিধানাবলী অধ্যায়
অস্ত্রশস্ত্র প্রসঙ্গে
২৮০৮। আবু কুরায়ব (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর 'যুল ফাকার' নামক তরবারি খানি বদরের দিন গনিমত স্বরূপ গ্রহণ করেন।
كتاب الجهاد
بَاب السِّلَاحِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ الصَّلْتِ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَنَفَّلَ سَيْفَهُ ذَا الْفِقَارِ يَوْمَ بَدْرٍ ‏.‏
হাদীস নং: ২৮০৯
আন্তর্জাতিক নং: ২৮০৯
জিহাদের বিধানাবলী অধ্যায়
অস্ত্রশস্ত্র প্রসঙ্গে
২৮০৯। মুহাম্মাদ ইবন ইসমা'ঈল ইবন সামুরা (রাহঃ)....'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুগীরা ইবন শু'বা (রাযিঃ) যখন নবী (ﷺ) এর সাথে জিহাদ করতেন তখন সঙ্গে একটি বর্শা নিয়ে নিতেন। যখন (জিহাদ থেকে) ফিরে আসতেন তখন তার বর্শাটি ছুড়ে ফেলে দিতেন যেন সেটা কুড়েিয় এনে তাকে দেয়া হয়। আলী (রাযিঃ) তাকে বললেনঃ আমি অবশ্যই এটা রাসূলূল্লাহ (ﷺ) -এর কাছে বলব। (এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) একথা শুনে) বললেনঃ এ রকম করোনা। কেননা তুমি যদি এরকম কর তাহলে কেউ আর কোন পড়ে থাকা জিনিস তুলে নেবেনা।
كتاب الجهاد
بَاب السِّلَاحِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَمُرَةَ، أَنْبَأَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ كَانَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ إِذَا غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَمَلَ مَعَهُ رُمْحًا فَإِذَا رَجَعَ طَرَحَ رُمْحَهُ حَتَّى يُحْمَلَ لَهُ ‏.‏ فَقَالَ لَهُ عَلِيٌّ لأَذْكُرَنَّ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ ‏ "‏ لاَ تَفْعَلْ فَإِنَّكَ إِنْ فَعَلْتَ لَمْ تُرْفَعْ ضَالَّةٌ ‏"‏ ‏.‏
হাদীস নং: ২৮১০
আন্তর্জাতিক নং: ২৮১০
জিহাদের বিধানাবলী অধ্যায়
অস্ত্রশস্ত্র প্রসঙ্গে
২৮১০। মুহাম্মাদ ইবন ইসমা'ঈল ইবন সামুরা (রাহঃ)....'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ্ (ﷺ) -এর হাতে একটি আরবী ধনুক ছিল। অতঃপর তিনি এক লোকের হাতে একটি ফারসী ধনুক দেখে বললেনঃ এটা কি? ফেলে দাও এটা। তোমরা এরকমটি এবং এর মত জিনিস রাখবে আর রাখবে বর্শা। কেননা এ দুটি জিনিস দিয়েই আল্লাহ্ তোমাদের দ্বীনের ক্ষেত্রে তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন এবং তোমাদেরকে বিভিন্ন দেশের শাসক বানাবেন।
كتاب الجهاد
بَاب السِّلَاحِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَمُرَةَ، أَنْبَأَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ أَشْعَثَ بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، عَنْ أَبِي رَاشِدٍ، عَنْ عَلِيٍّ، قَالَ كَانَتْ بِيَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَوْسٌ عَرَبِيَّةٌ فَرَأَى رَجُلاً بِيَدِهِ قَوْسٌ فَارِسِيَّةٌ فَقَالَ ‏ "‏ مَا هَذِهِ أَلْقِهَا وَعَلَيْكُمْ بِهَذِهِ وَأَشْبَاهِهَا وَرِمَاحِ الْقَنَا فَإِنَّهُمَا يَزِيدُ اللَّهُ بِهِمَا فِي الدِّينِ وَيُمَكِّنُ لَكُمْ فِي الْبِلاَدِ ‏"‏ ‏.‏