কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২২. জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮০৩
আন্তর্জাতিক নং: ২৮০৩
যার সম্পর্কে শহীদের মর্যাদা লাভের আশা করা যায়
২৮০৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....জাবির ইবন 'আতীক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন নবী (ﷺ) তাকে শুশ্রূষা করতে আসেন। জাবির (রাযিঃ)-এর পরিবারের একজন বলে উঠলঃ আমরা আশা করতাম যে, তার মৃত্যু হবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আমার উম্মাতের শহীদ তাহলে খুব কম হয়ে যাবে। আল্লাহর রাস্তায় নিহত হওয়া শহিদী কাজ। মহামারিতে নিহত ব্যক্তি শহীদ, যে মহিলা গর্ভাবস্থায় মারা যাবে সে শহীদ, পানিতে ডুবে, আগুনে পুড়ে এবং নিউমোনিয়া রোগে মৃত ব্যক্তি শহীদ।
بَاب مَا يُرْجَى فِيهِ الشَّهَادَةُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي الْعُمَيْسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ فَقَالَ قَائِلٌ مِنْ أَهْلِهِ إِنْ كُنَّا لَنَرْجُو أَنْ تَكُونَ وَفَاتُهُ قَتْلَ شَهَادَةٍ فِي سَبِيلِ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ شَهَادَةٌ وَالْمَطْعُونُ شَهَادَةٌ وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهَادَةٌ - يَعْنِي الْحَامِلَ - وَالْغَرِقُ وَالْحَرِقُ وَالْمَجْنُوبُ - يَعْنِي ذَاتَ الْجَنْبِ - شَهَادَةٌ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:২৮০৪
আন্তর্জাতিক নং: ২৮০৪
যার সম্পর্কে শহীদের মর্যাদা লাভের আশা করা যায়
২৮০৪। মুহাম্মাদ ইবন আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের মধ্যে কারা শহীদ বলে তোমরা মনে কর? সাহাবায়ে কিরাম বলেনঃ আল্লাহর রাস্তায় যারা নিহত হয় (তারাই শহীদ)। তিনি বললেনঃ আমার উম্মাতের শহীদ তাহলে কম হয়ে যাবে। যে আল্লাহর রাস্তায় নিহত হয়, সে শহীদ, যে আল্লাহর রাস্তায় মারা যায়। সে শহীদ, পেটের পীড়ায় যে মারা যায় সে শহীদ এবং মহামারীতে যে মারা যায় সেও শহীদ।
রাবী সুহায়ল (রাহঃ) বলেনঃ উবায়দুল্লাহ্ ইবন মিকসাম (রাহঃ) আবু সালিহ (রাযিঃ) থেকে আমার কাছে এ হাদীছ রিওয়ায়াত করেছেন। তিনি তার রিওয়ায়াতে আর একটি কথা বাড়িয়ে চলেছেন যে, পানিতে ডুবে মারা গেলে সেও শহীদ।
রাবী সুহায়ল (রাহঃ) বলেনঃ উবায়দুল্লাহ্ ইবন মিকসাম (রাহঃ) আবু সালিহ (রাযিঃ) থেকে আমার কাছে এ হাদীছ রিওয়ায়াত করেছেন। তিনি তার রিওয়ায়াতে আর একটি কথা বাড়িয়ে চলেছেন যে, পানিতে ডুবে মারা গেলে সেও শহীদ।
بَاب مَا يُرْجَى فِيهِ الشَّهَادَةُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَا تَقُولُونَ فِي الشَّهِيدِ فِيكُمْ " . قَالُوا الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ . قَالَ " إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَالْمَبْطُونُ شَهِيدٌ وَالْمَطْعُونُ شَهِيدٌ " .
قَالَ سُهَيْلٌ وَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ، عَنْ أَبِي صَالِحٍ، وَزَادَ، فِيهِ " وَالْغَرِقُ شَهِيدٌ " .
قَالَ سُهَيْلٌ وَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ، عَنْ أَبِي صَالِحٍ، وَزَادَ، فِيهِ " وَالْغَرِقُ شَهِيدٌ " .

তাহকীক:
তাহকীক চলমান