কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৫৭
আন্তর্জাতিক নং: ২২৫৭
বাকী বিক্রিতে সূদ হওয়া সম্পর্কে
২২৫৭। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু সাঈদ খুদরী (রাযিঃ) কে বলতে শুনেছি, দিরহামের বিনিময়ে দিরহাম, দীনারের বিনিময়ে দীনার হতে হবে। তখন আমি বললামঃ আমি ইবন আব্বাস (রাযিঃ) কে অন্য রকম বলতে শুনেছি। আবু সাঈদ (রাযিঃ) বলেনঃ অতঃপর আমি ইবন আব্বাস (রাযিঃ)-এর সাথে সাক্ষাৎ করে বললাম, মুদ্রা বিক্রি সম্পর্কে আপনি যা বলেন, সে সম্পর্কে আমাকে অবহিত করুন যে, আপনিকি তা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, না কিতাবুল্লা হতে পেয়েছেন? তিনি বলেনঃ আমি তা কিতাবুল্লা হতেও পাইনি, এবং রাসূলুল্লাহ (ﷺ) থেকেও শুনিনি। বরং উসামা ইবন যায়দ (রাযিঃ) আমাকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সূদ কেবল বাকী বিক্রির মধ্যেই হয়।[১]

[১] উলামায়ে কিরামের মতে পূর্বের হাদীস দ্বারা এ হাদীসটি রহিত (মানসুখ) হয়ে গেছে। আর আবু সাঈদ খুদরীর হাদীসের পরিপ্রেক্ষিতে ইবন আব্বাস (রাযিঃ) ও তাঁর মত পরিত্যাগ করেন।
بَاب مَنْ قَالَ لَا رِبَا إِلَّا فِي النَّسِيئَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ الدِّرْهَمُ بِالدِّرْهَمِ وَالدِّينَارُ بِالدِّينَارِ ‏.‏ فَقُلْتُ إِنِّي سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ غَيْرَ ذَلِكَ ‏.‏ قَالَ أَمَا إِنِّي لَقِيتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ أَخْبِرْنِي عَنْ هَذَا الَّذِي تَقُولُ فِي الصَّرْفِ أَشَىْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمْ شَىْءٌ وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ ‏.‏ فَقَالَ مَا وَجَدْتُهُ فِي كِتَابِ اللَّهِ وَلاَ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ وَلَكِنْ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّمَا الرِّبَا فِي النَّسِيئَةِ ‏"‏ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৫৮
আন্তর্জাতিক নং: ২২৫৮
বাকী বিক্রিতে সূদ হওয়া সম্পর্কে
২৫৮। আহমাদ ইবন 'আব্দাহ (রাহঃ) .... আবুল জাওযা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইবন আব্বাস (রাযিঃ) থেকে শুনেছি, তিনি মুদ্রা ক্রয়-বিক্রয়ের নির্দেশ দিয়েছেন এবং তাঁর থেকে এ হাদীস বর্ণনা করা হয়েছে। অতঃপর আমার কাছে সংবাদ এলো যে, তিনি এ মত পরিত্যাগ করেছেন। তখন আমি মক্কায় তার সাথে সাক্ষাৎ করে বললামঃ আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, আপনি মত পরিবর্তন করেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, ওটা ছিল আমার পক্ষ থেকে– আমার অভিমত। আর এটা আবু সাঈদ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি মুদ্রা বেচা-কেনা করতে নিষেধ করেছেন।
بَاب مَنْ قَالَ لَا رِبَا إِلَّا فِي النَّسِيئَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَلِيٍّ الرِّبْعِيِّ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، قَالَ سَمِعْتُهُ يَأْمُرُ، بِالصَّرْفِ - يَعْنِي ابْنَ عَبَّاسٍ - وَيُحَدَّثُ ذَلِكَ عَنْهُ ثُمَّ بَلَغَنِي أَنَّهُ رَجَعَ عَنْ ذَلِكَ فَلَقِيتُهُ بِمَكَّةَ فَقُلْتُ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ رَجَعْتَ ‏.‏ قَالَ نَعَمْ إِنَّمَا كَانَ ذَلِكَ رَأْيًا مِنِّي وَهَذَا أَبُو سَعِيدٍ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ نَهَى عَنِ الصَّرْفِ ‏.‏