কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১০. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৬৩
আন্তর্জাতিক নং: ২০৬৩
যিহার প্রসঙ্গে।
২০৬৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... উরওয়া ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আয়েশা (রাযিঃ) বললেনঃ পবিত্র ঐ সত্তা, যার শ্রবণ সবকিছুকে আয়ত্ত করে রেখেছে। আমি খাওলা বিনত ছালাবা-এর কিছু বক্তব্য শুনছিলাম, আর কিছু অংশ আমার থেকে গোপন যাচ্ছিল, যখন সে রাসূলাল্লাহ (ﷺ) -এর কাছে তার স্বামীর ব্যাপারে অভিযোগ পেশ করছিল। সে বলছিলঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! স্বামী আমার যৌবনকে গ্রাস করেছে, আর আমি আমার উদর থেকে অনেক সন্তান উপহার দিয়েছি। এখন আমি যখন বার্ধক্যে উপনীত হয়েছি এবং সন্তান দানে অক্ষম হয়েছি, তখন স্বামী আমার সাথে যিহার করে বসেছে। হে আল্লাহ! আমি তোমার দরবারে নালিশ পেশ করছি। এরপর বেশী সময় অতিবাহিত হয়নি; এমনকি জিবরাঈল (আ) এই আয়াতগুলো নিয়ে নাযিল হলেনঃقَدْ سَمِعَ اللهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللهِ
"হে রাসূল আল্লাহ তো শুনেছেন সে নারীর কথা, যে তার স্বামীর বিষয়ে আপনার সঙ্গে বাদানুবাদ করছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করছে।" (৫৮ঃ১)।
"হে রাসূল আল্লাহ তো শুনেছেন সে নারীর কথা, যে তার স্বামীর বিষয়ে আপনার সঙ্গে বাদানুবাদ করছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করছে।" (৫৮ঃ১)।
بَاب الظِّهَارِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ حَدَّثَنَا أَبِي عَنْ الْأَعْمَشِ عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ قَالَتْ عَائِشَةُ تَبَارَكَ الَّذِي وَسِعَ سَمْعُهُ كُلَّ شَيْءٍ إِنِّي لَأَسْمَعُ كَلَامَ خَوْلَةَ بِنْتِ ثَعْلَبَةَ وَيَخْفَى عَلَيَّ بَعْضُهُ وَهِيَ تَشْتَكِي زَوْجَهَا إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَهِيَ تَقُولُ يَا رَسُولَ اللهِ أَكَلَ شَبَابِي وَنَثَرْتُ لَهُ بَطْنِي حَتَّى إِذَا كَبِرَتْ سِنِّي وَانْقَطَعَ وَلَدِي ظَاهَرَ مِنِّي اللّٰهُمَّ إِنِّي أَشْكُو إِلَيْكَ فَمَا بَرِحَتْ حَتَّى نَزَلَ جِبْرَائِيلُ بِهَؤُلَاءِ الْآيَاتِ (قَدْ سَمِعَ اللهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللهِ)

তাহকীক:
তাহকীক চলমান