কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৫৪
আন্তর্জাতিক নং: ১৫৫৪
লাহাদ কবর মুস্তাহাব হওয়া প্রসঙ্গে
১৫৫৪। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) .... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমাদের জন্য লাহাদ এবং অন্যদের জন্য শাক্ক কবর।
بَاب مَا جَاءَ فِي اسْتِحْبَاب اللَّحْدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا حَكَّامُ بْنُ سَلْمٍ الرَّازِيُّ قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ عَبْدِ الْأَعْلَى يَذْكُرُ عَنْ أَبِيهِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لِغَيْرِنَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৫৫
আন্তর্জাতিক নং: ১৫৫৫
লাহাদ কবর মুস্তাহাব হওয়া প্রসঙ্গে
১৫৫৫। ইসমায়ীল ইবন মুসা সুদ্দী (রাহঃ) ...... জারীর ইবন আব্দুল্লাহ বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমাদের জন্য লাহাদ এবং অন্যদের জন্য শাঙ্ক কবর।
بَاب مَا جَاءَ فِي اسْتِحْبَاب اللَّحْدِ
حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِي الْيَقْظَانِ عَنْ زَاذَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ الْبَجَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لِغَيْرِنَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৫৬
আন্তর্জাতিক নং: ১৫৫৬
লাহাদ কবর মুস্তাহাব হওয়া প্রসঙ্গে
১৫৫৬। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ) .... সা'ফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার জন্য তোমরা লাহাদ কবর তৈরী করবে এবং নিদর্শন স্বরূপ সেখানে ইঁট পুঁতে দিবে। যেমন রাসূলুল্লাহ (ﷺ) -এর ব্যাপারে করা হয়েছিল।
بَاب مَا جَاءَ فِي اسْتِحْبَاب اللَّحْدِ
- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو عَامِرٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِيُّ عَنْ إِسْمَعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ سَعْدٍ أَنَّهُ قَالَ أَلْحِدُوا لِي لَحْدًا وَانْصِبُوا عَلَى اللَّبِنِ نُصْبًا كَمَا فُعِلَ بِرَسُولِ اللهِ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: