কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৫০
আন্তর্জাতিক নং: ১৫৫০
মৃতকে কবরে রাখা প্রসঙ্গে
১৫৫০। হিশাম ও ইবন আম্মার আব্দুল্লাহ ইবন সায়ীদ (রাহঃ) ….. ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মৃতকে যখন কবরে রাখা হতো তখন নবী (ﷺ) বলতেনঃ “বিস্‌মিল্লাহি ওয়া আ'লা মিল্লাতি রাসূলিল্লাহ।” আবু খালিদ বলেনঃ মৃতকে যখন তার কবরে রাখা হতো, তখন তিনি বলতেনঃ “বিসমিল্লাহি ওয়া আ'রা সুন্নতি রাসূলিল্লাহ।" হিশাম তার হাদীসে বলেন, “বিস্‌মিল্লাহি ওয়া ফী সাবিলিল্লাহি ওয়া আ'লা মিল্লাতি রাসূলিল্লাহ্।"
بَاب مَا جَاءَ فِي إِدْخَالِ الْمَيِّتِ الْقَبْرَ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم ح و حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ حَدَّثَنَا الْحَجَّاجُ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ قَالَ بِسْمِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللهِ وَقَالَ أَبُو خَالِدٍ مَرَّةً إِذَا وُضِعَ الْمَيِّتُ فِي لَحْدِهِ قَالَ بِسْمِ اللهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللهِ وَقَالَ هِشَامٌ فِي حَدِيثِهِ بِسْمِ اللهِ وَفِي سَبِيلِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৫১
আন্তর্জাতিক নং: ১৫৫১
মৃতকে কবরে রাখা প্রসঙ্গে
১৫৫১। আব্দুল মালিক ইবন মুহাম্মাদ রাকাশী (রাহঃ).... আবু রাফি' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সা'দ (রাযিঃ) কে কবরে রাখেন এবং তাঁর কবরে পানি ছিটিয়ে দেন।
بَاب مَا جَاءَ فِي إِدْخَالِ الْمَيِّتِ الْقَبْرَ
- حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الرَّقَاشِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْخَطَّابِ حَدَّثَنَا مَنْدَلُ بْنُ عَلِيٍّ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي رَافِعٍ قَالَ سَلَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سَعْدًا وَرَشَّ عَلَى قَبْرِهِ مَاءً
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৫২
আন্তর্জাতিক নং: ১৫৫২
মৃতকে কবরে রাখা প্রসঙ্গে
১৫৫২। হারুন ইবন ইসহাক (রাহঃ).... আবু সায়ীদ (রাযিঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে কিবলার দিক থেকে কবরে রাখা হয় এবং তাঁর চেহারা মুবারক কিবলামুখী রাখা হয়। (এবং তাঁর রওযায় পানি ছিটিয়ে দেওয়া হয়)।
بَاب مَا جَاءَ فِي إِدْخَالِ الْمَيِّتِ الْقَبْرَ
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أُخِذَ مِنْ قِبَلِ الْقِبْلَةِ وَاسْتُقْبِلَ اسْتِقْبَالًا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৫৩
আন্তর্জাতিক নং: ১৫৫৩
মৃতকে কবরে রাখা প্রসঙ্গে
১৫৫৩। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ) .... সায়ীদ ইবন মুসায্যিব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রাযিঃ) এর সঙ্গে এক জানাযায় উপস্থিত ছিলাম। যখন তিনি কবরে লাশ রাখেন তখন বলেনঃ “বিস্‌মিল্লাহি ওয়া ফী সাবিলিল্লাহি ওয়া আ'লা মিল্লাতি রাসূলিল্লাহ।” কবরের উপর মাটি সমান করে দেওয়ার সময় তিনি বলেনঃ

اللّٰهُمَّ أَجِرْهَا مِنْ الشَّيْطَانِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ اللهُمَّ جَافِ الْأَرْضَ عَنْ جَنْبَيْهَا وَصَعِّدْ رُوحَهَا وَلَقِّهَا مِنْكَ رِضْوَانًا
আমি বললামঃ হে ইবন উমর! আপনি কি এ কথা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, না আপনার নিজের থেকে বলেছেন? তিনি বললেনঃ আমি এরূপ বলার সামর্থ্য রাখি, তবে আমি একথা রাসূলুল্লাহ থেকে শুনেছি।
بَاب مَا جَاءَ فِي إِدْخَالِ الْمَيِّتِ الْقَبْرَ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكَلْبِيُّ حَدَّثَنَا إِدْرِيسُ الْأَوْدِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ حَضَرْتُ ابْنَ عُمَرَ فِي جِنَازَةٍ فَلَمَّا وَضَعَهَا فِي اللَّحْدِ قَالَ بِسْمِ اللهِ وَفِي سَبِيلِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللهِ فَلَمَّا أُخِذَ فِي تَسْوِيَةِ اللَّبِنِ عَلَى اللَّحْدِ قَالَ اللّٰهُمَّ أَجِرْهَا مِنْ الشَّيْطَانِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ اللهُمَّ جَافِ الْأَرْضَ عَنْ جَنْبَيْهَا وَصَعِّدْ رُوحَهَا وَلَقِّهَا مِنْكَ رِضْوَانًا قُلْتُ يَا ابْنَ عُمَرَ أَشَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ أَمْ قُلْتَهُ بِرَأْيِكَ قَالَ إِنِّي إِذًا لَقَادِرٌ عَلَى الْقَوْلِ بَلْ شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান