কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২৬. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩২৭৯
আন্তর্জাতিক নং: ৩২৭৯
বিবাহ-শাদীর অধ্যায়
খুতবায় যা মাকরূহ
৩২৮২. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দু’ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট তাশাহহুদ পাঠ করলেন, তাদের একজন বললোঃ
مَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشِدَ وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى
রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি কত মন্দ খুতবা পাঠকারী।[১]
[১] তার বলা উচিত ছিল مَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ যে আল্লাহর অবাধ্য হয় এবং তাঁর রাসূলের অবাধ্য হয়, সে পথহারা হয়েছে। য়
مَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشِدَ وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى
রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি কত মন্দ খুতবা পাঠকারী।[১]
[১] তার বলা উচিত ছিল مَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ যে আল্লাহর অবাধ্য হয় এবং তাঁর রাসূলের অবাধ্য হয়, সে পথহারা হয়েছে। য়
كتاب النكاح
مَا يُكْرَهُ مِنْ الْخُطْبَةِ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْعَزِيزِ عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ تَشَهَّدَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَحَدُهُمَا مَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشِدَ وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ الْخَطِيبُ أَنْتَ
তাহকীক:
বর্ণনাকারী: