কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

১৪. জুমআ'র অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪১২
আন্তর্জাতিক নং: ১৪১২
জুমআ'র অধ্যায়
খুতবায় ইশারা করা
১৪১৫। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... হুসাইন (রাহঃ) থেকে বর্ণিত যে, বিশর ইবনে মারওয়ান (রাযিঃ) জুমআর দিন মিম্বরের উপর থাকাবস্থায় উভয় হাত উঠালেন, তখন তাকে উমরা ইবনে রওয়ায়বা ছাকাফী (রাযিঃ) তিরস্কার করে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর থেকে বেশী কিছু করেননি, আর তার তর্জনি দ্বারা ইশারা করলেন।
كتاب الجمعة
باب الإشارة في الخطبة
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُصَيْنٍ، أَنَّ بِشْرَ بْنَ مَرْوَانَ، رَفَعَ يَدَيْهِ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ فَسَبَّهُ عُمَارَةُ بْنُ رُوَيْبَةَ الثَّقَفِيُّ وَقَالَ مَا زَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى هَذَا وَأَشَارَ بِأُصْبُعِهِ السَّبَّابَةِ .