কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

১৪. জুমআ'র অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪১১
আন্তর্জাতিক নং: ১৪১১
খুতবায় কুরআন তিলওয়াত করা
১৪১৪। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... হারিছা ইবনে নু’মান (রাযিঃ) এর কন্যা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি “ক্বাফ ওয়াল কুরআনিল মাজিদ” রাসূলুল্লাহ (ﷺ) এর মুখ থেকে মুখস্থ করেছিলাম, যখন জুমআর দিনে মিম্বরের উপর ছিলেন।
باب القراءة في الخطبة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَلِيٌّ، - وَهُوَ ابْنُ الْمُبَارَكِ - عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنَةِ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ، قَالَتْ حَفِظْتُ ( ق وَالْقُرْآنِ الْمَجِيدِ ) مِنْ فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

rabi
বর্ণনাকারী: