কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১০. ইমামত - জামাআতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৬০
আন্তর্জাতিক নং: ৮৬০
মসজিদের ইমামের সাথে জামাআতে নামায আদায় করলে
৮৬১। ইবরাহীম ইবনে মুহাম্মাদ তায়মী (রাহঃ) ......... মায়মুনা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম সুলাইমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমর (রাযিঃ)-কে বালাত নামক স্থানে উপবিষ্ট দেখলাম আর লোকেরা তখন নামায আদায় করছিল। আমি বললাম, হে আবু আব্দুর রহমান! আপনার কি হয়েছে, নামায আদায় করছেন না কেন? তিনি বললেনঃ আমি নামায আদায় করে ফেলেছি। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, একদিনে এক নামায দু’বার আদায় করা যাবে না।
سقوط الصلاة عمن صلى مع الإمام في المسجد جماعة
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ سُلَيْمَانَ، مَوْلَى مَيْمُونَةَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ جَالِسًا عَلَى الْبَلاَطِ وَالنَّاسُ يُصَلُّونَ قُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا لَكَ لاَ تُصَلِّي قَالَ إِنِّي قَدْ صَلَّيْتُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تُعَادُ الصَّلاَةُ فِي يَوْمٍ مَرَّتَيْنِ " .