কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
৬. নামাযের সময়সূচী - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫০৪
আন্তর্জাতিক নং: ৫০৪
আসরের প্রথম ওয়াক্ত
৫০৫। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে নামাযের নির্ধারিত সময় সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ আমার সঙ্গে নামায আদায় কর। তারপর তিনি যোহরের নামায আদায় করেন যখন সুর্য অনেকখানি ঢলে যায়। আসরের নামায আদায় করেন যখন প্রতিটি বস্তুর ছায়া তার সমান হয়ে গেল, মাগরিবের নামায আদায় করেন যখন সুর্য অদৃশ্য হয়ে গেল এবং ইশার নামায আদায় করেন যখন সুর্য অস্তমিত হওয়ার পর শাফাক অদৃশ্য হয়ে গেল।
রাবী বলেনঃ (পরদিন) যোহরের নামায আদায় করেন যখন মানুষের ছায়া তার সমান হল, আসরের নামায আদায় করেন যখন মানুষের ছায়া দ্বিগুণ হল। মাগরিবের নামায আদায় করলেন শাফাক অদৃশ্য হওয়ার পূর্বে। আব্দুল্লাহ ইবনে হারিস বলেন, তারপর বর্ণনাকারী ইশার নামাযের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, তা রাতের এক-তৃতীয়াংশের দিকে আদায় করেছেন বলে আমার মনে হয়।
রাবী বলেনঃ (পরদিন) যোহরের নামায আদায় করেন যখন মানুষের ছায়া তার সমান হল, আসরের নামায আদায় করেন যখন মানুষের ছায়া দ্বিগুণ হল। মাগরিবের নামায আদায় করলেন শাফাক অদৃশ্য হওয়ার পূর্বে। আব্দুল্লাহ ইবনে হারিস বলেন, তারপর বর্ণনাকারী ইশার নামাযের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, তা রাতের এক-তৃতীয়াংশের দিকে আদায় করেছেন বলে আমার মনে হয়।
أول وقت العصر
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا ثَوْرٌ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرٍ، قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ مَوَاقِيتِ الصَّلاَةِ فَقَالَ " صَلِّ مَعِي " . فَصَلَّى الظُّهْرَ حِينَ زَاغَتِ الشَّمْسُ وَالْعَصْرَ حِينَ كَانَ فَىْءُ كُلِّ شَىْءٍ مِثْلَهُ وَالْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ وَالْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ قَالَ ثُمَّ صَلَّى الظُّهْرَ حِينَ كَانَ فَىْءُ الإِنْسَانِ مِثْلَهُ وَالْعَصْرَ حِينَ كَانَ فَىْءُ الإِنْسَانِ مِثْلَيْهِ وَالْمَغْرِبَ حِينَ كَانَ قُبَيْلَ غَيْبُوبَةِ الشَّفَقِ . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ ثُمَّ قَالَ فِي الْعِشَاءِ أُرَى إِلَى ثُلُثِ اللَّيْلِ .

তাহকীক:
তাহকীক চলমান