কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৬. নামাযের সময়সূচী - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৯৪
আন্তর্জাতিক নং: ৪৯৪
অধ্যায়ঃ সালাতের ওয়াক্তসমূহ
৪৯৫। কুতায়বা (রাহঃ) ......... ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত যে, উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) (একদিন) আসরের নামায একটু বিলম্বে আদায় করলে উরওয়া তাঁকে বললেন যে, আপনি কি অবহিত নন যে, জিবরাঈল (আলাইহিস সালাম) অবতীর্ণ হন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে নামায আদায় করেন। উমর (রাহঃ) বললেন, হে উরওয়া! তুমি কি বলছো তা ভালভাবে চিন্তা করে বল। উরওয়া বললেন, আমি বাশীর ইবনে আবু মাসউদ (রাহঃ)-কে বলতে শুনেছি। তিনি বললেনঃ আমি আবু মাসউদকে বলতে শুনেছিঃ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, জিবরাঈল (আলাইহিস সালাম) অবতীর্ণ হয়ে আমার নামাযের ইমামতি করেন। আমি তাঁর সঙ্গে নামায আদায় করি, পুনরায় তাঁর সঙ্গে নামায আদায় করি। পুনরায় তাঁর সঙ্গে নামায আদায় করি। পুনরায় তাঁর সঙ্গে নামায আদায় করি। পুনরায় তাঁর সঙ্গে নামায আদায় করি। তিনি তার হাতের আঙ্গুলে পাঁচ ওয়াক্ত নামায গণনা করেন।
كتاب المواقيت
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ قَدْ نَزَلَ فَصَلَّى أَمَامَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ . فَقَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ " . يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান