কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১১. জবাইয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮০৫
আন্তর্জাতিক নং: ২৮১৫
৮৮. কুরবানীর পশুর উপর অনুগ্রহ করা প্রসঙ্গে।
২৮০৫. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... শাদ্দাদ ইবনে আওস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ দু‘টি অভ্যাস, যে সম্পর্ক আমি রাসূলুল্লাহ্ (ﷺ) হতে শ্রবণ করেছিঃ ১। আল্লাহ্ তাআলা প্রতিটি জিনিসের প্রতি ইহসান করাকে ফরয করেছেন। অতএব যখন তোমরা (কোন জীব-জন্তুকে) হত্যা করবে, তখন উত্তমরূপে হত্যা করবে। ২। যখন তোমরা (কোন জন্তুকে) যবেহ করবে, তখন উত্তমরূপে যবেহ করবে। তোমাদের উচিত হবে, যবেহের সময় ছুরিকে ধারাল করা এবং কুরবানীর পশুকে (সহজে যবেহ করে) তাকে আরাম দেওয়া।
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الأَشْعَثِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ خَصْلَتَانِ سَمِعْتُهُمَا مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَىْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا " . قَالَ غَيْرُ مُسْلِمٍ يَقُولُ " فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ وَلْيُرِحْ ذَبِيحَتَهُ " .
হাদীস নং:২৮০৬
আন্তর্জাতিক নং: ২৮১৬
৮৮. কুরবানীর পশুর উপর অনুগ্রহ করা প্রসঙ্গে।
২৮০৬. আবু ওয়ালীদ তায়ালিসী (রাহঃ) .... হিশাম ইবনে যায়দ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আনাস (রাযিঃ) এর সঙ্গে হাকাম ইবনে আইয়ুব (রাযিঃ) এর নিকট গিয়েছিলাম। তখন আমরা সেখানে দেখতে পাই যে, কয়েকজন যুবক অথবা কিশোর একটা মুরগীকে লক্ষ্যস্থল বানিয়ে তার প্রতি তীর নিক্ষেপ করছে। তখন আনাস (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) জীব-জন্তুকে কষ্ট দিয়ে মারতে নিষেধ করেছেন।
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، قَالَ دَخَلْتُ مَعَ أَنَسٍ عَلَى الْحَكَمِ بْنِ أَيُّوبَ فَرَأَى فِتْيَانًا أَوْ غِلْمَانًا قَدْ نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا فَقَالَ أَنَسٌ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُصْبَرَ الْبَهَائِمُ .

তাহকীক:
তাহকীক চলমান