কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫০৮১
আন্তর্জাতিক নং: ৫১৭১
১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।
৫০৮১. মুহাম্মাদ ইবনে উবাইদ (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কোন (বিবির) হুজরাতে উঁকি দিলে রাসূলুল্লাহ (ﷺ) তীর নিয়ে দাঁড়িয়ে যান। রাবী আনাস (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত হতে দেখছিলাম।
باب فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ أَوْ مَشَاقِصَ - قَالَ - فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَخْتِلُهُ لِيَطْعُنَهُ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮২
আন্তর্জাতিক নং: ৫১৭২
১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।
৫০৮২. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি কারো ঘরে তার বিনা অনুমতিতে উঁকি মারে, আর সে তার চোখ কানা করে দেয়, তবে এর কোন বদলা নেয়া হবে না।
باب فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنِ اطَّلَعَ فِي دَارِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَفَقَأُوا عَيْنَهُ فَقَدْ هَدَرَتْ عَيْنُهُ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮৩
আন্তর্জাতিক নং: ৫১৭৩
১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।
৫০৮৩. রাবী ইবনে সুলাইমান (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যখন দৃষ্টি ঘরের মধ্যে পড়ে, তখন আর অমুমতির প্রয়োজন কী? (অর্থাৎ ভেতরে দৃষ্টিপাতের আগেই অনুমতি নিতে হবে)
باب فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ كَثِيرٍ، عَنْ وَلِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا دَخَلَ الْبَصَرُ فَلاَ إِذْنَ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮৪
আন্তর্জাতিক নং: ৫১৭৬
১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।
৫০৮৪. ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) .... কালদা ইবনে হাম্বল (রাযিঃ) থেকে বর্ণিত যে, সাফওয়ান ইবনে উমাইয়া (রাযিঃ) তাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দুধ, হরিণের গোশত ও কাঁকুড়সহ প্রেরণ করেন। এ সময় নবী করীম (ﷺ) মক্কার উঁচু ভূমিতে অবস্থান করছিলেন। আমি তাঁর কাছে সালাম না দিয়ে প্রবেশ করলে, তিনি বলেনঃ তুমি ফিরে যাও এবং বলঃ আস-সালামু আলাইকুম। এ ঘটনা সাফওয়ান ইবনে উমাইয়্যা (রাযিঃ)-এর ইসলাম গ্রহণের পরের।

উমর (রাযিঃ) বলেনঃ এ সব ঘটনা আমাকে ইবনে সাফওয়ান (রাযিঃ) বলেছেন। তবে এ বর্ণনায় আমি শুনেছি-এর উল্লেখ নেই। রাবী ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) উমাইয়্যা ইবনে সাফওয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেছেন, তবে তিনি বলেননি যে, আমি এ হাদীস কালদা ইবনে হাম্বল (রাহঃ) থেকে শুনেছি। রাবী ইয়াহয়া (রাহঃ) এরূপও বলেছেনঃ কালদা ইবনে হাম্বল (রাহঃ) আমর ইবনে আব্দুল্লাহ ইবনে সাফওয়ান (রাহঃ) থেকে তার কাছে বর্ণনা করেছেন।
باب فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا رَوْحٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ، أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ، أَخْبَرَهُ عَنْ كَلَدَةَ بْنِ حَنْبَلٍ، أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ، بَعَثَهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِلَبَنٍ وَجِدَايَةٍ وَضَغَابِيسَ - وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بِأَعْلَى مَكَّةَ - فَدَخَلْتُ وَلَمْ أُسَلِّمْ فَقَالَ " ارْجِعْ فَقُلِ السَّلاَمُ عَلَيْكُمْ " . وَذَاكَ بَعْدَ مَا أَسْلَمَ صَفْوَانُ بْنُ أُمَيَّةَ . قَالَ عَمْرٌو وَأَخْبَرَنِي ابْنُ صَفْوَانَ بِهَذَا أَجْمَعَ عَنْ كَلَدَةَ بْنِ حَنْبَلٍ وَلَمْ يَقُلْ سَمِعْتُهُ مِنْهُ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ يَحْيَى بْنُ حَبِيبٍ أُمَيَّةُ بْنُ صَفْوَانَ وَلَمْ يَقُلْ سَمِعْتُهُ مِنْ كَلَدَةَ بْنِ حَنْبَلٍ وَقَالَ يَحْيَى أَيْضًا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ أَخْبَرَهُ أَنَّ كَلَدَةَ بْنَ الْحَنْبَلِ أَخْبَرَهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৫০৮৫
আন্তর্জাতিক নং: ৫১৭৭
১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।
৫০৮৫. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... বনু আমেরের জনৈক ব্যক্তি হতে বর্ণিত যে, একদা তিনি নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুমতি চান, আর সে সময় তিনি তাঁর ঘরে অবস্থার করছিলেন। তখন সে ব্যক্তি বলেঃ আমি কি ঘরে প্রবেশ করবো? এ সময় নবী (ﷺ) তাঁর খাদিমকে বলেনঃ তুমি এ ব্যক্তির কাছে যাও এবং তাকে অনুমতি চাওয়ার পদ্ধতি শিখিয়ে দাও। আর তাকে, ’আসসালামু আলাইকুম’ বলে অনুমতি চাইতে বল। সে ব্যক্তি একথা শুনে বলে, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি। তখন নবী (ﷺ) তাকে অনুমতি দিলে, সে ভেতরে প্রবেশ করে।
باب فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، قَالَ حَدَّثَنَا رَجُلٌ، مِنْ بَنِي عَامِرٍ أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتٍ فَقَالَ أَلِجُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِخَادِمِهِ " اخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمْهُ الاِسْتِئْذَانَ فَقُلْ لَهُ قُلِ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ " . فَسَمِعَهُ الرَّجُلُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ فَأَذِنَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلَ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
rabi
বর্ণনাকারী:
হাদীস নং:৫০৮৬
আন্তর্জাতিক নং: ৫১৭৪
১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।
৫০৮৬. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... হুযায়ল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসে। রাবী উছমান (রাহঃ) বলেনঃ তিনি ছিলেন সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ)। তিনি নবী (ﷺ)-এর ঘরের দরজায় দাঁড়িয়ে তাঁর অনুমতি প্রার্থনা করেন। রাবী উছমান (রাহঃ) বলেনঃ তার মুখ ছিল দরজার দিকে। তখন নবী (ﷺ) তাকে বলেনঃ তুমি এভাবে দাঁড়াবে। কেননা, ভেতরে দৃষ্টিপাত করা, অনুমতি চাওয়ার মতই।
باب فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ طَلْحَةَ، عَنْ هُزَيْلٍ، قَالَ جَاءَ رَجُلٌ - قَالَ عُثْمَانُ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ - فَوَقَفَ عَلَى بَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْتَأْذِنُ فَقَامَ عَلَى الْبَابِ - قَالَ عُثْمَانُ مُسْتَقْبِلَ الْبَابِ - فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَكَذَا عَنْكَ أَوْ هَكَذَا فَإِنَّمَا الاِسْتِئْذَانُ مِنَ النَّظَرِ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮৭
আন্তর্জাতিক নং: ৫১৭৫
১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।
৫০৮৭. হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... তালহা ইবনে মুসাররিফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বনু সা’দ-এর জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ) হতে এরূপ বর্ণনা করেছেন।
باب فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ رَجُلٍ، عَنْ سَعْدٍ، نَحْوَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
হাদীস নং:৫০৮৮
আন্তর্জাতিক নং: ৫১৭৮
১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।
৫০৮৮. হান্নাদ ইবনে সারী (রাহঃ) ..... বিরঈ ইবনে হিরাশ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার কাছে এরূপ বর্ণনা করা হয়েছে যে, আমের গোত্রের জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কাছে অনুমতি প্রার্থনা করে। এরপর উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
باب فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، قَالَ حُدِّثْتُ أَنَّ رَجُلاً مِنْ بَنِي عَامِرٍ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيٍّ وَلَمْ يَقُلْ عَنْ رَجُلٍ مِنْ بَنِي عَامِرٍ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৫০৮৯
আন্তর্জাতিক নং: ৫১৭৯
১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।
৫০৮৯. উবাইদুল্লাহ ইবনে মুআয (রাহঃ) .... রিবঈ (রাহঃ) আমের গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন যে, সে নবী করীম (ﷺ)-এর নিকট প্রবেশের জন্য অনুমতি চায়। এরপর পুর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। এরপর সে বলে; আমি নবী (ﷺ)-এর কথা শুনে বলিঃ আসসালামু আলাইকুম! আমি কি ভেতরে প্রবেশ করবো?
باب فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي عَامِرٍ أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ . قَالَ فَسَمِعْتُهُ فَقُلْتُ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা