কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৯১৪
আন্তর্জাতিক নং: ৪৯৯৮
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৮৯. হাসি-ঠাট্টা করা সম্পর্কে।
৪৯১৪. ওয়াহাব ইবনে বাকীয়্যা (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে বাহন (সওয়ারী) প্রদান করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি তোমাকে উটের বাচ্চার পিঠে আরোহণ করাব। তখন সে বলেঃ আমি উটের বাচ্চা নিয়ে কি করবো? একথা শুনে নবী (ﷺ) বলেনঃ উটের বাচ্চা তো উট থেকেই হয়!
كتاب الأدب
باب مَا جَاءَ فِي الْمِزَاحِ
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ احْمِلْنِي . قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ " . قَالَ وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَّ النُّوقُ " .
হাদীস নং: ৪৯১৫
আন্তর্জাতিক নং: ৪৯৯৯
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৮৯. হাসি-ঠাট্টা করা সম্পর্কে।
৪৯১৫. ইয়াহয়া ইবনে মাঈন (রাহঃ) ..... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আবু বকর (রাযিঃ) নবী (ﷺ) এর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুমতি চাইলে, তিনি আয়িশা (রাযিঃ)-কে চিৎকার দিতে শোনেন। তিনি ভেতরে প্রবেশ করে আয়িশা (রাযিঃ)-কে চড় দিতে চান এবং বলেনঃ আমি তোমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর গলাবাজি করতে দেখেছি! তখন নবী (ﷺ) তাঁকে তা থেকে বিরত রাখেন। এতে আবু বকর (রাযিঃ) রাগান্বিত হয়ে চলে যান। আবু বকর (রাযিঃ) চলে যাওয়ার পর নবী (ﷺ) আয়িশা (রাযিঃ)-কে ঠাট্টা করে বলেনঃ দেখলে তো, আমি তোমাকে একজন পু্রুষের হাত থেকে কিভাবে রক্ষা করলাম!

রাবী বলেনঃ এর কিছুদিন পর আবু বকর (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হওয়ার অনুমতি চেয়ে দেখতে পান যে, তাঁদের মধ্যে সন্ধি হয়ে গেছে। তখন তিনি তাঁদের বলেনঃ আপনারা আমাকে আপনাদের সন্ধির মধ্যে এরূপ শরীক করুন, যেরূপ আপনারা আমাকে আপনাদের ঝগড়ার মধ্যে শরীক করেছিলেন। তখন নবী (ﷺ) বলেনঃ হ্যাঁ, আমরা আপনাকে শরীক করলাম, শরীক করলাম।
كتاب الأدب
باب مَا جَاءَ فِي الْمِزَاحِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ اسْتَأْذَنَ أَبُو بَكْرٍ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَمِعَ صَوْتَ عَائِشَةَ عَالِيًا فَلَمَّا دَخَلَ تَنَاوَلَهَا لِيَلْطِمَهَا وَقَالَ لاَ أَرَاكِ تَرْفَعِينَ صَوْتَكِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَحْجُزُهُ وَخَرَجَ أَبُو بَكْرٍ مُغْضَبًا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ خَرَجَ أَبُو بَكْرٍ " كَيْفَ رَأَيْتِنِي أَنْقَذْتُكِ مِنَ الرَّجُلِ " . قَالَ فَمَكَثَ أَبُو بَكْرٍ أَيَّامًا ثُمَّ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَهُمَا قَدِ اصْطَلَحَا فَقَالَ لَهُمَا أَدْخِلاَنِي فِي سِلْمِكُمَا كَمَا أَدْخَلْتُمَانِي فِي حَرْبِكُمَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قَدْ فَعَلْنَا قَدْ فَعَلْنَا " .
হাদীস নং: ৪৯১৬
আন্তর্জাতিক নং: ৫০০০
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৮৯. হাসি-ঠাট্টা করা সম্পর্কে।
৪৯১৬. মুআম্মাল ইবনে ফযল (রাহঃ) ..... আওফ ইবনে মালিক আশজাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি তাবূকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসি। সে সময় তিনি চামড়ার তৈরী একটা তাঁবুর মধ্যে ছিলেন। আনি তাঁকে সালাম দিলে তিনি জবাব দেন এবং বলেনঃ ভেতরে এসো। তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! ভেতরে আসবো? তিনি বলেনঃ হ্যাঁ, বিলকুল ভেতরে এসো। তখন আমি তাঁবুর মধ্যে প্রবেশ করি।
كتاب الأدب
باب مَا جَاءَ فِي الْمِزَاحِ
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَلاَءِ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَسَلَّمْتُ فَرَدَّ وَقَالَ " ادْخُلْ " . فَقُلْتُ أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ قَالَ " كُلُّكَ " . فَدَخَلْتُ .
হাদীস নং: ৪৯১৭
আন্তর্জাতিক নং: ৫০০১
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৮৯. হাসি-ঠাট্টা করা সম্পর্কে।
৪৯১৭. সাফওয়ান ইবনে সালিহ (রাহঃ) ..... উছমান ইবনে আবু আতিকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আওফ (রাযিঃ) এ কারণে এরূপ জিজ্ঞাসা করেন যে, তাঁবুটি ছিল খুবই ছোট।
كتاب الأدب
باب مَا جَاءَ فِي الْمِزَاحِ
حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، قَالَ إِنَّمَا قَالَ أَدْخُلُ كُلِّي . مِنْ صِغَرِ الْقُبَّةِ .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: