কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৫৮৮
আন্তর্জাতিক নং: ৪৬৬০
১২. আবু বকর (রাযিঃ)-এর খিলাফতের দলীল।
৪৫৮৮. আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে যাম’আ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর রোগ-যন্ত্রণা যখন তীব্র আকার ধারণ করে, তখন অন্যান্য মুসলমানদের সাথে আমিও তাঁর নিকট উপস্থিত ছিলাম। সে সময় বিলাল (রাযিঃ) নবী (ﷺ)-কে নামাযের জন্য ডাকতে আসলে, তিনি বলেনঃ কোন এক ব্যক্তিকে বল, সে যেন লোকদের (ইমাম হয়ে) নামায পড়িয়ে দেয়।
আব্দুল্লাহ ইবনে যাম’আ (রাযিঃ) বেরিয়ে উমর (রাযিঃ)-কে লোকদের মাঝে দেখতে পান; আর আবু বকর (রাযিঃ) অনুপস্থিত ছিলেন। তখন আমি বলিঃ হে উমর! আপনি উঠুন এবং লোকদের নিয়ে নামায আদায় করুন। তখন উমর (রাযিঃ) সামনে গিয়ে উচ্চ স্বরে তাকবীর পাঠ করে নামায শুরু করলে, রাসূলুল্লাহ (ﷺ) তা শুনে বলেনঃ আবু বকর কোথায়? আল্লাহ তাআলা এটা (উমরের ইমামতি) অপছন্দ করেন এবং মুসলমানরাও তা অপছন্দ করে।
তিনি আবু বকর (রাযিঃ)-কে ডেকে পাঠান এবং তিনি সেখানে তখন উপস্থিত হন, যখন উমর (রাযিঃ) লোকদের নিয়ে নামায আদায় করে ফেলেন। এরপর (আবু বকর) লোকদের নিয়ে সে নামায পুনরায় আদায় করেন।
আব্দুল্লাহ ইবনে যাম’আ (রাযিঃ) বেরিয়ে উমর (রাযিঃ)-কে লোকদের মাঝে দেখতে পান; আর আবু বকর (রাযিঃ) অনুপস্থিত ছিলেন। তখন আমি বলিঃ হে উমর! আপনি উঠুন এবং লোকদের নিয়ে নামায আদায় করুন। তখন উমর (রাযিঃ) সামনে গিয়ে উচ্চ স্বরে তাকবীর পাঠ করে নামায শুরু করলে, রাসূলুল্লাহ (ﷺ) তা শুনে বলেনঃ আবু বকর কোথায়? আল্লাহ তাআলা এটা (উমরের ইমামতি) অপছন্দ করেন এবং মুসলমানরাও তা অপছন্দ করে।
তিনি আবু বকর (রাযিঃ)-কে ডেকে পাঠান এবং তিনি সেখানে তখন উপস্থিত হন, যখন উমর (রাযিঃ) লোকদের নিয়ে নামায আদায় করে ফেলেন। এরপর (আবু বকর) লোকদের নিয়ে সে নামায পুনরায় আদায় করেন।
باب فِي اسْتِخْلاَفِ أَبِي بَكْرٍ رضى الله عنه
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، قَالَ لَمَّا اسْتُعِزَّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا عِنْدَهُ فِي نَفَرٍ مِنَ الْمُسْلِمِينَ دَعَاهُ بِلاَلٌ إِلَى الصَّلاَةِ فَقَالَ مُرُوا مَنْ يُصَلِّي لِلنَّاسِ . فَخَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ زَمَعَةَ فَإِذَا عُمَرُ فِي النَّاسِ وَكَانَ أَبُو بَكْرٍ غَائِبًا فَقُلْتُ يَا عُمَرُ قُمْ فَصَلِّ بِالنَّاسِ فَتَقَدَّمَ فَكَبَّرَ فَلَمَّا سَمِعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَوْتَهُ وَكَانَ عُمَرُ رَجُلاً مُجْهِرًا قَالَ " فَأَيْنَ أَبُو بَكْرٍ يَأْبَى اللَّهُ ذَلِكَ وَالْمُسْلِمُونَ يَأْبَى اللَّهُ ذَلِكَ وَالْمُسْلِمُونَ " . فَبَعَثَ إِلَى أَبِي بَكْرٍ فَجَاءَ بَعْدَ أَنْ صَلَّى عُمَرُ تِلْكَ الصَّلاَةَ فَصَلَّى بِالنَّاسِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৫৮৯
আন্তর্জাতিক নং: ৪৬৬১
১২. আবু বকর (রাযিঃ)-এর খিলাফতের দলীল।
৪৫৮৯. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে যাম’আ (রাযিঃ) এ হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেনঃ যখন নবী করীম (ﷺ) উমর (রাযিঃ) এর কণ্ঠস্বর শ্রবণ করেন, তখন তিনি বাইরে চলে আসেন, এমন কি তিনি তাঁর মাথা হুজরার বাইরে এনে বলেনঃ না, না, না! আবু কুহাফার ছেলের উচিত লোকদের নিয়ে নামায আদায় করা। নবী করীম (ﷺ) রাগাম্বিত হয়ে এরূপ উক্তি করেন।
باب فِي اسْتِخْلاَفِ أَبِي بَكْرٍ رضى الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ يَعْقُوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَمْعَةَ، أَخْبَرَهُ بِهَذَا الْخَبَرِ، قَالَ لَمَّا سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَوْتَ عُمَرَ قَالَ ابْنُ زَمَعَةَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى أَطْلَعَ رَأْسَهُ مِنْ حُجْرَتِهِ ثُمَّ قَالَ " لاَ لاَ لاَ لِيُصَلِّ لِلنَّاسِ ابْنُ أَبِي قُحَافَةَ " . يَقُولُ ذَلِكَ مُغْضَبًا .

তাহকীক:
তাহকীক চলমান