আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১ টি

হাদীস নং: ৩৮৯৯
আন্তর্জাতিক নং: ৩৮৯৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৮৯৯। বুন্দার (রাহঃ)... তুফায়ল ইব্‌ন উবাই ইবন কা'ব তাঁর পিতা উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত : তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যদি হিজরত না থাকত তবে আমি একজন আনসারী হতাম। এ সনদেই নবী (ﷺ) থেকে আরো বর্ণিত আছে যে, আনসারীরা যদি কোন উপত্যকায় বা ঘাঁটিতে চলে আমি আনসারীদের সঙ্গেই থাকব।

এ হাদীসটি হাসান ৷
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ فِي فَضْلِ الأَنْصَارِ وَقُرَيْشٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الطُّفَيْلِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْلاَ الهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ. قال:وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا لَكُنْتُ مَعَ الأَنْصَارِ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ
হাদীস নং: ৩৯০০
আন্তর্জাতিক নং: ৩৯০০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০০। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... বারা ইব্‌ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি আনসারীদের সম্পর্কে নবী (ﷺ) -কে বলতে শুনেছেন : মু'মিনরাই তাদের (আনসারীদের) ভালবাসবে আর মুনাফিকরাই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে। যে তাদের ভালবাসবে, আল্লাহ্ তাকে ভালবাসবেন। যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ্ তাকে ঘৃণা করবেন।

শু'বা (রাযিঃ) বলেন, আমরা আদী ইব্‌ন ছাবিত (রাহঃ)-কে জিজ্ঞাসা করলাম। আপনি কি এটি বারা' (রাযিঃ) থেকে শুনেছেন?

তিনি বললেন : হ্যাঁ, তিনি আমাকে এটি বর্ণনা করেছেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الأَنْصَارِ: لاَ يُحِبُّهُمْ إِلاَّ مُؤْمِنٌ، وَلاَ يَبْغَضُهُمْ إِلاَّ مُنَافِقٌ، مَنْ أَحَبَّهُمْ فَأَحَبَّهُ اللَّهُ، وَمَنْ أَبْغَضَهُمْ فَأَبْغَضَهُ اللَّهُ فَقُلْتُ لَهُ: أَأَنْتَ سَمِعْتَهُ مِنَ الْبَرَاءِ؟ فَقَالَ: إِيَّايَ حَدَّثَ.
هَذَا حَدِيثٌ صَحِيحٌ
হাদীস নং: ৩৯০১
আন্তর্জাতিক নং: ৩৯০১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০১। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কতক আনসারীকে একত্রিত করে বললেন : তোমরা এস, তোমরা ছাড়া আর কেউ তোমাদের মাঝে আছে কি? তারা বললঃ না, আমাদের এক ভাগিনেয় ছাড়া।

তিনি বললেন : কোন সম্প্রদায়ের বোন-পো তাদেরই মধ্যে গণ্য। এরপর তিনি বললেন : কুরাইশরা জাহিলী অবস্থা ছেড়েছে বেশীদিন হয়নি। তদুপরি তারা বিপদগ্রস্ত। আমি ইচ্ছা করেছি, তাদের কিছুটা ক্ষতিপূরণ করতে এবং তাদের হৃদয় আকর্ষণ করতে। তোমরা কি এতে রাযী নও যে, লোকেরা তো দীনার নিয়ে প্রত্যাবর্তন করবে আর তোমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -কে নিয়ে তোমাদের বাড়ি ফিরে যাবে?

তারা বলল : হ্যাঁ।

রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : লোকেরা যদি কোন উপত্যকা বা গিরিপথ দিয়ে চলে আর আনসারীরা যদি চলে আরেক উপত্যকা বা গিরিপথ দিয়ে, তবে আমি অবশ্যই আনসারীদের উপত্যকা ও গিরিপথে চলব।

হাদীসটি সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: جَمَعَ [ص:713] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا مِنَ الأَنْصَارِ فَقَالَ: «هَلْ فِيكُمْ أَحَدٌ مِنْ غَيْرِكُمْ»؟ قَالُوا: لَا، إِلَّا ابْنَ أُخْتٍ لَنَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ابْنَ أُخْتِ القَوْمِ مِنْهُمْ»، ثُمَّ قَالَ: «إِنَّ قُرَيْشًا حَدِيثٌ عَهْدُهُمْ بِجَاهِلِيَّةٍ وَمُصِيبَةٍ، وَإِنِّي أَرَدْتُ أَنْ أَجْبُرَهُمْ وَأَتَأَلَّفَهُمْ، أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى بُيُوتِكُمْ؟» قَالُوا: بَلَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا وَسَلَكَتِ الأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَهُمْ» هَذَا حَدِيثٌ صَحِيحٌ
হাদীস নং: ৩৯০২
আন্তর্জাতিক নং: ৩৯০২
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০২। আহমদ ইব্‌ন মানী' (রাহঃ)... যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত যে, হাররা দিবসে'১ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর জ্ঞাতি ভাই এবং পরিবারের যাঁরা শহীদ হন, তাঁদের শোকে সান্ত্বনা দিয়ে যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) আনাস (রাযিঃ)-এর কাছে একটি পত্র লিখেন। তিনি তাতে লিখেছিলেন : আমি আপনাকে আল্লাহ্ প্রদত্ত সুসংবাদ দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি ঃ হে আল্লাহ্! মাফ করে দাও, আনসারীদের, আনসারীদের সন্তানদের এবং তাদের সন্তানদের বংশধরদের।

কাতাদা (রাহঃ) এটিকে আহমদ ইব্‌ন মানী'-নাযর ইবন আনাস-যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।

হাদীসটি হাসান-সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّهُ كَتَبَ إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ يُعَزِّيهِ فِيمَنْ أُصِيبَ مِنْ أَهْلِهِ وَبَنِي عَمِّهِ يَوْمَ الحَرَّةِ، فَكَتَبَ إِلَيْهِ: إِنِّي أُبَشِّرُكَ بِبُشْرَى مِنَ اللَّهِ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِلأَنْصَارِ وَلِذَرَارِيِّ الأَنْصَارِ وَلِذَرَارِيِّ ذَرَارِيهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ قَتَادَةُ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ
হাদীস নং: ৩৯০৩
আন্তর্জাতিক নং: ৩৯০৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০৩। আব্দা ইব্‌ন আব্দুল্লাহ খযাঈ বসরী (রাহঃ)... আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমার কওমকে আমার সালাম বলবে। আমার জানামতে তারা হল পবিত্র এবং ধৈর্যশীল।

হাদীসটি হাসান-সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الخُزَاعِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، وَعَبْدُ الصَّمَدِ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ البُنَانِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي طَلْحَةَ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَقْرِئْ قَوْمَكَ السَّلَامَ فَإِنَّهُمْ مَا عَلِمْتُ أَعِفَّةٌ صُبُرٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
হাদীস নং: ৩৯০৪
আন্তর্জাতিক নং: ৩৯০৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০৪। হুসায়ন ইব্‌ন হুরায়ছ (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন : শোন, আমার নির্ভরযোগ্য হল তারা, যাদের কাছে আমি ফিরে এসে বিশ্রাম নিই অর্থাৎ আমার পরিবার আর আমার অন্তরং্গ আচ্ছাদন হল আনসারীরা। তোমরা তাদের দোষ ক্ষমা করে দিবে আর তাদের ভাল কাজগুলো গ্রহণ করবে।

হাদীসটি হাসান।

এ বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنِي الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا إِنَّ عَيْبَتِيَ الَّتِي آوِي إِلَيْهَا أَهْلُ بَيْتِي، وَإِنَّ كَرِشِيَ الأَنْصَارُ، فَاعْفُوا عَنْ مُسِيئِهِمْ، وَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَفِي البَابِ عَنْ أَنَسٍ
হাদীস নং: ৩৯০৫
আন্তর্জাতিক নং: ৩৯০৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০৫। আহমাদ ইব্‌ন হুসায়ন (রাহঃ)... মুহাম্মাদ ইব্‌ন সা'দ তাঁর পিতা সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কুরায়শকে অপমান করবে, আল্লাহ্ তা'আলা তাকে লাঞ্ছিত করবেন।

হাদীসটি এ সূত্রে গারীব।
আব্দ ইব্‌ন হুমায়দ (রাহঃ)... ইব্‌ শিহাব (রাহঃ) থেকে এ সনদে অনুরূপ বর্ণিত আছে ৷
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَسَنِ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الهَاشِمِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ يُوسُفَ بْنِ الحَكَمِ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يُرِدْ هَوَانَ قُرَيْشٍ أَهَانَهُ اللَّهُ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ. حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ ابْنِ شِهَابٍ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯০৬
আন্তর্জাতিক নং: ৩৯০৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০৬। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ নবী (ﷺ) আমাকে বলেছেন : আল্লাহ্ এবং কিয়ামতের দিনের উপর ঈমান আছে এমন কেউ আনসারীদের প্রতি বিদ্বেষ পোষণ করবে না।

হাদীসটি হাসান-সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، وَالمُؤَمَّلُ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي: «لَا يَبْغَضُ الْأَنْصَارَ أَحَدٌ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الْآخِرِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
হাদীস নং: ৩৯০৭
আন্তর্জাতিক নং: ৩৯০৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০৭। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আনসারীরা হল আমার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সঙ্গী। লোকেরা তো বাড়বে আর এরা হ্রাস পাবে। সুতরাং তোমরা তাদের ভাল কাজগুলো গ্রহণ করবে আর মন্দগুলো ক্ষমা করবে।
হাদীসটি হাসান-সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الأَنْصَارُ كَرِشِي وَعَيْبَتِي، وَإِنَّ النَّاسَ سَيَكْثُرُونَ وَيَقِلُّونَ، فَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ، وَتَجَاوَزُوا عَنْ مُسِيئِهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
হাদীস নং: ৩৯০৮
আন্তর্জাতিক নং: ৩৯০৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০৮। আবু কুরায়ব (রাহঃ)... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : হে আল্লাহ্! তুমি তো কুরায়শদের প্রথমদিকের লোকদের শাস্তির স্বাদ ভোগ করিয়েছ সুতরাং এদের শেষদিকের লোকদের তোমার অনুগ্রহের স্বাদ ভোগ করাবে।

হাদীসটি হাসান-সাহীহ-গারীব।

আব্দুল ওয়াহহাব ওয়াররাক (রাহঃ)... আ'মাশ (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى الحِمَّانِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ أَذَقْتَ أَوَّلَ قُرَيْشٍ نَكَالًا فَأَذِقْ آخِرَهُمْ نَوَالًا» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ " حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الوَرَّاقُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ، عَنِ الْأَعْمَشِ، نَحْوَهُ
হাদীস নং: ৩৯০৯
আন্তর্জাতিক নং: ৩৯০৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০৯। কাসিম ইব্‌ন দীনার কূফী (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন : হে আল্লাহ্! তুমি মাফ করে দাও আনসারীদের, আনসারীদের সন্তানদের, আনসারীদের সন্তানের সন্তানদের এবং আনসারী মহিলাদের।

এ সূত্রে হাদীসটি হাসান-গারীব ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا القَاسِمُ بْنُ دِينَارٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، عَنْ جَعْفَرٍ الْأَحْمَرِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِلأَنْصَارِ، وَلِأَبْنَاءِ الأَنْصَارِ، وَلِأَبْنَاءِ أَبْنَاءِ الأَنْصَارِ، وَلِنِسَاءِ الأَنْصَارِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»