আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৭৫৮
আন্তর্জাতিক নং: ৩৭৫৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৫৮। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল মুত্তালিব ইবন রাবী'আ ইবন হারিছ ইব্‌ন আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন আব্বাস ইব্‌ন আব্দুল মুত্তালিব রাগান্বিত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এলেন। আমি তখন নবী (ﷺ) -এর কাছে ছিলাম। তিনি বললেনঃ আপনি রাগ করেছেন কেন?

বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের আর কুরায়শদের কি হল যে, তারা পরস্পরে মিলিত হলে আনন্দিত চেহারা নিয়ে সাক্ষাত করে আর তারা আমাদের সঙ্গে মিলিত হয় অন্যভাবে?

রাসূলুল্লাহ (ﷺ) ও এতে রাগান্বিত হয়ে উঠলেন এমন কি তাঁর চেহারা লাল হয়ে গেল। এরপর বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম! কোন ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ না তারা আল্লাহ্ ও রাসূলের খাতিরে তোমাদের ভালবাসবে।

এরপর তিনি বললেন : হে লোক সকল! যে ব্যক্তি আমার চাচাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। কেননা চাচা তার পিতার মত।

হাদীসটি হাসান।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنِي عَبْدُ المُطَّلِبِ بْنُ رَبِيعَةَ بْنِ الحَارِثِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، أَنَّ العَبَّاسَ بْنَ عَبْدِ المُطَّلِبِ، دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُغْضَبًا وَأَنَا عِنْدَهُ، فَقَالَ: «مَا أَغْضَبَكَ»؟ قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا وَلِقُرَيْشٍ، إِذَا تَلَاقَوْا بَيْنَهُمْ تَلَاقَوْا بِوُجُوهٍ مُبْشَرَةٍ، وَإِذَا لَقُونَا لَقُونَا بِغَيْرِ ذَلِكَ، قَالَ: فَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ، ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الإِيمَانُ حَتَّى يُحِبَّكُمْ لِلَّهِ وَلِرَسُولِهِ»، ثُمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ مَنْ آذَى عَمِّي فَقَدْ آذَانِي فَإِنَّمَا عَمُّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৭৫৯
আন্তর্জাতিক নং: ৩৭৫৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৫৯। কাসিম ইব্‌ন দীনার কূফী (রাহঃ) ......... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আব্বাস আমার আর আমি আব্বাসের।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب العباس بن عبد المطلب رضي الله عنه
حَدَّثَنَا القَاسِمُ بْنُ زَكَرِيَّا الْكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «العَبَّاسُ مِنِّي وَأَنَا مِنْهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ
হাদীস নং: ৩৭৬০
আন্তর্জাতিক নং: ৩৭৬০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬০। আহমদ ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আব্বাস (রাযিঃ) সম্পর্কে উমারকে বলেছিলেন : কোন লোকের চাচা তার পিতার মত।

উমার (রাযিঃ) এই সময় আব্বাস (রাযিঃ)-কে তাঁর সাদাকা সম্পর্কে নবী (ﷺ) -এর সঙ্গে আলাপ করছিলেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب العباس بن عبد المطلب رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ الأَعْمَشَ يُحَدِّثُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي البَخْتَرِيِّ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعُمَرَ فِي العَبَّاسِ: «إِنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ»، وَكَانَ عُمَرُ كَلَّمَهُ فِي صَدَقَتِهِ. هَذَا حَدِيثٌ حَسَنٌ
হাদীস নং: ৩৭৬১
আন্তর্জাতিক নং: ৩৭৬১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬১। আহমদ ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আব্বাস হলেন আল্লাহর রাসূল-এর চাচা। আর কোন লোকের চাচা হল তার পিতার মত অথবা বলেছেন তার পিতার মূল থেকে উদ্ভূত।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب العباس بن عبد المطلب رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العَبَّاسُ عَمُّ رَسُولِ اللَّهِ، وَإِنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ، أَوْ مِنْ صِنْوِ أَبِيهِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي الزِّنَادِ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ
হাদীস নং: ৩৭৬২
আন্তর্জাতিক নং: ৩৭৬২
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬২। ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রাহঃ)... আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) আব্বাস (রাযিঃ)-কে বলেছিলেন : সোমবার ভোরে আপনার সন্তানদের নিয়ে আপনি আমার কাছে আসবেন। আপনাদের জন্য এমন এক দু'আ করতে চাই যা আপনার ও আপনার সন্তানদের উপকারে আসবে।

তদনুসারে তিনি এবং আমরা ভোরে নবী (ﷺ) এর কাছে গেলাম। তিনি আমাদেরকে একটি চাদর আবৃত করে বললেনঃ হে আল্লাহ্! তুমি আব্বাস ও তার সন্তানদের যাহিরী বাতিনী সব গুনাহ্ মাগফিরাত করে দাও। কোন গুনাহই আর যেন অবশিষ্ট না থাকে। হে আল্লাহ্! তাঁর সন্তানদের বিষয়েও তাঁর হিফাযত কর।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب العباس بن عبد المطلب رضي الله عنه
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ مَكْحُولٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ: «إِذَا كَانَ غَدَاةَ الِاثْنَيْنِ فَأْتِنِي أَنْتَ وَوَلَدُكَ حَتَّى أَدْعُوَ لَهُمْ بِدَعْوَةٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا وَوَلَدَكَ»، فَغَدَا وَغَدَوْنَا مَعَهُ فَأَلْبَسَنَا كِسَاءً ثُمَّ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِلْعَبَّاسِ وَوَلَدِهِ مَغْفِرَةً ظَاهِرَةً وَبَاطِنَةً لَا تُغَادِرُ ذَنْبًا، اللَّهُمَّ احْفَظْهُ فِي وَلَدِهِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ