আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৭৫৭
আন্তর্জাতিক নং: ৩৭৫৭
পরিচ্ছেদঃ সাঈদ ইব্‌ন যায়দ ইবন 'আমর ইবন নুফায়ল (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৫৭। আহমাদ ইব্‌ন মানী' (রাহঃ)... সাঈদ ইবন যায়দ ইবন আমর ইবন নুফায়ল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নয়জন সম্পর্কে আমি শাহাদত দিচ্ছি যে, তাঁরা অবশ্যই জান্নাতী। আর দশমজনের ক্ষেত্রেও যদি এই সাক্ষ্য দেই তবুও আমি গুনাহ্গার হব না।

বলা হলঃ তা কি ভাবে?

তিনি বললেনঃ আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে হেরা পাহাড়ের উপর ছিলাম। তখন তিনি বললেনঃ হে হেরা তুমি স্থির থাক। তোমার উপর তো রয়েছে নবী (ﷺ), সিদ্দীক, শহীদ। বলা হলঃ এরা কারা?

সাঈদ (রাযিঃ) বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ)। আবু বাকর, উমার, উছমান, আলী, তালহা, যুবায়র, সা’দ, আব্দুর রহমান ইব্‌ন আওফ।

বলা হল : দশমজন কে?

তিনি বললেনঃ আমি ।

হাদীসটি হাসান-সহীহ।

সাঈদ ইব্‌ন যায়দ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে একাধিকভাবে এটি বর্ণিত আছে। আহমাদ ইব্‌ন মানী' (রাহঃ)-সাঈদ ইব্‌ন যায়দ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে।

এ হাদীসটি হাসান।
بَابُ مَنَاقِبِ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ظَالِمٍ المَازِنِيِّ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، أَنَّهُ قَالَ: أَشْهَدُ عَلَى التِّسْعَةِ أَنَّهُمْ فِي الجَنَّةِ، وَلَوْ شَهِدْتُ عَلَى العَاشِرِ لَمْ آثَمْ. قِيلَ: وَكَيْفَ ذَاكَ؟ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِرَاءَ، فَقَالَ: «اثْبُتْ حِرَاءُ، فَإِنَّهُ لَيْسَ عَلَيْكَ إِلَّا نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدٌ». قِيلَ: وَمَنْ هُمْ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، وَعَلِيٌّ، وَطَلْحَةُ، وَالزُّبَيْرُ، وَسَعْدٌ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ. قِيلَ فَمَنِ العَاشِرُ؟ قَالَ: أَنَا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا الحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ، عَنِ الحُرِّ بْنِ الصَّيَّاحِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَخْنَسِ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ بِمَعْنَاهُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান